বংশীহারি, 29 আগস্ট : দীর্ঘদিন ধরে ছুটি পাননি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা ৷ বিএমওএইচ ও উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ তাই বাধ্য় হয়ে রবিবার কর্মবিরতিতে নেমেছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি রশিদপুর গ্রামীণ হাসপাতালের কর্মীরা ৷ স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতিতে দুর্ভোগে পড়েন করোনা ভ্যাকসিন নিতে আসা মানুষজন ৷ ভ্যাকসিন দেওয়া বন্ধ থাকায় হাসপাতাল চত্বরে ছড়ায় উত্তেজনা ৷ এমনকি জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ বিক্ষোভকারীদের সঙ্গে সামিল হন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিলচন্দ্র বর্মন ৷
রবিবার সকাল থেকে শতাধিক পুরুষ ও মহিলা স্লিপ নিয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য রশিদপুর গ্রামীণ হাসপাতালের বাইরে প্রতীক্ষা করেছিলেন ৷ বেলা 11টা নাগাদ তাঁরা জানতে পারেন, ভ্যাকসিন দেওয়া হবে না । দীর্ঘ প্রতীক্ষার পর বেলা 1টা নাগাদ শতাধিক পুরুষ ও মহিলা বাধ্য হয়ে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন । অবরোধের জেরে যানজট শুরু হয় ৷ পথ অবরোধের সামিল হন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিলচন্দ্র বর্মন ৷ ঘটনাস্থলে আসে বংশীহারী থানার পুলিশ । উপস্থিত হন ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল, বংশিহারি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদেষ্ণা পাল, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সহ অন্যান্যরা ।
রাস্তা অবরোধ তুলতে হিমশিম খেতে হয় বংশীহারি থানার পুলিশকে ৷ অবশেষে প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় রাস্তা অবরোধ তুলে নেন চেয়ারম্যান সহ সাধারণ মানুষ । বেলা দেড়টা নাগাদ যানজট মুক্ত করে প্রশাসনের কর্তারা হাসপাতালে বিএমওএইচ পুলকেশ সাহা-সহ স্বাস্থ্যকর্মীদের নিয়ে আলোচনায় বসেন । আলোচনা চলাকালীন দু‘জন স্বাস্থ্যকর্মী অসুস্থ হয়ে পড়েন । আলোচনায় কোনও সমাধান না হওয়ায় অবশেষে বিএমওএইচ দু'জন অফিস স্টাফকে নিয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেন ।
আরও পড়ুন : Covid vaccine : কাল দেবে ভ্যাকসিন, আজ সন্ধ্যা থেকেই লাইনে 400 জন
এই বিষয়ে স্বপ্না মজুমদার নামে এক মহিলা বলেন, "সকাল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য আমরা বসে আছি ৷ বেলা 11টা নাগাদ জানতে পারি যে ভ্যাকসিন দেওয়া হবে না ৷ স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতি করেছেন । আমরা অনেক দূর থেকে এসেছি ৷ আগে থেকে যদি জানিয়ে দেওয়া হত তাহলে এভাবে হয়রান হতে হত না ৷ বিএমওএইচ পুলকেশ সাহা বলেন, "প্যানডেমিক পরিস্থিতিতে স্বাস্থ্যভবনের নির্দেশে সপ্তাহের 7 দিনই ভ্যাকসিন দেওয়ার নির্দেশ এসেছে । সেই অনুযায়ী আমি রস্টার তৈরি করেছি । ওনাদের সমস্ত দাবি ভিত্তিহীন ।"