ETV Bharat / state

মাদক পাচারের দায়ে 10 বছর কারাদণ্ড "বহিষ্কৃত" তৃণমূল নেতার - দক্ষিণ দিনাজপুর

2018 সালে মাদক পাচার ও বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় লগিন দাস ও নারায়ণ যাদবকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ । আজ তাঁদের সাজা ঘোষণা করল বালুরঘাট জেলা আদালত ৷ 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (তৃতীয় কোর্ট) ৷

10 বছর কারাদণ্ড
10 বছর কারাদণ্ড
author img

By

Published : Jan 10, 2020, 9:39 PM IST

বালুরঘাট, 10 জানুয়ারি : মাদক পাচারের দায়ে বালুরঘাটের তৃণমূল নেতার 10 বছরের কারাদণ্ড ৷ আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (তৃতীয় কোর্ট) কিষাণকুমার আগরওয়াল এই রায় ঘোষণা করেন । লগিন দাসের পাশাপাশি নারায়ণ যাদবকেও 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক । পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও ধার্য করা হয় । অনাদায়ে আরও দু'বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক । জেলা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, লগিন দাসকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে ।

2018 সালে বালুরঘাটের তৃণমূল নেতা লগিন দাসকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ । প্রসঙ্গত, লগিন দাস বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে পাঁচ বছর কংগ্রেসের প্রধান ছিলেন । এরপর তিনি 2013 সালে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন । তৃণমূলের টিকিটে পাঁচ বছর ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে ছিলেন লগিন দাস । এছাড়া, ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য হিসেবেও দীর্ঘদিন ছিলেন । এক সময় দাপুটে ও প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন তিনি ।

মাদক পাচারের দায়ে তৃণমূল নেতার কারাদণ্ড

অভিযোগ, 2018 সালে মাদক পাচার ও বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় লগিন দাস ও নারায়ণ যাদবকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ । মামলা দায়ের হওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । গতকাল বিচারক কিষাণকুমার আগরওয়াল অভিযুক্ত নারায়ণ যাদব ও লগিন দাসকে দোষীসাব্যস্ত করে । এবং আজ সেই মামলার রায় ঘোষণা করেন । এদিকে, লগিন দাসের পরিবারের অভিযোগ, পুলিশ প্রশাসন মিথ্যে মামলায় তাঁকে ফাঁসিয়েছে । আজ বিকেলে বালুরঘাট জেলা আদালত চত্বরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয় ।

এবিষয়ে বালুরঘাট আদালতের সরকার পক্ষের আইনজীবী প্রতুলকুমার মৈত্র বলেন, "অভিযুক্ত দু'জনকে ভারতীয় দণ্ডবিধির 21 (সি) ও 27 (এ) ধারায় দোষীসাব্যস্ত করা হয় । 21 (সি) ধারায় 10 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দু'বছর কারাদণ্ড । 27 (এ) ধারায় 10 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দু'বছর কারকদণ্ডের নির্দেশ দেন বিচারক ।" অন্যদিকে, লগিন দাসের স্ত্রী মনোরমা দাস বলেন, তাঁর স্বামীকে ফাঁসানো হয়েছে । সবটাই চক্রান্ত করে করা হয়েছে । এমন কাজ তাঁর স্বামী কখনই করতে পারেন না ।

বালুরঘাট, 10 জানুয়ারি : মাদক পাচারের দায়ে বালুরঘাটের তৃণমূল নেতার 10 বছরের কারাদণ্ড ৷ আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (তৃতীয় কোর্ট) কিষাণকুমার আগরওয়াল এই রায় ঘোষণা করেন । লগিন দাসের পাশাপাশি নারায়ণ যাদবকেও 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক । পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও ধার্য করা হয় । অনাদায়ে আরও দু'বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক । জেলা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, লগিন দাসকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে ।

2018 সালে বালুরঘাটের তৃণমূল নেতা লগিন দাসকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ । প্রসঙ্গত, লগিন দাস বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে পাঁচ বছর কংগ্রেসের প্রধান ছিলেন । এরপর তিনি 2013 সালে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন । তৃণমূলের টিকিটে পাঁচ বছর ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে ছিলেন লগিন দাস । এছাড়া, ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য হিসেবেও দীর্ঘদিন ছিলেন । এক সময় দাপুটে ও প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন তিনি ।

