গঙ্গারামপুর, 26 ডিসেম্বর : বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ গুলি চালানোর অভিযোগও উঠে ৷ ঘটনায় আহত কমপক্ষে 12 জন শ্রমিক ৷ তার মধ্যে গুরুতর আহত তিনজনকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকে একটি রাইস ওয়েল ফ্যাক্টরি আছে । সেখানের কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছিল । অভিযোগ টিএমসির কিছু দুষ্কৃতী কর্মীদের ওপর হামলা চালায় । চালানো হয় দুই রাউন্ড গুলিও ৷ বেধড়ক মারধর করে বলেও অভিযোগ তোলে শ্রমিকরা ।
এই কারখানায় বিগত প্রায় দু'মাস ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল । এরই মাঝে শ্রমিকদের একটা বড় অংশ টিইউসিআই সংগঠনে যোগ দেয় । শনিবার সকালেই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নতুন অফিস উদ্বোধন করতে আসার কথা তৃণমূলের নেতাদের । কিন্তু তার আগেই স্থানীয় কিছু তৃণমূল নেতা কারখানায় এসে উপস্থিত হয় । বেতন বৃদ্ধির দাবি এবং আমজাদ মিঞা নামে এক কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করে ৷ সেখানেই অপর গোষ্ঠী তাঁদের উপর আক্রমণ করে বলে অভিযোগ ৷
শ্রমিক ইউনিয়ন নেতা জাহাঙ্গির মিঞা বলেন, ‘‘শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মালিক পক্ষের সঙ্গে কথা চলছিল । সেই আন্দোলন রুখতে তৃণমূলের দুষ্কৃতীরা এদিন শ্রমিকদের উপর হামলা চালায় । শ্রমিকদের মারধর করা হয় ৷’’
আরও পড়ুন :- অধিবেশন বসলেই আস্থা ভোটের পরিকল্পনা বিরোধীদের
গঙ্গারামপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি মৃণাল দাস বলেন, ‘‘ ঘটনায় তৃণমূলের জড়িত নেই । একদল শ্রমিক কাজ করতে চাইছিল । অপর দল কাজ বন্ধ করে দেয় । এনিয়ে শ্রমিকদের মধ্যে গোলমাল বাধে ।’’