গঙ্গারামপুর, ৩ ফেব্রুয়ারি: নন্দনপুরে BJP-র মহিলা কর্মীকে মারধরের ঘটনায় দু'জন অভিযুক্তকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ । যদিও মূল অভিযুক্ত নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমল সরকার সহ মোট তিনজন এখনও পলাতক । অন্যদিকে এই বিষয়ে তৃণমূলের জেলা পর্যবেক্ষক তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, দল এসব জিনিস বরদাস্ত করবে না ।
সোমবার পতিরামে তৃণমূলের কর্মী সম্মেলনে যোগ দিয়ে বনমন্ত্রী জানান, অভিযুক্তকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । রাজনৈতিক রং না দেখে নিরপেক্ষভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি । সাধারণ মানুষ আঙুল তোলে এমন কোনও কিছু করা যাবে না বলেও জানান রাজীববাবু ৷
![SDIN](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5944529_collage.jpg)
অন্যদিকে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের বলেন, পুরো বিষয়টিতে জল ঢালার চেষ্টা করছে তৃণমূল । তাঁর দাবি, তৃণমূল থেকে বহিষ্কার করা হলেও অমল সরকারের উপ-প্রধানের পদ যায়নি । এমনকী পুলিশও তাকে গ্রেপ্তার করেনি । বিষয়টি জানাজানি হওয়ায় তৃণমূল মুখ রক্ষার জন্য অভিযুক্তকে বহিষ্কার করেছে বলে দাবি বালুরঘাটের সাংসদের ।
সোমবার ধৃত দুই গোবিন্দ সরকার (৩৩) ও তপন শীলকে (৩০) গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় । পাশাপাশি কলকাতা হাইকোর্ট গঙ্গারামপুরের ঘটনার রিপোর্ট তলব করেছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে । এ বিষয়ে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার দেবর্ষি তথ্য জানান, অভিযোগ পেয়ে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । আজ তাদের আদালতে পাঠানো হয়েছে । বাকিদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে ৷ হাইকোর্টের রিপোর্ট তলবের কোনও নির্দেশিকা এখনও তারা পাননি বলেও জানান তিনি ।
প্রসঙ্গত, রবিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রামে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা তৈরি নিয়ে বিবাদ বাধে ৷ তাঁর জমির উপর দিয়ে রাস্তা হচ্ছে বলে প্রতিবাদ করেন তৃপ্তি দে (নাম পরিবর্তিত) এক মহিলা ৷ অভিযোগ রাস্তা তৈরির জন্য জোরজবরদস্তি ওই মহিলার থেকে ২৪ ফিট জমি নেওয়া হচ্ছিল । কিন্তু অন্যদের কাছে মাত্র ১২ ফিট করে জায়গা নেওয়া হয় । প্রতিবাদ করায় তৃপ্তি দে এবং তাঁর দিদিকে লোহার রড দিয়ে মারধোর করে স্থানীয় তৃণমূল নেতা তথা নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমল সরকার সহ অন্যরা ৷ প্রতিবাদ করার সময় রাস্তায় পড়ে গেলে তৃপ্তি দে'র পায়ে দড়ি বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় । সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ রবিবারই অভিযুক্ত অমল সরকার সহ মোট পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তৃপ্তি দে ৷