ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে একদিনে কোরোনায় আক্রান্ত 234 - corona positive case in south dinajpur

দক্ষিণ দিনাজপুরে একদিনে সংক্রমিত হয়েছে 234 জন ৷ এদের মধ্যে 27 জন BSF জওয়ান রয়েছে ৷ আক্রান্তদের সেফ হোম, কোভিড হাসপাতাল ও হোম আইসোলেশনে পাঠানো হয়েছে ৷

234-new corona-positive-cases
দক্ষিণ দিনাজপুরে কোরোনা সংক্রমণ
author img

By

Published : Aug 20, 2020, 11:28 AM IST

বালুরঘাট, 20 অগাস্ট : সংক্রমণের নিরিখে প্রতিদিন জেলায় নয়া রেকর্ড তৈরি হচ্ছে ৷ গত 24 ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে নতুন করে কোরোনায় আক্রান্ত 234 জন ৷ জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2 হাজার 803 জন ৷ গত 24 ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে ৷ এপর্যন্ত জেলায় মোট মৃত 19 ৷ এছাড়া বুধবার বিকেল পর্যন্ত কোরোনা-মুক্ত হয়ে বাড়ি ফিরে গেছে 1 হাজার 875 জন ৷ নতুন আক্রান্তদের মধ্যে কুমারগঞ্জ BOP-র 27 জন BSF জওয়ান রয়েছে ৷

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা রিপোর্ট অনুযায়ী 215 জন সংক্রমিত ৷ 19 জনের রিপোর্ট জেলার ট্রুনাট ও অ্যান্টিজেন থেকে এসেছে ৷ নতুন আক্রান্তদের মধ্যে কুমারগঞ্জ ব্লকে 80 জন, বালুরঘাট গ্রামীণ এলাকায় 26 জন, তপনে 24 জন, হরিরামপুর ও বালুরঘাট পৌরসভায় 22 জন করে, বংশীহারী ব্লকে 16 জন, হিলিতে 12 জন, কুশমণ্ডিতে 19 জন, বুনিয়াদপুর পৌরসভায় 6 জন, গঙ্গারামপুর ব্লকে 5 জন, গঙ্গারামপুর পৌরসভায় 2 জন রয়েছে ৷ তাদের জেলার বিভিন্ন সেফ হোম, কোভিড হাসপাতাল ও হোম আইসোলেশনে পাঠানো হয়েছে ৷

এবিষয়ে বুধবার সন্ধেয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, "বুধবার পর্যন্ত জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা 910 জন ৷ যার মধ্যে 843 জন হোম আইসোলেশনে, 16 কোভিড হাসপাতালে এবং 51 জন সেফ হোমে রয়েছে ৷ একদিনে সুস্থ হয়ে উঠেছে 76 জন ৷ এপর্যন্ত জেলায় মোট 32 হাজার 284 জনের কোরোনা পরীক্ষা করা হয়েছে ৷ আক্রান্ত BSF জওয়ানদের সেখানে রেখেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷"

বালুরঘাট, 20 অগাস্ট : সংক্রমণের নিরিখে প্রতিদিন জেলায় নয়া রেকর্ড তৈরি হচ্ছে ৷ গত 24 ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে নতুন করে কোরোনায় আক্রান্ত 234 জন ৷ জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2 হাজার 803 জন ৷ গত 24 ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে ৷ এপর্যন্ত জেলায় মোট মৃত 19 ৷ এছাড়া বুধবার বিকেল পর্যন্ত কোরোনা-মুক্ত হয়ে বাড়ি ফিরে গেছে 1 হাজার 875 জন ৷ নতুন আক্রান্তদের মধ্যে কুমারগঞ্জ BOP-র 27 জন BSF জওয়ান রয়েছে ৷

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা রিপোর্ট অনুযায়ী 215 জন সংক্রমিত ৷ 19 জনের রিপোর্ট জেলার ট্রুনাট ও অ্যান্টিজেন থেকে এসেছে ৷ নতুন আক্রান্তদের মধ্যে কুমারগঞ্জ ব্লকে 80 জন, বালুরঘাট গ্রামীণ এলাকায় 26 জন, তপনে 24 জন, হরিরামপুর ও বালুরঘাট পৌরসভায় 22 জন করে, বংশীহারী ব্লকে 16 জন, হিলিতে 12 জন, কুশমণ্ডিতে 19 জন, বুনিয়াদপুর পৌরসভায় 6 জন, গঙ্গারামপুর ব্লকে 5 জন, গঙ্গারামপুর পৌরসভায় 2 জন রয়েছে ৷ তাদের জেলার বিভিন্ন সেফ হোম, কোভিড হাসপাতাল ও হোম আইসোলেশনে পাঠানো হয়েছে ৷

এবিষয়ে বুধবার সন্ধেয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, "বুধবার পর্যন্ত জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা 910 জন ৷ যার মধ্যে 843 জন হোম আইসোলেশনে, 16 কোভিড হাসপাতালে এবং 51 জন সেফ হোমে রয়েছে ৷ একদিনে সুস্থ হয়ে উঠেছে 76 জন ৷ এপর্যন্ত জেলায় মোট 32 হাজার 284 জনের কোরোনা পরীক্ষা করা হয়েছে ৷ আক্রান্ত BSF জওয়ানদের সেখানে রেখেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.