বালুরঘাট, 3 জুলাই: বর্ষার শুরুতেই বেড়েছে সাপের প্রকোপ ৷ রাতের বেলা ঘুমানোর সময়ই সাপের কামড়ে মৃত্যু হল এক কিশোরের । মৃত ওই কিশোরের নাম দেব সরেন (12) । বাড়ি বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের চকভাতশালা এলাকায় । বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় । ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।
জানা গেছে, দেব সরেন ক্লাস সিক্সে পড়াশুনা করত । সে বালুরঘাট নদীপার NC হাইস্কুলের পড়ুয়া ছিল । বাবা কমল সরেন অনেক দিন আগেই গত হয়েছেন । তারা জেঠুর বাড়িতেই থাকত দেব । অন্যান্য দিনের মত গতকাল রাতেও খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল দেব । এরপর রাতের অন্ধকারে সাপ কামড় দেয় । পায়ে যন্ত্রণা শুরু হতেই ওই কিশোর চিৎকার চেঁচামেচি শুরু করে । এরপর রাতেই তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে । আজ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট পুলিশ মর্গে পাঠায় । গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।
এবিষয়ে মৃত কিশোরের দাদা শ্যাম সরেন জানান, তাঁর ভাই গতকাল রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল । সেই সময় একটি বিষাক্ত সাপ এসে ভাইয়ের পায়ে কামড় দেয় । যন্ত্রণা শুরু হলে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে ।