ETV Bharat / state

বংশীহারীতে তৃণমূল ও CPI(M)-র শিক্ষক সংগঠন ছেড়ে BJP-তে যোগ 50 জনের - Bansihari

আজ বিকেলে বুনিয়াদপুর BJP শিক্ষক সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন জেলা BJP-র সাধারণ সম্পাদক ফণিভূষণ মাহাত ও জেলা BJP শিক্ষক সংগঠনের কনভেনার জয়ন্ত সরকার । সেখানে বংশীহারি সার্কেলের হাই স্কুলের শিক্ষকদের হাতে দলীয় পতাকা তুলে দেন তাঁরা ৷

বংশীহারীতে তৃণমূল ও CPI(M)-র শিক্ষক সংগঠন ছেড়ে BJP-তে যোগ 50 জনের
author img

By

Published : Aug 17, 2019, 11:30 PM IST

বংশীহারী ,17 অগাস্ট : আজ তৃণমূল ও CPI(M) শিক্ষক সংগঠন ছেড়ে BJP শিক্ষক সংগঠনে যোগ দিল 50 শিক্ষক । দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের ঘটনা ৷ আজ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা BJP-র সাধারণ সম্পাদক ফণিভূষণ মাহাত ও জেলা BJP শিক্ষক সংগঠনের কনভেনার জয়ন্ত সরকার ৷

আজ বিকেলে বুনিয়াদপুর BJP শিক্ষক সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন জেলা BJP-র সাধারণ সম্পাদক ফণিভূষণ মাহাত ও জেলা BJP শিক্ষক সংগঠনের কনভেনার জয়ন্ত সরকার । সেখানে বংশীহারি সার্কেলের হাই স্কুলের শিক্ষকদের হাতে দলীয় পতাকা তুলে দেন তাঁরা ৷ BJP শিক্ষক সংগঠন শিক্ষকদের দাবি, আগামীদিনে তারা জোরদার আন্দোলন সংগঠিত করবে ও জেলায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবেন ।


জেলা BJP শিক্ষক সংগঠনের কনভেনার জয়ন্ত সরকার বলেন, "শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের দাবি নিয়ে জেলায় BJP শিক্ষক সংগঠন যেভাবে কাজ করছে সেই ভাবধারায় অনুপ্রাণিত হয়ে BJP-র দলে যোগদান করলেন এই শিক্ষকরা ।
"

বংশীহারী ,17 অগাস্ট : আজ তৃণমূল ও CPI(M) শিক্ষক সংগঠন ছেড়ে BJP শিক্ষক সংগঠনে যোগ দিল 50 শিক্ষক । দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের ঘটনা ৷ আজ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা BJP-র সাধারণ সম্পাদক ফণিভূষণ মাহাত ও জেলা BJP শিক্ষক সংগঠনের কনভেনার জয়ন্ত সরকার ৷

আজ বিকেলে বুনিয়াদপুর BJP শিক্ষক সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন জেলা BJP-র সাধারণ সম্পাদক ফণিভূষণ মাহাত ও জেলা BJP শিক্ষক সংগঠনের কনভেনার জয়ন্ত সরকার । সেখানে বংশীহারি সার্কেলের হাই স্কুলের শিক্ষকদের হাতে দলীয় পতাকা তুলে দেন তাঁরা ৷ BJP শিক্ষক সংগঠন শিক্ষকদের দাবি, আগামীদিনে তারা জোরদার আন্দোলন সংগঠিত করবে ও জেলায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবেন ।


জেলা BJP শিক্ষক সংগঠনের কনভেনার জয়ন্ত সরকার বলেন, "শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের দাবি নিয়ে জেলায় BJP শিক্ষক সংগঠন যেভাবে কাজ করছে সেই ভাবধারায় অনুপ্রাণিত হয়ে BJP-র দলে যোগদান করলেন এই শিক্ষকরা ।
"

