ETV Bharat / state

বালুরঘাটে প্রার্থী হিসেবে বিপ্লবকে চাইছে তৃণমূলের একাংশ, পাত্তা দিতে নারাজ অর্পিতা - election

অর্পিতা ঘোষ না বিপ্লব মিত্র ? বালুরঘাট লোকসভা আসন থেকে কে হবেন তৃণমূলের প্রার্থী ? এই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে।

বিপ্লব মিত্র, অর্পিতা ঘোষ
author img

By

Published : Feb 28, 2019, 9:14 AM IST

বালুরঘাট, ২৮ ফেব্রুয়ারি : অর্পিতা ঘোষ না বিপ্লব মিত্র ? বালুরঘাট লোকসভা আসন থেকে কে হবেন তৃণমূলের প্রার্থী ? এই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। কারণ, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের একাংশ গতবারের জয়ী সাংসদ অর্পিতা ঘোষকে প্রার্থী হিসেবে চাইছেন না। দলের জেলা সভাপতি বিপ্লব মিত্রকে প্রার্থী করা হোক, এই দাবি করছন তাঁরা। সূত্রের খবর, অর্পিতা ঘোষ বিরোধী প্রচারও শুরু হয়েছে। যদিও এসবে কান দিতে নারাজ অর্পিতা ঘোষ।

বালুরঘাট লোকসভা কেন্দ্রটি সাতটি বিধানসভা নিয়ে গঠিত। গতবার এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন অর্পিতা ঘোষ। এবার এই আসনে জিততে তৎপর BJPও। তারা এখন থেকেই বালুরঘাট লোকসভা এলাকায় প্রচার শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসও আসনটি ধরে রাখতে চায়। তবে প্রার্থী কাকে করা হবে তা নিয়ে সামনে আসছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল।

নতুন কাউকে টিকিট দেওয়ার পক্ষে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বিপ্লব মিত্র তাঁর মতামত ব্যক্ত করেছেন কিছুদিন আগে। সোশাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে বিপ্লব মিত্রকে প্রার্থী হিসেবে চেয়ে পোস্ট করে চলেছেন তাঁর অনুগামীরা। অর্পিতা ঘোষের বিরোধিতা করে গঙ্গারামপুর পৌরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপে ও সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট করছেন বিপ্লব মিত্রর সমর্থকরা। সেখানে লেখা হয়েছে, "দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশে বলছি, বর্তমান সাংসদ অর্পিতা ঘোষ কেন পাঁচ বছর সরকারি বাংলোতে থাকলেন। আর ভোট আসতেই বালুরঘাটে বাড়ি ভাড়া নিলেন। ২০১৪ সালে গঙ্গারামপুরে বাড়ি ভাড়া নিয়ে নাটক করেছিলেন। সেখানে একদিনও থাকেননি। আর ২০১৯ সালে বালুরঘাটে বাড়ি ভাড়া নিয়ে নাটক করছেন। আপনার নাটক দক্ষিণ দিনাজপুরবাসী বুঝে গেছে। তৃণমূল দলটা আমরা কষ্ট করে তৈরি করেছি। আর উনি উড়ে এসে জুড়ে বসেছেন। আপনার নাটক আর চলবে না জেলায়। অর্পিতা হটাও জেলা বাঁচাও।"

undefined

এবিষয়ে বিপ্লব মিত্র বলেন, "কর্মীরা চাইছেন নতুন মুখ। তারা তাঁদের মত করে দাবি তুলেছেন। কর্মীদের নানা মত থাকতেই পারে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে মান্যতা দিয়েই তাঁরা কাজ করবেন।"

এবিষয়ে অর্পিতা ঘোষ বলেন, "এটা পঞ্চায়েত নির্বাচন না যে জেলা থেকে সিদ্ধান্ত নেওয়া হবে কে প্রার্থী হবেন। এবার লোকসভা নির্বাচন। গোটা জেলা জুড়েই একজন প্রার্থী হবেন। আর লোকসভায় প্রার্থী কে হবেন তা ঠিক করেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে এই ধরণের বিরোধিতা প্রতিবার ওঠে। আমি এগুলোকে গুরুত্ব ও পাত্তা দিচ্ছি না।"

