ETV Bharat / state

জীবিত থাকলেও কৃষিবিভাগের কাগজে মৃত কৃষক - bangsihari

২০১৮ সালের মার্চ মাসের পর কৃষি বিভাগ থেকে বুনিয়াদপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে সার্ভে করতে প্রতিনিধি পাঠানো হয়৷ কিন্তু হীরেন্দ্রমোহনকে বাড়িতে না পেয়ে কৃষি বিভাগের কর্মীরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ও তাঁর পেনশন বন্ধ করে দেন ৷

জীবিত থাকলেও কৃষিবিভাগের কাগজে মৃত কৃষক
author img

By

Published : Sep 4, 2019, 8:35 PM IST

বংশীহারী, ৪ সেপ্টেম্বর : তিনি জীবিত ৷ কিন্তু খাতায় কলমে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে ৷ বুনিয়াদপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকার এক কৃষক জীবিত থাকলেও কৃষি বিভাগের পেনশন বিভাগে তিনি মৃত ৷ ওই কৃষকের নাম হীরেন্দ্রমোহন দেব ৷

জমিতে চাষাবাদ করেই সংসার চালান হীরেন্দ্রবাবু ৷ দু'বছর আগে তাঁর স্ত্রী মারা গেছেন ৷ 2018 সালে তিনি কৃষি পেনশনের আবেদন করেছিলেন ৷ কিন্তু সেই বছরের এপ্রিল থেকে কোনও পেনশনের টাকা পাননি ৷ এ বিষয়ে বালুরঘাট কৃষিবিভাগে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ বালুরঘাট কৃষিবিভাগের আধিকারিক বলেন, কাগজে কলমে হীরেন্দ্রমোহন দেব মৃত ৷ সেই কারণে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশন ঢুকছে না ৷

2018 সালের মার্চ মাসের পর কৃষি বিভাগ থেকে বুনিয়াদপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে সার্ভে করতে প্রতিনিধি পাঠানো হয়৷ কিন্তু হীরেন্দ্রমোহনকে বাড়িতে না পেয়ে কৃষিবিভাগের কর্মীরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ও তাঁর পেনশন বন্ধ করে দেন ৷ অবিলম্বে পেনশন চালু এবং দোষীদের শাস্তির দাবি তুলছেন হীরেন্দ্রমোহন এবং এলাকার বাসিন্দারা ৷

হীরেন্দ্রমোহন দেব বলেন, "২০১৮ সালের মার্চের পর আর কোনও টাকা পাইনি ৷ কৃষি বিভাগ আমাকে মৃত ঘোষণা করে পেনশন বন্ধ করে দিয়েছে । আমি অবিলম্বে আমার পেনশন চালুর আবেদন জানাচ্ছি ।"

বংশীহারী ব্লকের কৃষি আধিকারিক তাপস দাস বলেন, "প্রতি 6 মাস অন্তর পেনশন প্রাপকদের একটি লাইফ সার্টিফিকেট ফর্ম ফিল আপ করতে হয় ৷ হীরেন্দ্রমোহনবাবু হয়তো সেই ফর্ম ফিল আপ করেননি ৷ তাই তাঁর পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে ৷ বিষয়টি দেখব ৷"

বংশীহারী, ৪ সেপ্টেম্বর : তিনি জীবিত ৷ কিন্তু খাতায় কলমে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে ৷ বুনিয়াদপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকার এক কৃষক জীবিত থাকলেও কৃষি বিভাগের পেনশন বিভাগে তিনি মৃত ৷ ওই কৃষকের নাম হীরেন্দ্রমোহন দেব ৷

জমিতে চাষাবাদ করেই সংসার চালান হীরেন্দ্রবাবু ৷ দু'বছর আগে তাঁর স্ত্রী মারা গেছেন ৷ 2018 সালে তিনি কৃষি পেনশনের আবেদন করেছিলেন ৷ কিন্তু সেই বছরের এপ্রিল থেকে কোনও পেনশনের টাকা পাননি ৷ এ বিষয়ে বালুরঘাট কৃষিবিভাগে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ বালুরঘাট কৃষিবিভাগের আধিকারিক বলেন, কাগজে কলমে হীরেন্দ্রমোহন দেব মৃত ৷ সেই কারণে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশন ঢুকছে না ৷

2018 সালের মার্চ মাসের পর কৃষি বিভাগ থেকে বুনিয়াদপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে সার্ভে করতে প্রতিনিধি পাঠানো হয়৷ কিন্তু হীরেন্দ্রমোহনকে বাড়িতে না পেয়ে কৃষিবিভাগের কর্মীরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ও তাঁর পেনশন বন্ধ করে দেন ৷ অবিলম্বে পেনশন চালু এবং দোষীদের শাস্তির দাবি তুলছেন হীরেন্দ্রমোহন এবং এলাকার বাসিন্দারা ৷

হীরেন্দ্রমোহন দেব বলেন, "২০১৮ সালের মার্চের পর আর কোনও টাকা পাইনি ৷ কৃষি বিভাগ আমাকে মৃত ঘোষণা করে পেনশন বন্ধ করে দিয়েছে । আমি অবিলম্বে আমার পেনশন চালুর আবেদন জানাচ্ছি ।"

বংশীহারী ব্লকের কৃষি আধিকারিক তাপস দাস বলেন, "প্রতি 6 মাস অন্তর পেনশন প্রাপকদের একটি লাইফ সার্টিফিকেট ফর্ম ফিল আপ করতে হয় ৷ হীরেন্দ্রমোহনবাবু হয়তো সেই ফর্ম ফিল আপ করেননি ৷ তাই তাঁর পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে ৷ বিষয়টি দেখব ৷"

