বংশীহারি, (দক্ষিণ দিনাজপুর) 7 অগস্ট : গভীর রাতে আগুনে ভস্মীভূত 6 টি দোকান । গতকাল ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার ডিটল হাটে । স্থানীয়দের মতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল ৷ আগুন লাগার 45 মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ৷ তারপর গঙ্গারামপুর থেকে আরও একটি দমকলের ইঞ্জিন এসে পৌঁছায় ৷ আগুন নিয়ন্ত্রণে এলেও 6টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল ততক্ষণে ৷
এলাকার সূত্রে খবর, গতকাল অর্থাৎ শুক্রবার প্রায় রাত বারোটা নাগাদ বংশীহারির ডিটল হাটে 512 নম্বর জাতীয় সড়কের ধারে প্রতীক মহন্তের দোকানে প্রথমে আগুনের ফুলকি দেখতে পায় এলাকাবাসীরা । তারপর পাঁচ মিনিটের মধ্যে আরও 5 টি দোকানে আগুন লেগে যায় । স্থানীয়রা সঙ্গে সঙ্গে বংশীহারি দমকল বিভাগে ফোন করে ৷ তারা ঘটনাস্থলে আসে 40-45 মিনিট পর । এর মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে 6টি দোকানে ৷ দাউ দাউ করে জ্বলছে দোকানগুলি ৷ পরে গঙ্গারামপুর থেকে আরও একটি দমকলের ইঞ্জিন এসে 30 মিনিটের প্রচেষ্টায় আগুন নেভায় ৷ ততক্ষণে 6 টি দোকানের সমস্ত জিনিস পুড়ে গিয়েছে । খবর পেয়ে, ঘটনাস্থলে আসেন দোকানদারেরা ।
আরও পড়ুন : Bomb Recover : ফের সামশেরগঞ্জ, আম বাগানে উদ্ধার 30 টি বোমা
ক্ষতিগ্রস্ত একটি দোকানের মালিক প্রতীক মহন্ত জানিয়েছেন ক্ষতির পরিমাণ প্রায় 20 লক্ষ টাকা ৷ এই প্রসঙ্গে তিনি সরকারি সাহায্যের আবেদন জানিয়ে বলেন, "আমরা চাই যে সমস্ত দোকানদারদের ক্ষতি হয়েছে, তাঁরা সবাই যেন সরকারি সাহায্য পান ৷" আরেক ক্ষতিগ্রস্ত দোকানদার নেপালচন্দ্র খান বলেন, "শর্ট সার্কিট থেকে আগুন লাগে ৷ সবথেকে বেশি ক্ষতি হয়েছে স্টেশনারি দোকান-সহ মোবাইলের দোকানের ৷ এছাড়া সাইকেলের দোকান সমেত অন্য দোকানগুলিও ভস্মীভূত হয়ে গিয়েছে ।" তিনিও এই বিপর্যয়ে প্রশাসনের কাছে সরকারি সাহায্যের কথা জানিয়েছেন । বংশীহারি ব্লকের বিডিও সুদেষ্ণা পাল জানান, গতকাল রাতে ভয়াবহ আগুনে পুড়ে গিয়েছে এলাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার 6টি দোকান । সাহায্যের আশ্বাস দিয়ে তিনি বলেছেন, "আমরা খুব তাড়াতাড়ি ব্লকের পক্ষ থেকে যতটা সাহায্য করা যায়, তা চেষ্টা করছি ।"