বংশীহারী, 4 ফেব্রুয়ারি : জমিতে ঘাস ফেলাকে কেন্দ্র করে কাকা-ভাইপোর মধ্যে বচসা বাঁধে , রাগে কোদাল দিয়ে কাকার মাথায় আঘাত করে ভাইপো, মারা যান কাকা জিতেনচন্দ্র বর্মন (70) ৷ ঘটনাটি ঘটেছে এলাবাদ গ্রাম পঞ্চায়েতের নপাড়া এলাকায় ৷ পলাতক সন্তোষ বর্মন ৷
সোমবার দুপুরে কাকা ও ভাইপো নিজেদের জমিতে যায় এবং সেখানেই ঘাস ফেলাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বচসা বাঁধে ৷ ভাইপো সন্তোষ বর্মন হাতের কোদাল দিয়ে কাকার মাথায় আঘাত করে, জমিতেই লুটিয়ে পড়েন জিতেনচন্দ্র বর্মন ৷ ঘটনার পর থেকেই পলাতক ভাইপো সন্তোষ বর্মন ৷ কিছুক্ষণ পর আশেপাশের লোকজন এসে দেখতে পায় জমিতে জিতেনচন্দ্র বর্মনের দেহ পড়ে আছে, তারাই পুলিশে খবর দেয়, বংশীহারী থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত করছে বংশীহারী থানার পুলিশ ।
এই বিষয়ে এক এলাকাবাসী কাওসার হোসেন বলেন, ‘‘ তিন নাম্বার এলাবাদ গ্রাম পঞ্চায়েতের নপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে । জমিতে কাকা-ভাইপোর মধ্যে কি গন্ডগোল হয়েছে জানি না, তবে শুনলাম ভাইপো কোদাল দিয়ে কাকার মাথায় আঘাত করে, কোদালের আঘাতেই মৃত্যু হয় কাকার ।
বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার জানান, ‘‘ নপাড়া এলাকায় ভাইপোর হাতে কাকার খুন হওয়ার একটি ঘটনা হয়েছে । অপরাধীর খোঁজ চলছে ৷’’