ETV Bharat / state

বংশীহারীতে তৃণমূলে যোগ ভিন্ন দলের শতাধিক কর্মীর - তৃণমূলে যোগ দিল প্রায় শতাধিক নেতাকর্মী

বংশীহারীতে তৃণমূলের শক্তি বাড়ছে ৷ এর ফল আগামী দিনে পাওয়া যাবে বলে মনে করছে তৃণমূল শিবির ৷

Another party workers joined into tmc in south dinajpur
Another party workers joined into tmc in south dinajpur
author img

By

Published : Jul 20, 2020, 8:51 PM IST

বংশীহারী, 20 জুলাই : কোরোনা সংক্রমণের মাঝে দলবদলের হিড়িক দক্ষিণ দিনাজপুরে । দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষের হাত ধরে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিল প্রায় শতাধিক নেতাকর্মী । দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের ঘটনা।

বংশীহারী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাকক্ষ, বুনিয়াদপুর পৌরসভার 1 নং ওয়ার্ডের নারায়ণপুরসহ হালালপুর এলাকার CPI(M), BJP ছেড়ে যোগ দিল তৃণমূলে । তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অর্পিতা ঘোষ, জেলা কার্যকারী সভাপতি গৌতম দাস, INTTUC-র জেলা সভাপতি মজিরুদ্দিন মণ্ডল ।

2019 সালের নির্বাচনে খারাপ ফল হওয়ার কারণে এলাকার সমস্ত কর্মীরা আজ তৃণমূলে যোগ দিল, এতে ভবিষ্যতে ভালো ফল হবে বলে আশা করছেন অর্পিতা ঘোষ ।

এই বিষয়ে জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছে অনেকে । শুধু বুনিয়াদপুরেই সব মিলিয়ে 150টি পরিবার বাম, BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে ।"

এই বিষয়ে BJP সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “বুনিয়াদপুরের বিভিন্ন জায়গায় আমাদের দলের কোন কর্মী তৃণমূলে যোগ দেয়নি । অন্যান্য দল থেকে দিলেও দিতে পারে । বরং তৃণমূল থেকেই প্রচুর কর্মী আমাদের দলে প্রতিদিন যোগ দিচ্ছে ।”

বংশীহারী, 20 জুলাই : কোরোনা সংক্রমণের মাঝে দলবদলের হিড়িক দক্ষিণ দিনাজপুরে । দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষের হাত ধরে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিল প্রায় শতাধিক নেতাকর্মী । দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের ঘটনা।

বংশীহারী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাকক্ষ, বুনিয়াদপুর পৌরসভার 1 নং ওয়ার্ডের নারায়ণপুরসহ হালালপুর এলাকার CPI(M), BJP ছেড়ে যোগ দিল তৃণমূলে । তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অর্পিতা ঘোষ, জেলা কার্যকারী সভাপতি গৌতম দাস, INTTUC-র জেলা সভাপতি মজিরুদ্দিন মণ্ডল ।

2019 সালের নির্বাচনে খারাপ ফল হওয়ার কারণে এলাকার সমস্ত কর্মীরা আজ তৃণমূলে যোগ দিল, এতে ভবিষ্যতে ভালো ফল হবে বলে আশা করছেন অর্পিতা ঘোষ ।

এই বিষয়ে জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছে অনেকে । শুধু বুনিয়াদপুরেই সব মিলিয়ে 150টি পরিবার বাম, BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে ।"

এই বিষয়ে BJP সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “বুনিয়াদপুরের বিভিন্ন জায়গায় আমাদের দলের কোন কর্মী তৃণমূলে যোগ দেয়নি । অন্যান্য দল থেকে দিলেও দিতে পারে । বরং তৃণমূল থেকেই প্রচুর কর্মী আমাদের দলে প্রতিদিন যোগ দিচ্ছে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.