ETV Bharat / state

গর্ভস্থ সন্তানের মৃত্যু, হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের - pradip rajbangshi

প্রসূতিকে OT-তে নেওয়ার আগেই মোতায়েন পুলিশ । পরে মৃত সন্তান প্রসব করেন ওই যুবতি । চিকিৎসায় গাফিলতিতেই গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ প্রসূতির পরিবারের ।

গঙ্গারামপুর হাসপাতাল
author img

By

Published : Jun 16, 2019, 11:20 PM IST

গঙ্গারামপুর, ১৬ জুন : চিকিত্সার গাফিলতিতে গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগ উঠল গঙ্গারামপুর হাসপাতালে । আজ সকালে সিজ়ারিয়ান ডেলিভারি হয় গঙ্গারামপুর থানার ভোদং পাড়া এলাকার বাসিন্দা প্রদীপ রাজবংশীর স্ত্রী অনিতা সরকার রাজবংশীর । ডাক্তাররা পরিবারকে জানান, মৃত সন্তান প্রসব করেছেন অনিতা ।

অনিতার পরিবারের অভিযোগ, ডাক্তারের গাফিলতিতেই মৃত্যু হয়েছে গর্ভস্থ সন্তানের । তারা জানায়, আগে থেকেই পুলিশে খবর দেওয়া হয়েছিল । অনিতাকে OT-তে নেওয়ার আগেই হাসপাতাল চত্বরে পুলিশ চলে আসে । নামানো হয় RAF ।

অনিতার স্বামী প্রদীপ বলেন, "গতকাল রাত দশটার সময় প্রসব যন্ত্রণা ওঠায় স্ত্রীকে গঙ্গারামপুর হাসপাতালে ভরতি করি । আল্ট্রাসাউন্ডে জানা যায় ভ্রূণের গলায় নাড়ি জড়িয়ে রয়েছে ।" তাঁর অভিযোগ, "স্ত্রী, গর্ভস্থ সন্তানের অবস্থার কথা ডাক্তারকে জানাই । তাঁরা চিকিৎসা শুরু করেননি । উলটে ছুটি দিয়ে দিচ্ছিলেন । আজ সকালে আমরা চেপে ধরি । তারপর OT-তে নিয়ে যাওয়া হয় । শেষে তাঁরা জানান, আমার স্ত্রী মৃত সন্তান প্রসব করেছে ।"

ঘটনায় গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক বিপুল ব্যানার্জি । এদিকে, গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

গঙ্গারামপুর, ১৬ জুন : চিকিত্সার গাফিলতিতে গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগ উঠল গঙ্গারামপুর হাসপাতালে । আজ সকালে সিজ়ারিয়ান ডেলিভারি হয় গঙ্গারামপুর থানার ভোদং পাড়া এলাকার বাসিন্দা প্রদীপ রাজবংশীর স্ত্রী অনিতা সরকার রাজবংশীর । ডাক্তাররা পরিবারকে জানান, মৃত সন্তান প্রসব করেছেন অনিতা ।

অনিতার পরিবারের অভিযোগ, ডাক্তারের গাফিলতিতেই মৃত্যু হয়েছে গর্ভস্থ সন্তানের । তারা জানায়, আগে থেকেই পুলিশে খবর দেওয়া হয়েছিল । অনিতাকে OT-তে নেওয়ার আগেই হাসপাতাল চত্বরে পুলিশ চলে আসে । নামানো হয় RAF ।

অনিতার স্বামী প্রদীপ বলেন, "গতকাল রাত দশটার সময় প্রসব যন্ত্রণা ওঠায় স্ত্রীকে গঙ্গারামপুর হাসপাতালে ভরতি করি । আল্ট্রাসাউন্ডে জানা যায় ভ্রূণের গলায় নাড়ি জড়িয়ে রয়েছে ।" তাঁর অভিযোগ, "স্ত্রী, গর্ভস্থ সন্তানের অবস্থার কথা ডাক্তারকে জানাই । তাঁরা চিকিৎসা শুরু করেননি । উলটে ছুটি দিয়ে দিচ্ছিলেন । আজ সকালে আমরা চেপে ধরি । তারপর OT-তে নিয়ে যাওয়া হয় । শেষে তাঁরা জানান, আমার স্ত্রী মৃত সন্তান প্রসব করেছে ।"

ঘটনায় গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক বিপুল ব্যানার্জি । এদিকে, গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

Intro:শিশু মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গঙ্গারামপুর হাসপাতালে।
গঙ্গারামপুর ; ১৬ জুন ;- গত কাল রাত্রি দশটার সময় গঙ্গারামপুর থানার ভোদং পাড়া এলাকার বাসিন্দা প্রদীপ রাজবংশী স্ত্রী অনিতা সরকার রাজবংশীর প্রসব যন্ত্রণা নিয়ে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করা হয়।সকাল বেলা আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেখা যায় বাচ্চার গলার সাথে নারী জড়িয়ে আছে তখন ডাক্তার বাবু তাদেরকে বলেন এখনই সিজার করতে হবে। কিন্তু সিজার করার পরে মৃত সন্তান জন্ম হয়। এরপর ক্ষোভে ফেটে পড়েন রোগীর বাড়ির লোকজন। তাদের অভিযোগ ডাক্তারের গাফিলতিতেই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।
পরিবারের অভিযোগ ডাক্তারের গাফিলতিতেই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে ।
এরপর খবর পেয়ে ছুটে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী। নামানো হয় রাফ। কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য মোতায়েন আছে বিশাল পুলিশ বাহিনী ।
এই বিষয়ে অনিতা সরকারের স্বামী প্রদীপ রাজবংশি বলেন গতকাল রাত্রি দশটার সময় স্ত্রী অনিতা সরকার কে প্রসব যন্ত্রণা নিয়ে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি ্করি ,কিন্তু সেখানে কর্তব্য রত ডাক্তার বাবু আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেখতে পায় বাচ্চার গলার সাথে নারী জড়িয়ে আছে বললেও ডাক্তার বাবু আমার রুগীর কোন রকমের যত্ন নেই নি ,বরং ছুটি দিয়ে দিচ্ছে ,আমরা চেপে ধরলে ডাক্তার বাবু অপারেশনের জন্য নিয়ে যায় ।কিন্তু সেখানে নিয়ে যাবার পরে ডাক্তার বাবু জানায় শিশুটি মারা গেছে , ডাক্তার বাবু অপারেশনের জন্য নিয়ে যাবার আগে পুলিশ কে খবর দেয় ,খবর পেয়ে গঙ্গারামপুর হাসপাতালে প্রচুর পুলিশ চলে আসে ।কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য মোতায়েন আছে বিশাল পুলিশ বাহিনী ।