মাদক পাচারের দায়ে তৃণমূল নেতার কারাদণ্ড

অভিযোগ, 2018 সালে মাদক পাচার ও বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় লগিন দাস ও নারায়ণ যাদবকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ । মামলা দায়ের হওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । গতকাল বিচারক কিষাণকুমার আগরওয়াল অভিযুক্ত নারায়ণ যাদব ও লগিন দাসকে দোষীসাব্যস্ত করে । এবং আজ সেই মামলার রায় ঘোষণা করেন । এদিকে, লগিন দাসের পরিবারের অভিযোগ, পুলিশ প্রশাসন মিথ্যে মামলায় তাঁকে ফাঁসিয়েছে । আজ বিকেলে বালুরঘাট জেলা আদালত চত্বরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয় ।

এবিষয়ে বালুরঘাট আদালতের সরকার পক্ষের আইনজীবী প্রতুলকুমার মৈত্র বলেন, "অভিযুক্ত দু'জনকে ভারতীয় দণ্ডবিধির 21 (সি) ও 27 (এ) ধারায় দোষীসাব্যস্ত করা হয় । 21 (সি) ধারায় 10 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দু'বছর কারাদণ্ড । 27 (এ) ধারায় 10 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দু'বছর কারকদণ্ডের নির্দেশ দেন বিচারক ।" অন্যদিকে, লগিন দাসের স্ত্রী মনোরমা দাস বলেন, তাঁর স্বামীকে ফাঁসানো হয়েছে । সবটাই চক্রান্ত করে করা হয়েছে । এমন কাজ তাঁর স্বামী কখনই করতে পারেন না ।

Intro:নিষিদ্ধ মাদক পাচারের ঘটনায় একদা প্রভাবশালী তৃণমূল নেতা লগিন দাসকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।।

বালুরঘাট, ১০ জানুয়ারি: নিষিদ্ধ মাদক পাচারের ঘটনায় একদা প্রভাবশালী তৃণমূল নেতা লগিন দাসকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট (তৃতীয় কোর্ট) বিচারক। শুক্রবার দুপুরে বালুরঘাট আদালতের বিচারক কিষাণ কুমার আগরওয়াল এই রায় ঘোষণা করেন। লগিন দাসের পাশাপাশি নারায়ণ যাদব কেও ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও ধার্য্য করা হয়। অনাদায়ে আরও দু'বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও এদিন জেলা তৃণমূলের পক্ষ থেকে লগিন দাসকে বহিস্কার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

জানা গেছে, ২০১৮ সালে বালুরঘাটের একদা প্রভাবশালী তৃণমূল নেতা লগিন দাসকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ। প্রসঙ্গত, লগিন দাস বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে ৫ বছর কংগ্রেসের প্রধান ছিলেন। এরপর তিনি ২০১৩ সালে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তৃণমূলের টিকিটে পাঁচ বছর ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে ছিলেন লগিন দাস। এছাড়াও ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য হিসেবে দীর্ঘদিন ছিলেন। এক সময় দাপুটে ও প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন তিনি। অভিযোগ, ২০১৮ সালে নিষিদ্ধ মাদক পাচার ও বাড়ি থেকে উদ্ধারের ঘটনায় লগিন দাস ও নারায়ণ যাদবকে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। মামলা দায়ের পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গতকাল বালুরঘাট জেলা আদালতের (তৃতীয় কোর্ট) বিচারক কিষাণ কুমার আগারওয়াল অভিযুক্ত নারায়ন যাদবকে দোষী সাব্যস্ত করে। এবং আজ সেই মামলার রায় ঘোষণা করেন। এদিকে লগিন দাসের পরিবারের অভিযোগ পুলিশ প্রশাসন মিথ্যে মামলায় তাকে ফাঁসিয়েছে। এদিকে এদিন বিকেলে বালুরঘাট জেলা আদালত চত্বরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ মোতায়েন করা হয়। এদিকে বালুরঘাট আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন লগিনবাবু।

এবিষয়ে বালুরঘাট আদালতের সরকার পক্ষের আইনজীবী প্রতুল কুমার মৈত্র জানান, ২০১৮ সালের অভিযুক্ত লগিন দাস ও নারায়ণ যাদবকে বালুরঘাট থানার পুলিশ নিষিদ্ধ মাদক পাচারের ঘটনায় গ্রেপ্তার করে। ঘটনায় অভিযুক্ত দুজনের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ২১ সি ও ২৭ এ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। ২১ সি ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দু'বছর কারাদণ্ড। ২৭ এ ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দু'বছর কারকদণ্ডের নির্দেশ দেন বিচারক। 

অন্য দিকে লগিন দাসের স্ত্রী মনোরমা দাস জানান, তার স্বামীকে ফাঁসানো হয়েছে। সবটাই চক্রান্ত করে করা হয়েছে। এমন কাজ তার স্বামী কখনই করতে পারেন না।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.