ETV Bharat / state

65 শয্যার অ্যানেক্স কোভিড হাসপাতাল চালু হচ্ছে দক্ষিণ দিনাজপুরে - corona virus

দক্ষিণ দিনাজপুর জেলায় দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে অ্যানেক্স কোভিড হাসপাতাল চালুর উদ্যোগ নিল জেলা প্রশাসন।

balurghat
বালুরঘাট
author img

By

Published : Jun 2, 2020, 6:35 AM IST

বালুরঘাট, 2 জুন : কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই নড়েচড়ে বসল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। কোরোনা হাসপাতালের পাশাপাশি এবার অ্যানেক্স কোভিড হাসপাতাল চালু করা হচ্ছে। 65 শয্যার এই হাসপাতাল চালু হচ্ছে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রের দোতলায়। নাট্য উৎকর্ষ কেন্দ্রে এতদিন আইসোলেশন সেন্টার বা সারি হাসপাতাল ছিল। এই হাসপাতালের দোতলায় অ্যানেক্স কোভিড হাসপাতাল চালু হতে চলেছে। সোমবার বিকেলে জেলাশাসকের সঙ্গে বৈঠকের পর এমনটা জানালেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে।

গত 48 ঘণ্টায় দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 19 জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে। জেলায় সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 26। এদিকে আগের একজন ও পরের 19 জনকে বালুরঘাটের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে। বালুরঘাট কোরোনা হাসপাতালে মোট শয্যা রয়েছে 25টি । যার মধ্যে তিনটি CCU যুক্ত। নতুন করে কেউ আক্রান্ত হলে তাকে কোথায় রাখা হবে তা নিয়ে গতকাল জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকসহ অন্যান্য জেলা প্রশাসনিক আধিকারিক ও স্বাস্থ্য আধিকারিকরা।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আইসোলেশন সেন্টারের উপরের তলায় অ্যানেক্স কোভিড হাসপাতাল চালু করা হবে। যেখানে ইতিমধ্যে 65টি শয্যা রয়েছে। আইসোলেশন সেন্টারে রোগীর সংখ্যা কমে যাওয়ায় সেখানেই কোরোনা হাসপাতাল চালুর চিন্তাভাবনা করেছে প্রশাসন। পাশাপাশি জেলায় আরও বেশি সোয়াব টেস্টের জন্য গঙ্গারামপুর হাসপাতালে ট্রুনাট মেশিন বসানো হচ্ছে। এছাড়াও গঙ্গারামপুর ও বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতিদের জন্য আইসোলেশন সেন্টার চালু করা হচ্ছে। দু'টি আইসোলেশন সেন্টারে মোট চারটি করে আটটি শয্যা থাকবে। এছাড়াও জেলার আটটি ব্লকে মোট 293 টি আইসোলেশন সেন্টার করা হচ্ছে।

এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, ICMR-এর গাইড লাইন অনুযায়ী সব কোরোনা আক্রান্তকে কোরোনা হাসপাতালে রাখার প্রয়োজন নেই। খুব অসুস্থদেরই হাসপাতালে রাখা হবে। কোরোনা পজ়িটিভ অথচ তেমন কোনও উপসর্গ নেই বা অল্প উপসর্গ আছে তাদের অ্যানেক্স কোভিড হাসপাতালে রাখা হবে। পাশাপাশি কোরোনা টেস্টের জন্য গঙ্গারামপুরে একটি ট্রুনাট মেশিন বসানো হচ্ছে।

বালুরঘাট, 2 জুন : কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই নড়েচড়ে বসল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। কোরোনা হাসপাতালের পাশাপাশি এবার অ্যানেক্স কোভিড হাসপাতাল চালু করা হচ্ছে। 65 শয্যার এই হাসপাতাল চালু হচ্ছে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রের দোতলায়। নাট্য উৎকর্ষ কেন্দ্রে এতদিন আইসোলেশন সেন্টার বা সারি হাসপাতাল ছিল। এই হাসপাতালের দোতলায় অ্যানেক্স কোভিড হাসপাতাল চালু হতে চলেছে। সোমবার বিকেলে জেলাশাসকের সঙ্গে বৈঠকের পর এমনটা জানালেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে।

গত 48 ঘণ্টায় দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 19 জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে। জেলায় সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 26। এদিকে আগের একজন ও পরের 19 জনকে বালুরঘাটের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে। বালুরঘাট কোরোনা হাসপাতালে মোট শয্যা রয়েছে 25টি । যার মধ্যে তিনটি CCU যুক্ত। নতুন করে কেউ আক্রান্ত হলে তাকে কোথায় রাখা হবে তা নিয়ে গতকাল জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকসহ অন্যান্য জেলা প্রশাসনিক আধিকারিক ও স্বাস্থ্য আধিকারিকরা।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আইসোলেশন সেন্টারের উপরের তলায় অ্যানেক্স কোভিড হাসপাতাল চালু করা হবে। যেখানে ইতিমধ্যে 65টি শয্যা রয়েছে। আইসোলেশন সেন্টারে রোগীর সংখ্যা কমে যাওয়ায় সেখানেই কোরোনা হাসপাতাল চালুর চিন্তাভাবনা করেছে প্রশাসন। পাশাপাশি জেলায় আরও বেশি সোয়াব টেস্টের জন্য গঙ্গারামপুর হাসপাতালে ট্রুনাট মেশিন বসানো হচ্ছে। এছাড়াও গঙ্গারামপুর ও বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতিদের জন্য আইসোলেশন সেন্টার চালু করা হচ্ছে। দু'টি আইসোলেশন সেন্টারে মোট চারটি করে আটটি শয্যা থাকবে। এছাড়াও জেলার আটটি ব্লকে মোট 293 টি আইসোলেশন সেন্টার করা হচ্ছে।

এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, ICMR-এর গাইড লাইন অনুযায়ী সব কোরোনা আক্রান্তকে কোরোনা হাসপাতালে রাখার প্রয়োজন নেই। খুব অসুস্থদেরই হাসপাতালে রাখা হবে। কোরোনা পজ়িটিভ অথচ তেমন কোনও উপসর্গ নেই বা অল্প উপসর্গ আছে তাদের অ্যানেক্স কোভিড হাসপাতালে রাখা হবে। পাশাপাশি কোরোনা টেস্টের জন্য গঙ্গারামপুরে একটি ট্রুনাট মেশিন বসানো হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.