বংশীহারী ,17 অগাস্ট : আজ তৃণমূল ও CPI(M) শিক্ষক সংগঠন ছেড়ে BJP শিক্ষক সংগঠনে যোগ দিল 50 শিক্ষক । দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের ঘটনা ৷ আজ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা BJP-র সাধারণ সম্পাদক ফণিভূষণ মাহাত ও জেলা BJP শিক্ষক সংগঠনের কনভেনার জয়ন্ত সরকার ৷
আজ বিকেলে বুনিয়াদপুর BJP শিক্ষক সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন জেলা BJP-র সাধারণ সম্পাদক ফণিভূষণ মাহাত ও জেলা BJP শিক্ষক সংগঠনের কনভেনার জয়ন্ত সরকার । সেখানে বংশীহারি সার্কেলের হাই স্কুলের শিক্ষকদের হাতে দলীয় পতাকা তুলে দেন তাঁরা ৷ BJP শিক্ষক সংগঠন শিক্ষকদের দাবি, আগামীদিনে তারা জোরদার আন্দোলন সংগঠিত করবে ও জেলায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবেন ।
জেলা BJP শিক্ষক সংগঠনের কনভেনার জয়ন্ত সরকার বলেন, "শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের দাবি নিয়ে জেলায় BJP শিক্ষক সংগঠন যেভাবে কাজ করছে সেই ভাবধারায় অনুপ্রাণিত হয়ে BJP-র দলে যোগদান করলেন এই শিক্ষকরা ।
"