গঙ্গারামপুর, 24 অগাস্ট : দক্ষিণ দিনাজপুর জেলার তিন তৃণমূল নেতাকে শোকজ করল জেল নেতৃত্ব। আজ গঙ্গারামপুরে এক সাংবাদিক বৈঠকে শোকজের কথা জানালেন জেলা সভাপতি গৌতম দাস। তিনি বলেন, "যতদিন পর্যন্ত এই তিন নেতা শোকজের সদুত্তর দিচ্ছেন না ততদিন তৃণমূলের কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না।"
গঙ্গারামপুরে তৃণমূল জেলা কমিটির সাংবাদিক বৈঠকে সভাপতি গৌতম দাস ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল জেলা চেয়ারম্যান শংকর চক্রবর্তী৷ সাংবাদিক বৈঠকে গৌতম দাস জানান, শুভাশিস পাল ওরফে সোনা পাল, সুনির্মল জ্যোতি বিশ্বাস ও দেবাশিস মজুমদার ওরফে দেবাকে দলে থেকে পদের অপব্যবহার করার অভিযোগে জেলা কমিটি শোকজ করেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা সভাপতি বলেন, "শোকজের উত্তরে জেলা কমিটি সন্তুষ্ট না হলে দল থেকে বহিষ্কারও করা হতে পারে।"
মাসখানেক আগেই অর্পিতা ঘোষের জায়গায় নতুন তৃণমূল জেলা সভাপতি হয়েছেন গৌতম দাস। উল্লেখ্য, আগের জেলা কমিটিতে শুভাশিস পাল ওরফে সোনা এবং দেবাশিস মজুমদার ওরফে দেবা দু'জনেই কার্যকরী সভাপতি ছিলেন । সুনির্মল জ্যোতি বিশ্বাস এর আগে তৃণমূলের জেলা সম্পাদকও ছিলেন। গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের শোকজ করা ও তাঁদের দলের কর্মসূচির সঙ্গে সম্পর্ক না রাখতে বলা আসলে দল থেকে বহিষ্কারের প্রাথমিক ধাপ, মনে করছে রাজনৈতিক মহল৷
এই বিষয়ে সুনির্মল জ্যোতি বিশ্বাস বলেন, "আমি 2011 সাল থেকে তৃণমূলে কাজ করছি । কাজ না করলে দল জিততে পারত না । আমি এখনও চিঠি পাইনি । চিঠি পেলে জবাব দেব ।"