ETV Bharat / state

বালুরঘাটের শিশুশিক্ষা কেন্দ্রে কম খাদ্য সামগ্রী, বিক্ষোভ অভিভাবকদের - allegation of giving insufficient food items against a ssk

বালুরঘাটের 3 নম্বর ওয়ার্ডের মিলন পল্লী শিশুশিক্ষা কেন্দ্র । এখানেই সরকার নির্ধারিত পরিমাণের তুলনায় কম চাল-আলু দেওয়ার অভিযোগ উঠেছে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 21, 2020, 6:53 PM IST

বালুরঘাট, 21 এপ্রিল : নির্দিষ্ট পরিমাণের থেকে কম চাল-আলু দেওয়ার অভিযোগ উঠল শিশুশিক্ষা কেন্দ্রে । এর জেরে শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছান শিশুশিক্ষা কেন্দ্রের আধিকারিক । আজকের মতো বালুরঘাটের 3 নম্বর ওয়ার্ডের ওই মিলন পল্লী শিশুশিক্ষা কেন্দ্রে বন্ধ করে দেওয়া হয়েছে চাল-আলু দেওয়ার প্রক্রিয়া ।

লকডাউন পড়ুয়ারা যাতে সমস্যায় না পড়ে সেজন্য শুরুর দিকেই একবার চাল ও আলু দেওয়া হয়েছিল অভিভাবকদের। প্রথম দফার পর আবার নতুন করে স্কুল থেকে চাল ও আলু দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সেইমতো আজ বালুরঘাটের 3 নম্বর ওয়ার্ডের মিলন পল্লী শিশুশিক্ষা কেন্দ্রে চাল ও আলু দেওয়া শুরু হয় । অভিযোগ, এখানে যে পরিমাণ চাল ও আলু দেওয়া হচ্ছে, তা সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে কম । অভিভাবকদের বক্তব্য, সরকার থেকে তিন কেজি চাল ও তিন কেজি আলু দেওয়ার কথা। কিন্তু এখানে নিজেদের ইচ্ছেমতো কাউকে এক কেজি চাল, আবার কাউকে দেড় কেজি করে আলু দেওয়া হচ্ছে । এরপরই অভিভাবকদের সঙ্গে বচসা বাধে শিক্ষিকাদের। হাতাহাতিও শুরু হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান SSK-র আধিকারিক। নিজেরাই অভিভাবকদের দেওয়া চাল-আলু মেপে দেখেন । দেখা যায়, তা পরিমাণের তুলনায় কম । তারপরই আজকের মতো বন্ধ করে দেওয়া হয় স্কুল। শিক্ষিকাদের অফিসে ডেকে পাঠানো হয়।

এবিষয়ে এক বিক্ষোভকারী অভিভাবক সুজিত সাহা বলেন, "কোনওরকম ওজন ছাড়াই নিজেদের ইচ্ছেমতো চাল আলু দিচ্ছে। সরকারি নির্দেশ অমান্য করে এসব চলছে। কিছু বলতে গেলেও কেউ কিছু শোনে না। তাই আজ বিক্ষোভ দেখাতে বাধ্য় হলাম । পৌরসভার আধিকারিকরাও এসেছিলেন । তাঁরা নিজের চোখে এই দুর্নীতি দেখেছেন।"

অন্যদিকে শিশুশিক্ষা কেন্দ্রের সহায়িকা শিক্ষিকা বাসন্তী দেবনাথ বলেন, "সমস্ত অভিযোগ মিথ্যা। তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো চাল ও আলু দিতে একটু উনিশ-বিশ হয়ে গিয়েছে। তবে সবাইকে কম দেওয়া হয়নি। দু'একজনের ক্ষেত্রে কম হয়েছে।"

