ETV Bharat / state

বুনিয়াদপুরের তৃণমূল ছেড়ে BJP-তে যোগ 100টি পরিবারের - buniadpur municipality

বুনিয়াদপুর পৌরসভা এলাকার 100টি পরিবার তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিল । আজ অনুষ্ঠানে বিনয় বর্মণ ছাড়াও ছিলেন BJP-র সাধারণ সম্পাদক স্বরূপ চৌধুরি-সহ জেলার নেতারা ।

BJP
BJP
author img

By

Published : Jun 18, 2020, 4:23 AM IST

বংশীহারী, 17 জুন : বুনিয়াদপুর পৌরসভা এলাকার 100টি পরিবার তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিল । নতুন সদস্যদের হাতে আজ দলীয় পতাকা তুলে দেন BJP জেলা সভাপতি বিনয় বর্মণ ।

হরিরামপুর বিধানসভা কেন্দ্রে BJP জয়ী হয়েছে । তারপর থেকেই প্রায় রোজ অন্যান্য দল ছেড়ে কর্মীরা যোগদান করছেন BJP-তে। সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক ব্যক্তিও BJP-তে যোগ দিচ্ছেন ।

আজ বিকালে বুনিয়াদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে 100টা পরিবারের সদস্যরা তৃণমূল থেকে BJP-তে যোগ দেন । সংখ্যালঘুর পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষও আজ BJP-তে যোগদান করেন । আজ অনুষ্ঠানে বিনয় বর্মণ ছাড়াও ছিলেন BJP-র সাধারণ সম্পাদক স্বরূপ চৌধুরি-সহ অন্যান্য জেলা নেতৃত্ব ।

BJP-র জেলা সভাপতি বিনয় বর্মণ বলেন, “বুনিয়াদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় 100টা পরিবার আজ তৃণমূল থেকে BJP-তে যোগদান করল । আমরা খুব খুশি যে জেলাজুড়ে অনেকই BJP-এ যোগ দিচ্ছেন । আগামী ভোটে আমাদের জেলায় ভালো ফল হবে আশা করি ।”

BJP-তে যোগ গিয়েই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন শিখা সরকার তরু । তিনি বলেন, "তৃণমূলের কর্মী হয়েও দলীয় কর্মীদের অত্যাচার সহ্য করতে হয়েছে । নিজের দলের কর্মীদের অত্যাচারের কারণেই আজ তৃণমূল ছাড়লাম । BJP-তে যোগ দিলাম ।"

বংশীহারী, 17 জুন : বুনিয়াদপুর পৌরসভা এলাকার 100টি পরিবার তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিল । নতুন সদস্যদের হাতে আজ দলীয় পতাকা তুলে দেন BJP জেলা সভাপতি বিনয় বর্মণ ।

হরিরামপুর বিধানসভা কেন্দ্রে BJP জয়ী হয়েছে । তারপর থেকেই প্রায় রোজ অন্যান্য দল ছেড়ে কর্মীরা যোগদান করছেন BJP-তে। সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক ব্যক্তিও BJP-তে যোগ দিচ্ছেন ।

আজ বিকালে বুনিয়াদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে 100টা পরিবারের সদস্যরা তৃণমূল থেকে BJP-তে যোগ দেন । সংখ্যালঘুর পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষও আজ BJP-তে যোগদান করেন । আজ অনুষ্ঠানে বিনয় বর্মণ ছাড়াও ছিলেন BJP-র সাধারণ সম্পাদক স্বরূপ চৌধুরি-সহ অন্যান্য জেলা নেতৃত্ব ।

BJP-র জেলা সভাপতি বিনয় বর্মণ বলেন, “বুনিয়াদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় 100টা পরিবার আজ তৃণমূল থেকে BJP-তে যোগদান করল । আমরা খুব খুশি যে জেলাজুড়ে অনেকই BJP-এ যোগ দিচ্ছেন । আগামী ভোটে আমাদের জেলায় ভালো ফল হবে আশা করি ।”

BJP-তে যোগ গিয়েই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন শিখা সরকার তরু । তিনি বলেন, "তৃণমূলের কর্মী হয়েও দলীয় কর্মীদের অত্যাচার সহ্য করতে হয়েছে । নিজের দলের কর্মীদের অত্যাচারের কারণেই আজ তৃণমূল ছাড়লাম । BJP-তে যোগ দিলাম ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.