Intro:বাস্তবে জীবিত থাকলেও কৃষি পেনসন বিভাগে মৃত এক কৃষক ।।
বংশী হারি ; ০৪ সেপ্টেম্বর ;- বুনিয়াদপুর পুরসভার ২ নং ওয়ার্ডের শেরপুর এলাকার এক কৃষক বাস্তবে জীবিত থাকলেও কৃষি দপ্তরের পেনসন বিভাগে মৃত শেরপুরের বাসিন্দা হিরেন্দ্র মোহন দেব । জানা যায় ২০১৮ সালে বংশী হারি ব্লকের অধিনে কৃষি পেন্সনের জন্য আবেদন করেছিল হিরেন্দ্র মোহন দেব ।কিন্তু ২০১৮ সালের মার্চ মাসের পর থেকে এই ব্যাক্তির কোন কৃষি পেনসন ঢোকে নি তার আকাউন্ট এ । ২০১৮ সালের এপ্রিল মাস গড়িয়ে গেলেও তার কোন টাকা না ঢোকায় সমস্যায় পড়তে হয়েছে ঐ কৃষক কে । বালুরঘাট কৃষি দপ্তরে জানিয়েও কোন কাজ হয় নি ।
স্তানিও সূত্রে খবর শেরপুরের বাসিন্দা পেশায় কৃষক হিরেন্দ্র মোহন দেব এই কৃষি পেনসনের উপর এবং তার ছোট জমিতে কোন মতে চাষ করে নিজে সংসার চালায় ,কারন তার স্ত্রী গত দুবছর আগে মারা গেছে ,সেই কারনে তিনি কোন মতে চাষবাস করে সংসার চালান ।২০১৮ সালে বংশী হারি ব্লকের অধিনে কৃষি পেন্সনের জন্য আবেদন করেছিল হিরেন্দ্র মোহন দেব ।কিন্তু ২০১৮ সালের মার্চ মাসের পর থেকে এই ব্যাক্তির কোন কৃষি পেনসন ঢোকে নি তার আকাউন্ট এ । ২০১৮ সালের এপ্রিল মাস গড়িয়ে গেলেও তার কোন টাকা না ঢোকায় সমস্যায় পড়তে হয়েছে ঐ কৃষক কে ।এ ব্যাপারে বালুরঘাট কৃষি দপ্তরে জানিয়েও কোন কাজ হয় নি ।উল্টে বালুরঘাট কৃষি দপ্তরের আধিকারক বলেন তিনি মৃত তাদের কাগজ কলমে ,সেই কারনে এই ব্যাক্তিকে পেনসন দেওয়া যাবে না ।
এই বিষয়ে প্রদীপ দেব নামে এক এলাকাবাসি জানান বুনিয়াদপুর পুরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় কৃষক হিরেন্দ্র মোহন দেব ২০১৮ সালের মার্চ মাস থেকে কোন কৃষি পেনসন পাচ্ছে না কারন কৃষি দপ্তরের কাগজ কলমে তিনি মৃত । ২০১৮ সালের মার্চ মাসের পর জেলা কৃষি দপ্তর থেকে সার্ভে করতে পাঠানো হয় বুনিয়াদপুর পুরসভার ২ নং ওয়ার্ডে ।কিন্তু সার্ভে করার সময় জেলা কৃষি দপ্তরের লোকজন হিরেন্দ্র মোহন দেব কে বাড়িতে না পাওয়ায় তাহাকে মৃত বলে ঘোষণা করে এবং তার পেনসন বন্ধ করে দেয় । কৃষি দপ্তরের লোকজন যারা সার্ভে করতে এশেছিল তাদের শাস্তি চাই এবং অবিলম্বে এই ব্যাক্তির যেন পেনসন তাড়াতাড়ি চালু হয় তার দাবি জানাচ্ছি ।
কৃষি পেনশন প্রাপক হিরেন্দ্র মোহন দেব জানান ২০১৮ সালের পর তিনি আর কোন টাকা পান নি ।২০১৮ সালের মার্চ মাসের পর জেলা কৃষি দপ্তর থেকে সার্ভে করতে পাঠানো হয় বুনিয়াদপুর পুরসভার ২ নং ওয়ার্ডে ।কিন্তু সার্ভে করার সময় জেলা কৃষি দপ্তরের লোকজন হিরেন্দ্র মোহন দেব কে বাড়িতে না পাওয়ায় তাহাকে মৃত বলে ঘোষণা করে এবং তার পেনশন বন্ধ করে দেয় ।আমি অবিলম্বে আমার যেন পেনশন চালু হয় সেটাই চাইছি ।
বংশী হারি ব্লকের কৃষি আধিকারিক তাপস দাস জানান এই ব্যাক্তি হয়ত আমাদের অফিসের যে লাইফ সার্টিফিকেট আছে সেই ফ্রম হয়ত জমা দেয় নি ,কারন এই সার্টিফিকেট পুরন করার নিয়ন প্রতি ৬ মাস অন্তর ।সেই কারনেই হয়ত বন্ধ হয়ে গেছে ,আমি নিজে উদ্যোগ নিয়ে ব্যাক্তির যেন কৃষি পেনসন আবার চালু হয় সেই বিষয় টা দেখছি ।

Body:বাস্তবে জীবিত থাকলেও কৃষি পেনসন বিভাগে মৃত এক কৃষক ।।Conclusion:বাস্তবে জীবিত থাকলেও কৃষি পেনসন বিভাগে মৃত এক কৃষক ।।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.