এনিয়ে SSK-র দায়িত্ব প্রাপ্ত আধিকারিককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "বিক্ষোভের খবর পেয়েছিলাম । এসে দেখি কয়েকজনকে চাল-আলু কম দেওয়া হচ্ছে । আপাতত স্কুল বন্ধের নির্দেশ দিয়েছি। শিক্ষিকাদের অফিসে ডাকা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।" যদিও নিজের নাম জানাতে চাননি তিনি ।

বালুরঘাট, 21 এপ্রিল : নির্দিষ্ট পরিমাণের থেকে কম চাল-আলু দেওয়ার অভিযোগ উঠল শিশুশিক্ষা কেন্দ্রে । এর জেরে শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছান শিশুশিক্ষা কেন্দ্রের আধিকারিক । আজকের মতো বালুরঘাটের 3 নম্বর ওয়ার্ডের ওই মিলন পল্লী শিশুশিক্ষা কেন্দ্রে বন্ধ করে দেওয়া হয়েছে চাল-আলু দেওয়ার প্রক্রিয়া ।

লকডাউন পড়ুয়ারা যাতে সমস্যায় না পড়ে সেজন্য শুরুর দিকেই একবার চাল ও আলু দেওয়া হয়েছিল অভিভাবকদের। প্রথম দফার পর আবার নতুন করে স্কুল থেকে চাল ও আলু দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সেইমতো আজ বালুরঘাটের 3 নম্বর ওয়ার্ডের মিলন পল্লী শিশুশিক্ষা কেন্দ্রে চাল ও আলু দেওয়া শুরু হয় । অভিযোগ, এখানে যে পরিমাণ চাল ও আলু দেওয়া হচ্ছে, তা সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে কম । অভিভাবকদের বক্তব্য, সরকার থেকে তিন কেজি চাল ও তিন কেজি আলু দেওয়ার কথা। কিন্তু এখানে নিজেদের ইচ্ছেমতো কাউকে এক কেজি চাল, আবার কাউকে দেড় কেজি করে আলু দেওয়া হচ্ছে । এরপরই অভিভাবকদের সঙ্গে বচসা বাধে শিক্ষিকাদের। হাতাহাতিও শুরু হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান SSK-র আধিকারিক। নিজেরাই অভিভাবকদের দেওয়া চাল-আলু মেপে দেখেন । দেখা যায়, তা পরিমাণের তুলনায় কম । তারপরই আজকের মতো বন্ধ করে দেওয়া হয় স্কুল। শিক্ষিকাদের অফিসে ডেকে পাঠানো হয়।

এবিষয়ে এক বিক্ষোভকারী অভিভাবক সুজিত সাহা বলেন, "কোনওরকম ওজন ছাড়াই নিজেদের ইচ্ছেমতো চাল আলু দিচ্ছে। সরকারি নির্দেশ অমান্য করে এসব চলছে। কিছু বলতে গেলেও কেউ কিছু শোনে না। তাই আজ বিক্ষোভ দেখাতে বাধ্য় হলাম । পৌরসভার আধিকারিকরাও এসেছিলেন । তাঁরা নিজের চোখে এই দুর্নীতি দেখেছেন।"

অন্যদিকে শিশুশিক্ষা কেন্দ্রের সহায়িকা শিক্ষিকা বাসন্তী দেবনাথ বলেন, "সমস্ত অভিযোগ মিথ্যা। তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো চাল ও আলু দিতে একটু উনিশ-বিশ হয়ে গিয়েছে। তবে সবাইকে কম দেওয়া হয়নি। দু'একজনের ক্ষেত্রে কম হয়েছে।"

এনিয়ে SSK-র দায়িত্ব প্রাপ্ত আধিকারিককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "বিক্ষোভের খবর পেয়েছিলাম । এসে দেখি কয়েকজনকে চাল-আলু কম দেওয়া হচ্ছে । আপাতত স্কুল বন্ধের নির্দেশ দিয়েছি। শিক্ষিকাদের অফিসে ডাকা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।" যদিও নিজের নাম জানাতে চাননি তিনি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.