Body:শিশু মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গঙ্গারামপুর হাসপাতালে।
গঙ্গারামপুর ; ১৬ জুন ;- গত কাল রাত্রি দশটার সময় গঙ্গারামপুর থানার ভোদং পাড়া এলাকার বাসিন্দা প্রদীপ রাজবংশী স্ত্রী অনিতা সরকার রাজবংশীর প্রসব যন্ত্রণা নিয়ে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করা হয়।সকাল বেলা আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেখা যায় বাচ্চার গলার সাথে নারী জড়িয়ে আছে তখন ডাক্তার বাবু তাদেরকে বলেন এখনই সিজার করতে হবে। কিন্তু সিজার করার পরে মৃত সন্তান জন্ম হয়। এরপর ক্ষোভে ফেটে পড়েন রোগীর বাড়ির লোকজন। তাদের অভিযোগ ডাক্তারের গাফিলতিতেই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।
পরিবারের অভিযোগ ডাক্তারের গাফিলতিতেই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে ।
এরপর খবর পেয়ে ছুটে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী। নামানো হয় রাফ। কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য মোতায়েন আছে বিশাল পুলিশ বাহিনী ।
এই বিষয়ে অনিতা সরকারের স্বামী প্রদীপ রাজবংশি বলেন গতকাল রাত্রি দশটার সময় স্ত্রী অনিতা সরকার কে প্রসব যন্ত্রণা নিয়ে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি ্করি ,কিন্তু সেখানে কর্তব্য রত ডাক্তার বাবু আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেখতে পায় বাচ্চার গলার সাথে নারী জড়িয়ে আছে বললেও ডাক্তার বাবু আমার রুগীর কোন রকমের যত্ন নেই নি ,বরং ছুটি দিয়ে দিচ্ছে ,আমরা চেপে ধরলে ডাক্তার বাবু অপারেশনের জন্য নিয়ে যায় ।কিন্তু সেখানে নিয়ে যাবার পরে ডাক্তার বাবু জানায় শিশুটি মারা গেছে , ডাক্তার বাবু অপারেশনের জন্য নিয়ে যাবার আগে পুলিশ কে খবর দেয় ,খবর পেয়ে গঙ্গারামপুর হাসপাতালে প্রচুর পুলিশ চলে আসে ।কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য মোতায়েন আছে বিশাল পুলিশ বাহিনী ।

Conclusion:শিশু মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গঙ্গারামপুর হাসপাতালে।
গঙ্গারামপুর ; ১৬ জুন ;- গত কাল রাত্রি দশটার সময় গঙ্গারামপুর থানার ভোদং পাড়া এলাকার বাসিন্দা প্রদীপ রাজবংশী স্ত্রী অনিতা সরকার রাজবংশীর প্রসব যন্ত্রণা নিয়ে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করা হয়।সকাল বেলা আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেখা যায় বাচ্চার গলার সাথে নারী জড়িয়ে আছে তখন ডাক্তার বাবু তাদেরকে বলেন এখনই সিজার করতে হবে। কিন্তু সিজার করার পরে মৃত সন্তান জন্ম হয়। এরপর ক্ষোভে ফেটে পড়েন রোগীর বাড়ির লোকজন। তাদের অভিযোগ ডাক্তারের গাফিলতিতেই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।
পরিবারের অভিযোগ ডাক্তারের গাফিলতিতেই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে ।
এরপর খবর পেয়ে ছুটে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী। নামানো হয় রাফ। কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য মোতায়েন আছে বিশাল পুলিশ বাহিনী ।
এই বিষয়ে অনিতা সরকারের স্বামী প্রদীপ রাজবংশি বলেন গতকাল রাত্রি দশটার সময় স্ত্রী অনিতা সরকার কে প্রসব যন্ত্রণা নিয়ে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি ্করি ,কিন্তু সেখানে কর্তব্য রত ডাক্তার বাবু আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেখতে পায় বাচ্চার গলার সাথে নারী জড়িয়ে আছে বললেও ডাক্তার বাবু আমার রুগীর কোন রকমের যত্ন নেই নি ,বরং ছুটি দিয়ে দিচ্ছে ,আমরা চেপে ধরলে ডাক্তার বাবু অপারেশনের জন্য নিয়ে যায় ।কিন্তু সেখানে নিয়ে যাবার পরে ডাক্তার বাবু জানায় শিশুটি মারা গেছে , ডাক্তার বাবু অপারেশনের জন্য নিয়ে যাবার আগে পুলিশ কে খবর দেয় ,খবর পেয়ে গঙ্গারামপুর হাসপাতালে প্রচুর পুলিশ চলে আসে ।কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য মোতায়েন আছে বিশাল পুলিশ বাহিনী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.