বালুরঘাট, ২৮ ফেব্রুয়ারি : অর্পিতা ঘোষ না বিপ্লব মিত্র ? বালুরঘাট লোকসভা আসন থেকে কে হবেন তৃণমূলের প্রার্থী ? এই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। কারণ, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের একাংশ গতবারের জয়ী সাংসদ অর্পিতা ঘোষকে প্রার্থী হিসেবে চাইছেন না। দলের জেলা সভাপতি বিপ্লব মিত্রকে প্রার্থী করা হোক, এই দাবি করছন তাঁরা। সূত্রের খবর, অর্পিতা ঘোষ বিরোধী প্রচারও শুরু হয়েছে। যদিও এসবে কান দিতে নারাজ অর্পিতা ঘোষ।

বালুরঘাট লোকসভা কেন্দ্রটি সাতটি বিধানসভা নিয়ে গঠিত। গতবার এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন অর্পিতা ঘোষ। এবার এই আসনে জিততে তৎপর BJPও। তারা এখন থেকেই বালুরঘাট লোকসভা এলাকায় প্রচার শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসও আসনটি ধরে রাখতে চায়। তবে প্রার্থী কাকে করা হবে তা নিয়ে সামনে আসছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল।

নতুন কাউকে টিকিট দেওয়ার পক্ষে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বিপ্লব মিত্র তাঁর মতামত ব্যক্ত করেছেন কিছুদিন আগে। সোশাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে বিপ্লব মিত্রকে প্রার্থী হিসেবে চেয়ে পোস্ট করে চলেছেন তাঁর অনুগামীরা। অর্পিতা ঘোষের বিরোধিতা করে গঙ্গারামপুর পৌরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপে ও সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট করছেন বিপ্লব মিত্রর সমর্থকরা। সেখানে লেখা হয়েছে, "দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশে বলছি, বর্তমান সাংসদ অর্পিতা ঘোষ কেন পাঁচ বছর সরকারি বাংলোতে থাকলেন। আর ভোট আসতেই বালুরঘাটে বাড়ি ভাড়া নিলেন। ২০১৪ সালে গঙ্গারামপুরে বাড়ি ভাড়া নিয়ে নাটক করেছিলেন। সেখানে একদিনও থাকেননি। আর ২০১৯ সালে বালুরঘাটে বাড়ি ভাড়া নিয়ে নাটক করছেন। আপনার নাটক দক্ষিণ দিনাজপুরবাসী বুঝে গেছে। তৃণমূল দলটা আমরা কষ্ট করে তৈরি করেছি। আর উনি উড়ে এসে জুড়ে বসেছেন। আপনার নাটক আর চলবে না জেলায়। অর্পিতা হটাও জেলা বাঁচাও।"

undefined

এবিষয়ে বিপ্লব মিত্র বলেন, "কর্মীরা চাইছেন নতুন মুখ। তারা তাঁদের মত করে দাবি তুলেছেন। কর্মীদের নানা মত থাকতেই পারে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে মান্যতা দিয়েই তাঁরা কাজ করবেন।"

এবিষয়ে অর্পিতা ঘোষ বলেন, "এটা পঞ্চায়েত নির্বাচন না যে জেলা থেকে সিদ্ধান্ত নেওয়া হবে কে প্রার্থী হবেন। এবার লোকসভা নির্বাচন। গোটা জেলা জুড়েই একজন প্রার্থী হবেন। আর লোকসভায় প্রার্থী কে হবেন তা ঠিক করেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে এই ধরণের বিরোধিতা প্রতিবার ওঠে। আমি এগুলোকে গুরুত্ব ও পাত্তা দিচ্ছি না।"

