ETV Bharat / state

বনদপ্তরে চাকরির নামে ঘুষ নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার আরও এক তৃণমূল নেতা - বনদপ্তরে চাকরির নামে ঘুষ নেওয়ার অভিযোগ

বনদপ্তরে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার আরও এক তৃণমূল নেতা ।

ধৃত তৃণমূল নেতা
author img

By

Published : Sep 1, 2019, 2:14 AM IST

তপন, 1 সেপ্টেম্বর : বনদপ্তরে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল আরও এক তৃণমূল নেতাকে । নাম অসিতবরণ কুণ্ডু(৫৭)। বালুরঘাট জেলা আদালতে তোলা হলে তার সাত দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক । এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ ।

বনদপ্তরে চাকরি দেওয়ার নামে তপন থানার রামপুর এলাকার বাসিন্দা পিয়ার আলি মণ্ডলের থেকে ৪ লাখ টাকা ঘুষ নিয়েছিল তৃণমূল নেতা অহিদুল মহালত ও ইউসুফ আলি । দীর্ঘদিন পেরিয়ে গেলেও চাকরি না পাওয়ায় টাকা ফেরত চান পিয়ার আলি মণ্ডল । কিন্তু, তা ফেরত না পেয়ে গত রবিবার তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । অভিযোগ পেতেই রামপুর এলাকা থেকে অহিদুল মহালত ও ইউসুফ আলিকে গ্রেপ্তার করে পুলিশ । সোমবার তাদের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন । তাদের জিজ্ঞাসাবাদ করতেই অসিত বরণ কুণ্ডুর নাম উঠে আসে । এরপরই গতকাল সকালে রামপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে তপন থানার পুলিশ । অহিদুল মহালত ও ইউসুফ আলির সঙ্গে অসিতও এলাকা থেকে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা তুলেছে বলে অভিযোগ ।

এবিষয়ে তপন থানার OC সৎকার সাংবো জানান, চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার ঘটনায় ধৃত দু'জনকে জিজ্ঞাসাবাদ করে অসিত বরণ কুণ্ডুর নাম জানা যায় । তারপর গতকাল তাকে গ্রেপ্তার করা হয় । এই ঘটনা আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ।

এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, "এই ঘটনায় অভিযুক্ত যে রাজনৈতিক দলেরই হোক না কেন পুলিশ-প্রশাসন আইনত ব্যবস্থা নেবে । এখানে তৃণমূলের কোনও ব্যাপার নেই । তিনি আরও বলেন, শাস্তি দেওয়ার আগে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যেন সঠিক ভাবে খতিয়ে দেখা হয় । যাতে নিরাপরাধ কেউ যেন সাজা না পায় ।"

তপন, 1 সেপ্টেম্বর : বনদপ্তরে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল আরও এক তৃণমূল নেতাকে । নাম অসিতবরণ কুণ্ডু(৫৭)। বালুরঘাট জেলা আদালতে তোলা হলে তার সাত দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক । এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ ।

বনদপ্তরে চাকরি দেওয়ার নামে তপন থানার রামপুর এলাকার বাসিন্দা পিয়ার আলি মণ্ডলের থেকে ৪ লাখ টাকা ঘুষ নিয়েছিল তৃণমূল নেতা অহিদুল মহালত ও ইউসুফ আলি । দীর্ঘদিন পেরিয়ে গেলেও চাকরি না পাওয়ায় টাকা ফেরত চান পিয়ার আলি মণ্ডল । কিন্তু, তা ফেরত না পেয়ে গত রবিবার তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । অভিযোগ পেতেই রামপুর এলাকা থেকে অহিদুল মহালত ও ইউসুফ আলিকে গ্রেপ্তার করে পুলিশ । সোমবার তাদের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন । তাদের জিজ্ঞাসাবাদ করতেই অসিত বরণ কুণ্ডুর নাম উঠে আসে । এরপরই গতকাল সকালে রামপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে তপন থানার পুলিশ । অহিদুল মহালত ও ইউসুফ আলির সঙ্গে অসিতও এলাকা থেকে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা তুলেছে বলে অভিযোগ ।

এবিষয়ে তপন থানার OC সৎকার সাংবো জানান, চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার ঘটনায় ধৃত দু'জনকে জিজ্ঞাসাবাদ করে অসিত বরণ কুণ্ডুর নাম জানা যায় । তারপর গতকাল তাকে গ্রেপ্তার করা হয় । এই ঘটনা আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ।

এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, "এই ঘটনায় অভিযুক্ত যে রাজনৈতিক দলেরই হোক না কেন পুলিশ-প্রশাসন আইনত ব্যবস্থা নেবে । এখানে তৃণমূলের কোনও ব্যাপার নেই । তিনি আরও বলেন, শাস্তি দেওয়ার আগে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যেন সঠিক ভাবে খতিয়ে দেখা হয় । যাতে নিরাপরাধ কেউ যেন সাজা না পায় ।"

Intro:বনদপ্তরে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল নেতা।।

তপন, ৩১ আগস্ট: বনদপ্তরে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ফের তপনে গ্রেপ্তার তৃণমূল নেতা। ধৃতের নাম অসিত বরণ কুণ্ডু(৫৭)। তপন থানার ফুলবাড়ী পালশা এলাকায়। শনিবার থেকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় আর কে কে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ।

জানা গেছে, তপন থানার রামপুর এলাকার বাসিন্দা পিয়ার আলি মণ্ডলকে বনদপ্তরে চাকরি দেওয়ার নাম করে ৪ লাখ টাকা ঘুষ নেয় তৃণমূল নেতা অহিদুল মহালত ও ইউসুফ আলি। দীর্ঘদিন সময় পেরিয়ে গেলেও চাকরি না পেয়ে টাকা ফেরত চান পিয়ার আলি মণ্ডল। এদিকে টাকা ফেরত না পাওয়ায় গত রবিবার তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেতেই পুলিশ রামপুর এলাকা থেকে অহিদুল মহালত ও ইউসুফ আলিকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাদের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই অসিত বরণ কুণ্ডুর নাম উঠে আসে। এরপরই শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে রামপুর বাজার থেকে অসিত বরণ কুণ্ডুকে গ্রেপ্তার করে তপন থানার পুলিশ। পেশায় তিনি কৃষক। অহিদুল মহালত ও ইউসুফ আলির সঙ্গে অসিতও এলাকা থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা তুলেছে। এই ঘটনায় বড় চক্র রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর নয় কলকাতাতেও এই চক্রের সদস্যরা রয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে তপন থানা ও রামপুর ফাঁড়ির পুলিশ।

এবিষয়ে তপন থানার ওসি সৎকার সাংবো জানান, টাকার বদলে চাকরি দেওয়ার ঘটনায় ধৃত দু'জনকে জিজ্ঞাসাবাদ করে অসিত বরণ কুণ্ডুর নাম জানতে পারেন। তারপর আজ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনা আর কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানান, এই ঘটনায় অভিযুক্ত যে রাজনৈতিক দলেরই হোক না কেন পুলিশ প্রশাসন আইনত ব্যবস্থা নেবে। এখানে তৃণমূলের কোন ব্যাপার নেই। পাশাপাশি তিনি আরও বলেন যাকেই শাস্তি দেওয়া হবে তার আগে যেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক ভাবে খতিয়ে দেখা হয়। যাতে করে যেন নিরাপরাধ কেউ সাজা না পায়।


Body:Tapan


Conclusion:Tapan
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.