ETV Bharat / state

গঙ্গারামপুরে ব্রাউন সুগার সহ ধৃত যুবক - gangarampur

সূত্রের খবর অনুযায়ী অভিযান চালিয়ে 12 গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল বংশীহারী থানার পুলিশ । ধৃতকে পাঠানো হয়েছে বালুরঘাট আদালতে ।

দক্ষিণ দিনাজপুরে 12 গ্রাম ব্রাউন সুগার সহ ধৃত এক যুবক
দক্ষিণ দিনাজপুরে 12 গ্রাম ব্রাউন সুগার সহ ধৃত এক যুবক
author img

By

Published : Mar 15, 2021, 11:07 PM IST

Updated : Mar 16, 2021, 7:54 AM IST

গঙ্গারামপুর, 15 মার্চ : 12 গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল বংশীহারী থানার পুলিশ । ধৃতের নাম মানস ঘোষ (27) । দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের হাজারিপাড়ার বাসিন্দা ।

আরও পড়ুন : অন্তর্দ্বন্দ্ব থামিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দাঁতনে অভিষেকের সভা

এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপকুমার দাস জানান, সূত্রের খবরের ভিত্তিতে রবিবার কুশকারি এলাকায় অভিযান চালায় বংশীহারী থানার পুলিশের একটি দল ৷ সেখানেই সন্ধ্যা ৭ টা ২৫ নাগাদ কুশকারি বাসস্ট্যান্ড থেকে মাদক সহ এক যুবককে হাতে নাতে গ্রেফতার করে বংশীহারি থানার পুলিশ । ধৃতের কাছ থেকে ১২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় । যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা । কুশকারি বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ দিন ধরে ধৃত যুবক ব্রাউন সুগারের ব্যবসা করত বলে জানিয়েছে পুলিশ ।

দক্ষিণ দিনাজপুরে 12 গ্রাম ব্রাউন সুগার সহ ধৃত এক যুবক

ধৃত যুবককে নির্দিষ্ট মামলায় বালুরঘাট আদালতে পাঠানো হয়েছে । ব্রাউন সুগার ব্যবসায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করার জন্য পুলিশ ধৃতকে ৭ দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করেছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ ।

গঙ্গারামপুর, 15 মার্চ : 12 গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল বংশীহারী থানার পুলিশ । ধৃতের নাম মানস ঘোষ (27) । দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের হাজারিপাড়ার বাসিন্দা ।

আরও পড়ুন : অন্তর্দ্বন্দ্ব থামিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দাঁতনে অভিষেকের সভা

এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপকুমার দাস জানান, সূত্রের খবরের ভিত্তিতে রবিবার কুশকারি এলাকায় অভিযান চালায় বংশীহারী থানার পুলিশের একটি দল ৷ সেখানেই সন্ধ্যা ৭ টা ২৫ নাগাদ কুশকারি বাসস্ট্যান্ড থেকে মাদক সহ এক যুবককে হাতে নাতে গ্রেফতার করে বংশীহারি থানার পুলিশ । ধৃতের কাছ থেকে ১২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় । যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা । কুশকারি বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ দিন ধরে ধৃত যুবক ব্রাউন সুগারের ব্যবসা করত বলে জানিয়েছে পুলিশ ।

দক্ষিণ দিনাজপুরে 12 গ্রাম ব্রাউন সুগার সহ ধৃত এক যুবক

ধৃত যুবককে নির্দিষ্ট মামলায় বালুরঘাট আদালতে পাঠানো হয়েছে । ব্রাউন সুগার ব্যবসায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করার জন্য পুলিশ ধৃতকে ৭ দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করেছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ ।

Last Updated : Mar 16, 2021, 7:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.