Intro:কে হবে বালুরঘাট আসনের প্রার্থী, তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দল চরমে।।

বালুরঘাট, ২৭ ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের নোটিফিকেশনই এখনও জারি হয়নি। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ায় নিয়ে ফের একবার গোষ্ঠী কোন্দল চরমে। জেলা তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ জেলা সভাপতিকে প্রার্থী চেয়ে ফের একবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছে। বালুরঘাট লোকসভা আসনে গতবারের জয়ী প্রার্থী অর্পিতা ঘোষকে প্রার্থী হিসেবে না পছন্দ করেই চলছে প্রচার। লোকসভা প্রার্থীর নাম ঘোষনা নিয়ে তৃণমূল কর্মীদের এমন ভূমিকায় সরগরম দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহল।

বালুরঘাট লোকসভা আসনটি গঠিত দক্ষিণ দিনাজপুর জেলার ৬ টি বিধানসভা এবং উত্তর দিনাজপুরের ১ ইটাহার বিধানসভা নিয়ে। গতবার এই আসন থেকে নির্বাচিত হয়েছেন তৃণমূলের সাংসদ হয়েছেন অর্পিতা ঘোষ। বালুরঘাট লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগচ্ছে গেড়ুয়া শিবিরও। নিজেদের আসন ধরে রাখতে মরিয়া তৃণমূলও।

এদিকে গতবারের নির্বাচিত জয়ী প্রার্থী অর্পিতাকে টিকিট না দেওয়ার দাবী উঠেছে তৃণমূলের অন্দরে। নতুন কাউকে টিকিট দেওয়ার স্বপক্ষেই খোদ জেলা সভাপতি তার মত ব্যক্ত করেছেন কিছুদিন আগে। এদিকে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে বিপ্লব মিত্রকে প্রার্থী চেয়ে একের পর পোষ্ট করছে তার অনুগামী তৃণমূল কর্মীরা। আবার সরাসরি অর্পিতার বিরোধীতা করে গঙ্গারামপুর পৌরসভার নিজস্ব হোয়াটস অ্যাপ গ্রুপ ও সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোষ্ট করছেন তৃণমূলিদের বড় অংশ। সেখানে লিখা হয়েছে, প্রার্থী ঘোষনার আগেই অর্পিতা ঘোষ বালুরঘাটে বাড়ি ভাড়া করে নাটক করছেন। গতবারও তিনি বাড়ি ভাড়া নিয়েছিলেন গঙ্গারামপুরে। অথচ তিনি থাকেন না সেখানে। দলীয় ভাবে ঘোষনা না হলেও তিনি এই আসনের প্রার্থী হচ্ছেন এটা বোঝাতে তিনি নাটক করছেন। এই আসনে বিপ্লব মিত্রকে প্রার্থী হিসেবে দাবী তোলা হয়েছে। তৃণমূলের অন্দরের এই বিরোধকে কেন্দ্র করে উৎসুক বিরোধী রাজনৈতিক দলগুলি সহ সাধারণ মানুষ।

এবিষয়ে তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, কর্মীরা চাইছেন নতুন মুখ। তারা তাদের মত করে দাবী তুলেছেন। কর্মীদের নানা মত থাকতে পারে। তাদের নেত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্তকেই মান্যতা দিয়ে তারা কাজ করবেন সকলকে নিয়ে।

অন্য দিকে এবিষয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ বলেন, এইটা পঞ্চায়েত নির্বাচন না যে জেলা থেকে সিদ্ধান্ত নেওয়া হবে কে প্রার্থী হবেন। এবার লোকসভা নির্বাচন। গোটা জেলা জুড়েই একজন প্রার্থী হবেন। আর লোকসভায় প্রার্থী কে হবেন তা ঠিক করেন খোদ তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি। নির্বাচনের আগে এই ধরণের বিরোধীতা প্রতিবার ওঠে। তিনি এগুলোকে গুরুত্ব ও পাত্তা দিচ্ছেন না।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.