গঙ্গারামপুর, 22 অক্টোবর : বিনাচিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর হাসপাতালে ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ পেটের ব্যথা নিয়ে এই হাসপাতালে ভর্তি হন গঙ্গারামপুরের কালদিঘি আশ্বিন পাড়া এলাকার বছর ৩৩ এর বাসিন্দা জীবন রাহা। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, পেটে পাথর থাকার কারণে পেট ব্যথা হচ্ছিল জীবন রাহার সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
কিন্তু, জীবন রাহার পরিবারের অভিযোগ, হাসপাতোলে ভর্তি হওয়ার পর তাঁকে একটি ইনজেকশন দেওয়া হয় ৷ তারপর কিছুক্ষণ ব্যথা কমলেও, এক-দেড় ঘণ্টা পর আবারও তাঁর ব্যথা শুরু হয়, কিন্তু রাতে আর কোনও ডাক্তার তাঁকে দেখতে আসেননি। শুক্রবার সকালে পেট ব্যথার সঙ্গে শ্বাসকষ্টও শুরু হয় তাঁর ৷ কিন্তু অভিযোগ, মেডিসিন বিভাগের ডাক্তার দীর্ঘক্ষণ পরে তাঁকে দেখতে আসেন। ততক্ষণে মৃত্যু হয় জীবন রাহার।
আরও পড়ুন : Purna Das Baul : 'বাউল সম্রাট' পূর্ণদাস বাউলের জমি দখলের অভিযোগ ইলামবাজারে
এই ঘটনার প্রতিবাদে এদিন সকালে রোগীর আত্মীয়রা হাসপাতালের সামনে 512 জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ৷ বিক্ষোভের জেরে এলাকায় প্রচুর যানবাহন সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশের কাছে ক্ষোভ উগড়ে দেয় মৃত রোগীর পরিবার ৷ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত রোগীর আত্মীয়রা ৷ অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তির দাবি করেছেন তাঁরা ৷