বংশীহারী, 7 সেপ্টেম্বর: লকডাউনকে কাজে লাগিয়ে অবৈধভাবে রাস্তার দুই পাশে থাকা সরকারি গাছ কাটার অভিযোগ বংশীহারীতে। বংশীহারী ব্লকের সুরোজঘাটি এলাকার ঘটনা। কিছুদিন আগেও গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের টেপরি দহ এলাকায় রাতের বেলায় এবং সকালে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ তুলেছিল গ্রামবাসী। যদিও ব্লক প্রশাসন ও বংশীহারী থানা এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ৷ প্রশ্ন উঠতে শুরু করেছে ব্লক প্রশাসনের ভুমিকা নিয়েও ।
স্থানীয়দের বক্তব্য, গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতে সুরোজঘাঁটি এলাকায় দীর্ঘদিন ধরেই পাকা রাস্তার দুই পাশে থাকা সরকারি গাছ কেটে ফেলছে দুষ্কৃতীরা৷ বাসিন্দাদের অভিযোগ, দিনের আলোতে সরকারি গাছ নিধন হলেও প্রশাসনিক তৎপরতা নেই ।
প্রাক্তন CPI(M) পঞ্চায়েত সদস্য অরুণ কুমার দাস বলেন, "বারবার গাছ কাটার বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে৷ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে প্রধান, সকলেই যদি অপকর্মের সঙ্গে যুক্ত থাকেন, সেখানে বলার কিছু থাকে না। অবিলম্বে সরকারি সম্পদ রক্ষায় ব্যবস্থা নেওয়া উচিত।"
বংশীহারী পঞ্চায়েতের সহ-সভাপতি গণেশ প্রসাদ বক্তব্য, "সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার বিষয়টি অবৈধ। আমার জানা ছিল না৷ পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলে যারা গাছ কাটছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"