তপন, 1 সেপ্টেম্বর : বনদপ্তরে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল আরও এক তৃণমূল নেতাকে । নাম অসিতবরণ কুণ্ডু(৫৭)। বালুরঘাট জেলা আদালতে তোলা হলে তার সাত দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক । এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ ।
বনদপ্তরে চাকরি দেওয়ার নামে তপন থানার রামপুর এলাকার বাসিন্দা পিয়ার আলি মণ্ডলের থেকে ৪ লাখ টাকা ঘুষ নিয়েছিল তৃণমূল নেতা অহিদুল মহালত ও ইউসুফ আলি । দীর্ঘদিন পেরিয়ে গেলেও চাকরি না পাওয়ায় টাকা ফেরত চান পিয়ার আলি মণ্ডল । কিন্তু, তা ফেরত না পেয়ে গত রবিবার তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । অভিযোগ পেতেই রামপুর এলাকা থেকে অহিদুল মহালত ও ইউসুফ আলিকে গ্রেপ্তার করে পুলিশ । সোমবার তাদের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন । তাদের জিজ্ঞাসাবাদ করতেই অসিত বরণ কুণ্ডুর নাম উঠে আসে । এরপরই গতকাল সকালে রামপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে তপন থানার পুলিশ । অহিদুল মহালত ও ইউসুফ আলির সঙ্গে অসিতও এলাকা থেকে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা তুলেছে বলে অভিযোগ ।
এবিষয়ে তপন থানার OC সৎকার সাংবো জানান, চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার ঘটনায় ধৃত দু'জনকে জিজ্ঞাসাবাদ করে অসিত বরণ কুণ্ডুর নাম জানা যায় । তারপর গতকাল তাকে গ্রেপ্তার করা হয় । এই ঘটনা আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ।
এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, "এই ঘটনায় অভিযুক্ত যে রাজনৈতিক দলেরই হোক না কেন পুলিশ-প্রশাসন আইনত ব্যবস্থা নেবে । এখানে তৃণমূলের কোনও ব্যাপার নেই । তিনি আরও বলেন, শাস্তি দেওয়ার আগে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যেন সঠিক ভাবে খতিয়ে দেখা হয় । যাতে নিরাপরাধ কেউ যেন সাজা না পায় ।"