ETV Bharat / state

ডাকাতির আগেই বালুরঘাটে গ্রেপ্তার 4 দুষ্কৃতী - ডাকাতির আগেই বালুরঘাটে গ্রেপ্তার

গতকাল গভীর রাতে বালুরঘাটের কৃষ্ণনগর ব্রিজ এলাকা থেকে ওই 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ।

4 arrested before robbery
বালুরঘাটে
author img

By

Published : Apr 22, 2020, 5:36 PM IST

বালুরঘাট, 22 এপ্রিল: ডাকাতির আগেই 4 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। গতকাল গভীর রাতে বালুরঘাট থানার জলঘর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর ব্রিজ এলাকায় ওই চারজনকে ডাকাতি ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম সঞ্জয় মণ্ডল (40), তাপস সরকার (38), উজ্জ্বল দাস (43) ও শুভেন্দু অধিকারী (30)। ধৃতরা বালুরঘাট শহরের ব্রিজ কালী, গলাকাটা মোড় সহ সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বুধবার ধৃত ওই দুষ্কৃতীদের বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। ধৃতদের সঙ্গে আরও একই কাজে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

কোরোনা মোকাবিলায় চলছে লকডাউন। লকডাউনের মধ্যে বালুরঘাট শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের চেষ্টার একাধিক অভিযোগ আসছে। তবে শেষ অবধি কোনও ক্ষেত্রেই কৃতকার্য হয়নি দুষ্কতীরা।

এরই মধ্যে গতকাল গভীর রাতে বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর ব্রিজ এলাকায় চার ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের তল্লাশি চালালে তাদের কাছ থেকে ডাকাতি তথা চুরি করার একাধিক সরঞ্জাম উদ্ধার হয়। এরপরই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্য নিয়ে ওই এলাকায় 4 জন জড়ো হয়েছিল। আজ ধৃতদের বালুরঘাট জেলা আদালতে পেশ করা হয়।

এই বিষয়ে DSP ধীমান মিত্র বলেন, "গতকাল গোপন সূত্রে খবর পেয়ে ওই 4 জনকে কৃষ্ণনগর ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুমান, ডাকাতির উদ্দেশ্য নিয়েই এরা এলাকায় জড়ো হচ্ছিল।"

বালুরঘাট, 22 এপ্রিল: ডাকাতির আগেই 4 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। গতকাল গভীর রাতে বালুরঘাট থানার জলঘর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর ব্রিজ এলাকায় ওই চারজনকে ডাকাতি ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম সঞ্জয় মণ্ডল (40), তাপস সরকার (38), উজ্জ্বল দাস (43) ও শুভেন্দু অধিকারী (30)। ধৃতরা বালুরঘাট শহরের ব্রিজ কালী, গলাকাটা মোড় সহ সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বুধবার ধৃত ওই দুষ্কৃতীদের বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। ধৃতদের সঙ্গে আরও একই কাজে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

কোরোনা মোকাবিলায় চলছে লকডাউন। লকডাউনের মধ্যে বালুরঘাট শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের চেষ্টার একাধিক অভিযোগ আসছে। তবে শেষ অবধি কোনও ক্ষেত্রেই কৃতকার্য হয়নি দুষ্কতীরা।

এরই মধ্যে গতকাল গভীর রাতে বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর ব্রিজ এলাকায় চার ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের তল্লাশি চালালে তাদের কাছ থেকে ডাকাতি তথা চুরি করার একাধিক সরঞ্জাম উদ্ধার হয়। এরপরই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্য নিয়ে ওই এলাকায় 4 জন জড়ো হয়েছিল। আজ ধৃতদের বালুরঘাট জেলা আদালতে পেশ করা হয়।

এই বিষয়ে DSP ধীমান মিত্র বলেন, "গতকাল গোপন সূত্রে খবর পেয়ে ওই 4 জনকে কৃষ্ণনগর ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুমান, ডাকাতির উদ্দেশ্য নিয়েই এরা এলাকায় জড়ো হচ্ছিল।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.