ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে নতুন করে কোরোনা আক্রান্ত 4 - কোরোনা আক্রান্ত

নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তাঁরা সবাই পরিযায়ী শ্রমিক । তাঁদের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে, জানিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগ ।

corona infected in south dinajpur
দক্ষিণ দিনাজপুরে কোরোনা আক্রান্ত
author img

By

Published : Jun 4, 2020, 7:43 PM IST

বালুরঘাট, 4 জুন: কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দক্ষিণ দিনাজপুরে । নতুন করে 4 জন আক্রান্ত হয়েছেন । এরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক । এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 42 । এর মধ্যেও স্বস্তির খবর আছে । কারণ কোরোনা আক্রান্তদের মধ্যে 22 জন সুস্থ হয়েছেন । কোরোনা আবহে এই তথ্য জেলা প্রশাসনের কাছে স্বস্তির । আক্রান্ত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি জেলা প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।

স্বাস্থ্য বিভাগের তরফে জানা যায়, গতরাতে জেলার নতুন 4 জনের শরীরে কোরোনার হদিস মিলেছে। তাঁদের বাড়ি বালুরঘাট, হিলি ও গঙ্গারামপুর ব্লকে। এর মধ্যে বালুরঘাট ব্লকের জলঘর ও চকভৃগু গ্রাম পঞ্চায়েত এলাকায় একজন করে কোরোনা আক্রান্ত । বাকি 2 জনের বাড়ি হিলির বালুপাড়া ও গঙ্গারামপুরে । সবাই ভিন রাজ্যের শ্রমিক ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, আক্রান্তদের সংস্পর্শে আসা সকলকে কোয়ারানটিন সেন্টারে রাখা হচ্ছে । পাশাপাশি এলাকাগুলিকে কনটেনমেন্ট জ়োন করা হচ্ছে। জেলার 22 জন আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । এরমধ্যে গতকাল বালুরঘাট কোরোনা হাসপাতাল থেকে 16 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।

বালুরঘাট, 4 জুন: কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দক্ষিণ দিনাজপুরে । নতুন করে 4 জন আক্রান্ত হয়েছেন । এরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক । এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 42 । এর মধ্যেও স্বস্তির খবর আছে । কারণ কোরোনা আক্রান্তদের মধ্যে 22 জন সুস্থ হয়েছেন । কোরোনা আবহে এই তথ্য জেলা প্রশাসনের কাছে স্বস্তির । আক্রান্ত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি জেলা প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।

স্বাস্থ্য বিভাগের তরফে জানা যায়, গতরাতে জেলার নতুন 4 জনের শরীরে কোরোনার হদিস মিলেছে। তাঁদের বাড়ি বালুরঘাট, হিলি ও গঙ্গারামপুর ব্লকে। এর মধ্যে বালুরঘাট ব্লকের জলঘর ও চকভৃগু গ্রাম পঞ্চায়েত এলাকায় একজন করে কোরোনা আক্রান্ত । বাকি 2 জনের বাড়ি হিলির বালুপাড়া ও গঙ্গারামপুরে । সবাই ভিন রাজ্যের শ্রমিক ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, আক্রান্তদের সংস্পর্শে আসা সকলকে কোয়ারানটিন সেন্টারে রাখা হচ্ছে । পাশাপাশি এলাকাগুলিকে কনটেনমেন্ট জ়োন করা হচ্ছে। জেলার 22 জন আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । এরমধ্যে গতকাল বালুরঘাট কোরোনা হাসপাতাল থেকে 16 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.