বাসন্তী (দক্ষিণ 24 পরগনা), 25 অগস্ট : আবারও উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার বাসন্তী । যুব তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে (Youth Trinamool Congress Worker Attacked) । এই ঘটনা গুরুতর আহত হলেন এক যুব তৃণমূল কর্মী । আহত যুব তৃণমূল (Trinamool Congress) কর্মীর নাম সিরাজ মোল্লা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তীর ফুল মালঞ্চ অঞ্চলের 10 নম্বর বাজারে দাঁড়িয়েছিলেন যুব তৃণমূল কর্মী সিরাজ মোল্লা-সহ দু’জন । অভিযোগ, এরপর হঠাৎ সিরাজ মোল্লাকে আচমকা লাঠি ও বাঁশ নিয়ে মারধর করে বেশ কিছু যুবক । এরপর আহত সিরাজ মোল্লাকে উদ্ধার করে তড়িঘড়ি করে নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে । বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে (Canning Hospital) চিকিৎসাধীন আহত ওই যুব তৃণমূল কর্মী । অভিযোগ, যারা মারধর করেছে তারাও তৃণমূল কংগ্রেসের সমর্থক ।
এই ঘটনায় স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই । ব্যক্তিগত ঘটনার কারণে এই সমস্ত মারধরের ঘটনা ঘটছে । তবে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি এই ঘটনার অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ।’’
আরও পড়ুন : বাসন্তীতে তৃণমূল কর্মী খুনে রাজনৈতিক চাপানউতর, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিজেপির