ETV Bharat / state

স্ত্রী, মেয়ে ও মা'কে কোপানোর পর নিজেকেও কুপিয়ে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির - Balurghat

অভিযুক্ত ব্যক্তির নার্ভের সমস্যা থাকায় এর আগেও বেশ কয়েকবার মানসিক অবসাদে ভুগছিলেন । দু'বার চিকিৎসা করিয়ে সুস্থও হন । আজ ভোরে ফের নার্ভের সমস্যা শুরু হয় । তারপরই পরিবারের সদস্যদের হাঁসুয়া দিয়ে কুপিয়ে নিজেকেও কোপাতে থাকেন ওই ব্যক্তি ।

বালুরঘাট
বালুরঘাট
author img

By

Published : May 25, 2020, 11:28 PM IST

বালুরঘাট, 25 মে : আজ ভোরে হঠাৎই স্ত্রী, মা, মেয়েকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । এমন কী, সকলকে কোপানোর পর নিজের শরীরের একাধিক জায়গায় কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি । ঘটনায় জখম চারজনকেই ভরতি করা হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে । অভিযুক্ত ব্যক্তির নাম মন্টু বর্মণ । পেশায় কৃষক । বাড়ি বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের কৈগ্রাম এলাকায় । প্রাথমিক চিকিৎসার পর অভিযুক্তের মা শেফালি বর্মণকে ছেড়ে দেন চিকিৎসকরা । স্ত্রী দীপ্তি বর্মণ, মেয়ে মৌ বর্মণ এবং অভিযুক্ত মন্টু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বালুরঘাট থানা ও পতিরাম ফাঁড়ির পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নার্ভের সমস্যা থাকায় এর আগেও বেশ কয়েকবার মানসিক অবসাদে ভুগছিলেন । দু'বার চিকিৎসা করিয়ে সুস্থও হয় । আজ ভোরে ফের নার্ভের সমস্যা শুরু হয় । দীপ্তির বাবার বাড়ির তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । কী কারণে মন্টু তাঁর স্ত্রী, মা ও মেয়েকে কোপানোর পর নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন, তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।

এবিষয়ে আক্রান্ত দীপ্তি বর্মণের বাবা জিতেন বর্মণ জানান, "মেয়ের সঙ্গে প্রায়ই অশান্তি করত জামাই । গতকাল রাতে অশান্তি করে মেয়ে ও নাতনিকে গলায় এবং শরীরে হাঁসুয়া দিয়ে আঘাত করে মারার চেষ্টা করে । থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।" স্থানীয় বাসিন্দা বিভাস চট্টোপাধ্যায় বলেন, "মন্টু বর্মণ মানসিকভাবে অসুস্থ ছিলেন । মাঝে মাঝে সেই কারণে অশান্তি লাগত । ভোর তিনটের দিকে অশান্তি চরম পর্যায়ে পৌঁছায় । এরপর স্ত্রীকে গলায় হাঁসুয়া দিয়ে কোপ মারেন । 12 বছরের মেয়েকেও আঘাত করেন । তারপর মা বাঁচাতে গেলে মাকেও মারধর করেন । পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন ।"

DSP (হেডকোয়ার্টার) ধীমান মিত্র বলেন, "ঘটনায় অভিযোগ পেয়েছি । খবর পেয়ে পুলিশ সেখানে তদন্ত করতে গিয়েছিল । এখন ওই পরিবারের সদস্যরা হাসপাতালে ভরতি রয়েছে । তাঁদের নিরাপত্তার জন্য হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে । ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।"

বালুরঘাট, 25 মে : আজ ভোরে হঠাৎই স্ত্রী, মা, মেয়েকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । এমন কী, সকলকে কোপানোর পর নিজের শরীরের একাধিক জায়গায় কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি । ঘটনায় জখম চারজনকেই ভরতি করা হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে । অভিযুক্ত ব্যক্তির নাম মন্টু বর্মণ । পেশায় কৃষক । বাড়ি বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের কৈগ্রাম এলাকায় । প্রাথমিক চিকিৎসার পর অভিযুক্তের মা শেফালি বর্মণকে ছেড়ে দেন চিকিৎসকরা । স্ত্রী দীপ্তি বর্মণ, মেয়ে মৌ বর্মণ এবং অভিযুক্ত মন্টু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বালুরঘাট থানা ও পতিরাম ফাঁড়ির পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নার্ভের সমস্যা থাকায় এর আগেও বেশ কয়েকবার মানসিক অবসাদে ভুগছিলেন । দু'বার চিকিৎসা করিয়ে সুস্থও হয় । আজ ভোরে ফের নার্ভের সমস্যা শুরু হয় । দীপ্তির বাবার বাড়ির তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । কী কারণে মন্টু তাঁর স্ত্রী, মা ও মেয়েকে কোপানোর পর নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন, তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।

এবিষয়ে আক্রান্ত দীপ্তি বর্মণের বাবা জিতেন বর্মণ জানান, "মেয়ের সঙ্গে প্রায়ই অশান্তি করত জামাই । গতকাল রাতে অশান্তি করে মেয়ে ও নাতনিকে গলায় এবং শরীরে হাঁসুয়া দিয়ে আঘাত করে মারার চেষ্টা করে । থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।" স্থানীয় বাসিন্দা বিভাস চট্টোপাধ্যায় বলেন, "মন্টু বর্মণ মানসিকভাবে অসুস্থ ছিলেন । মাঝে মাঝে সেই কারণে অশান্তি লাগত । ভোর তিনটের দিকে অশান্তি চরম পর্যায়ে পৌঁছায় । এরপর স্ত্রীকে গলায় হাঁসুয়া দিয়ে কোপ মারেন । 12 বছরের মেয়েকেও আঘাত করেন । তারপর মা বাঁচাতে গেলে মাকেও মারধর করেন । পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন ।"

DSP (হেডকোয়ার্টার) ধীমান মিত্র বলেন, "ঘটনায় অভিযোগ পেয়েছি । খবর পেয়ে পুলিশ সেখানে তদন্ত করতে গিয়েছিল । এখন ওই পরিবারের সদস্যরা হাসপাতালে ভরতি রয়েছে । তাঁদের নিরাপত্তার জন্য হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে । ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.