গঙ্গারামপুর, 18 ডিসেম্বর: অজানা গাছের ফল খেয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি 11 জন শিশু । ফল খাওয়ার পরই তারা অসুস্থ হয়ে পড়ায় রবিবার তড়িঘড়ি ভর্তি করা হয় গঙ্গারামপুর হাসপাতালে ।
দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বলদু গ্রামের রবিবার বিকেলে 11 জন শিশু খেলতে গিয়ে অজানা গাছের ফল খেয়ে ফেলে । এরপরেই তাদের সকলের পেট খারাপ, বমি ও তীব্র মাথাব্যথা শুরু হয় ৷ পরিবারের সদস্যরা টের পেতেই স্থানীয় হরিরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে তাদের ৷ এরপর তাদের শারীরিক পরিস্থিতি অবনতি হলে রবিবার রাত আনুমানিক বারোটা নাগাদ 11 জনকেই গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । প্রতিটি শিশুর বয়স আট থেকে দশ বছরের মধ্যে । শিশুরা জানিয়েছে, অজানা এক ফলের বীজ ফাটিয়ে সকলে একসঙ্গে খেয়েছিল ৷ তারপর থেকেই এমন অবস্থা ।
পরিবারের এক সদস্য মর্জিনা বিবি জানান, রবিবার বিকেলে বাচ্চারা খেলাধূলা করছিল ৷ সেই সময় ওই ফলগুলো দেখতে পেয়ে তারা খেতে শুরু করে । পরবর্তীতে খাবার প্রায় দেড় দু'ঘণ্টা বাদে তাদের বমি ও পায়খানা শুরু হয় । অবস্থা বেগতিক বুঝে পরিবারের প্রত্যেক সদস্য তাদেরকে নিয়ে যায় হরিরামপুর গ্রামীণ হাসপাতাল । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের বাড়ি নিয়ে গেলে অবস্থা বেগতিক হওয়ায় পঞ্চায়েত প্রধানের মাধ্যমে অ্যাম্বুলেন্স জোগাড় করে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে । সেখানেই চিকিৎসা চলার পর বাচ্চারা সুস্থ রয়েছে ।
এই ঘটনায় গঙ্গারামপুর হাসপাতাল সুপার বাবু সোনা সাহা জানিয়েছেন, শিশুরা এখন ভালো রয়েছে । তাদের চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে । একদিন পরেই তাদের ছেড়ে দেওয়া হবে ।
আরও পড়ুন :
1 মিড ডে মিলে সাপ, বিহারে খাবার খেয়ে অসুস্থ 25 শিশু
2 নকশালবাড়িতে নদীর কাছে অসুস্থ হস্তিশাবক, চিকিৎসা চলছে কলাবাড়ি বিটে
3 স্কুল-হস্টেলের খাবারে টিকটিকি, বিষক্রিয়ায় অসুস্থ 107 পড়ুয়া ভর্তি পাকুড়-রামপুরহাটের হাসপাতালে