Intro:জেলা কনভেনারের হাত ধরে BJP-তে যোগদান করলেন ৫0 জন শিক্ষক তৃণমূল ও সিপিএম কর্মী-সমর্থক ।।
বংশীহারি ; ১৭ আগস্ট;-শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বিজেপি কার্যালয়ে তৃণমূল ও বামপন্থী শিক্ষক সংগঠন ছেড়ে বিজেপি শিক্ষক সংগঠনে যোগদিল বংশীহারি ব্লকের পঞ্চাশ জন শিক্ষক। এদিন বিকেলে বুনিয়াদপুর বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপি শিক্ষক সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক ফণিভূষণ মাহাতো ও জেলা বিজেপি শিক্ষক সংগঠনের কনভেনার জয়ন্ত সরকার। বংশীহারি সার্কেলের হাই স্কুলের পঞ্চাশ জন শিক্ষক বামপন্থী শিক্ষক সংগঠন ও তৃণমূল শিক্ষক সংগঠন ছেড়ে বিজেপি সংগঠনে যোগদান করেন। বংশীহারি ব্লক বিজেপি কমিটি শিক্ষকদের দলীয় পতাকা তুলে দিয়ে সাদরে গ্রহণ করেন। আগামীদিনে বিজেপি শিক্ষক সংগঠন শিক্ষকদের দাবি নিয়ে জোরদার আন্দোলন সংগঠিত করবে ও জেলায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবেন।
জেলা বিজেপি শিক্ষক সংগঠনের কনভেনার জয়ন্ত সরকার বলেন জেলায় বিজেপি শিক্ষক সংগঠন যেভাবে জেলায় কাজ করে চলেছে শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের দাবি নিয়ে। সেই ভাব ধারায় অনুপ্রাণিত হয়ে বিজেপি দোলে যোগদান করেন হাই স্কুলের পঞ্চাশ জন শিক্ষক।
Body:জেলা কনভেনারের হাত ধরে BJP-তে যোগদান করলেন ৫0 জন শিক্ষক তৃণমূল ও সিপিএম কর্মী-সমর্থক ।।
বংশীহারি ; ১৭ আগস্ট;-শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বিজেপি কার্যালয়ে তৃণমূল ও বামপন্থী শিক্ষক সংগঠন ছেড়ে বিজেপি শিক্ষক সংগঠনে যোগদিল বংশীহারি ব্লকের পঞ্চাশ জন শিক্ষক। এদিন বিকেলে বুনিয়াদপুর বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপি শিক্ষক সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক ফণিভূষণ মাহাতো ও জেলা বিজেপি শিক্ষক সংগঠনের কনভেনার জয়ন্ত সরকার। বংশীহারি সার্কেলের হাই স্কুলের পঞ্চাশ জন শিক্ষক বামপন্থী শিক্ষক সংগঠন ও তৃণমূল শিক্ষক সংগঠন ছেড়ে বিজেপি সংগঠনে যোগদান করেন। বংশীহারি ব্লক বিজেপি কমিটি শিক্ষকদের দলীয় পতাকা তুলে দিয়ে সাদরে গ্রহণ করেন। আগামীদিনে বিজেপি শিক্ষক সংগঠন শিক্ষকদের দাবি নিয়ে জোরদার আন্দোলন সংগঠিত করবে ও জেলায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবেন।
জেলা বিজেপি শিক্ষক সংগঠনের কনভেনার জয়ন্ত সরকার বলেন জেলায় বিজেপি শিক্ষক সংগঠন যেভাবে জেলায় কাজ করে চলেছে শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের দাবি নিয়ে। সেই ভাব ধারায় অনুপ্রাণিত হয়ে বিজেপি দোলে যোগদান করেন হাই স্কুলের পঞ্চাশ জন শিক্ষক।
Conclusion:জেলা কনভেনারের হাত ধরে BJP-তে যোগদান করলেন ৫0 জন শিক্ষক তৃণমূল ও সিপিএম কর্মী-সমর্থক ।।
বংশীহারি ; ১৭ আগস্ট;-শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বিজেপি কার্যালয়ে তৃণমূল ও বামপন্থী শিক্ষক সংগঠন ছেড়ে বিজেপি শিক্ষক সংগঠনে যোগদিল বংশীহারি ব্লকের পঞ্চাশ জন শিক্ষক। এদিন বিকেলে বুনিয়াদপুর বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপি শিক্ষক সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক ফণিভূষণ মাহাতো ও জেলা বিজেপি শিক্ষক সংগঠনের কনভেনার জয়ন্ত সরকার। বংশীহারি সার্কেলের হাই স্কুলের পঞ্চাশ জন শিক্ষক বামপন্থী শিক্ষক সংগঠন ও তৃণমূল শিক্ষক সংগঠন ছেড়ে বিজেপি সংগঠনে যোগদান করেন। বংশীহারি ব্লক বিজেপি কমিটি শিক্ষকদের দলীয় পতাকা তুলে দিয়ে সাদরে গ্রহণ করেন। আগামীদিনে বিজেপি শিক্ষক সংগঠন শিক্ষকদের দাবি নিয়ে জোরদার আন্দোলন সংগঠিত করবে ও জেলায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবেন।
জেলা বিজেপি শিক্ষক সংগঠনের কনভেনার জয়ন্ত সরকার বলেন জেলায় বিজেপি শিক্ষক সংগঠন যেভাবে জেলায় কাজ করে চলেছে শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের দাবি নিয়ে। সেই ভাব ধারায় অনুপ্রাণিত হয়ে বিজেপি দোলে যোগদান করেন হাই স্কুলের পঞ্চাশ জন শিক্ষক।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.