বালুরঘাট, 3 অক্টোবর : মারুতির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর । শুক্রবার রাতে ঘটনাটি ঘটে বালুরঘাটের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা এলাকার 512 নম্বর জাতীয় সড়কে । দুর্ঘটনায় আহত হয়েছেন মারুতি গাড়ির দুই আরোহী । তাঁদের বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে ।
শুক্রবার রাতে মালঞ্চা এলাকায় মোটরবাইক ও মারুতির মুখোমুখি সংঘর্ষ হয় । জাতীয় সড়কের পাশে ছিটকে পড়েন বাইকে থাকা দু'জন । ঘটনাস্থানেই মৃত্য হয় দু'জনের ৷ নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়িটিও রাস্তার পাশে নয়নজুলিতে উলটে যায়। মারতি গাড়িতে থাকা দু'জন গুরুতর আহত হন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ । তবে দুর্ঘটনা কীভাবে ঘটল তা ঠিক বলতে পারছে না স্থানীয়রা ।
মৃতদের বয়স 25 থেকে 30-র মধ্যে বলে অনুমান পুলিশের । যদিও তাঁদের নাম, পরিচয় এখনও জানা যায়নি । পুলিশের অনুমান, মৃতরা হিলি থানার তিওর এলাকার বাসিন্দার ।