ETV Bharat / state

Jahangir Khan Security Revoked : অভিযোগের ভিত্তিতেই কি নিরাপত্তা প্রত্যাহার, মুখ খুললেন অভিষেক ঘনিষ্ঠ যুব নেতা - youth tmc leader jahangir khan says about his security revoked

শাসক ঘনিষ্ঠ জাহাঙ্গির খানের নিরাপত্তা প্রত্যাহার করা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি (Security Revoked of Jahangir Khan) ৷ একাধিক অসামাজিক কাজের অভিযোগেই কি এই যুব নেতার নিরাপত্তা তুলে নিল নবান্ন ? এই বিষয়ে কী বলছেন জাহাঙ্গির ?

jahangir khan
নিরাপত্তা প্রত্যাহার নিয়ে যা বললেন জাহাঙ্গির খান
author img

By

Published : Feb 8, 2022, 8:16 AM IST

ফলতা, 8 জানুয়ারি : দক্ষিণ 24 পরগনার ফলতার দাপুটে যুব তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বিশেষ নিরাপত্তা তুলে নিল নবান্ন (Falta TMC) । সোমবার এই সংক্রান্ত নির্দেশিকা সামনে আসতেই শুরু রাজনৈতিক চাপানউতোর ৷

ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ হিসাবেও এলাকায় পরিচিতি রয়েছে এই জাহাঙ্গির খানের । 2018 সাল থেকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন ফলতা ব্লকের যুব তৃণমূল সভাপতি ও বজবজ বিধানসভার তৃণমূলের পর্যবেক্ষক জাহাঙ্গির খান । ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা মানে দু’জন কমান্ডো এবং আটজন ব্যক্তিগত দেহরক্ষী সবসময় থাকত তাঁর সঙ্গে । কিন্তু সেই নিরাপত্তা উঠে যাওয়ায় এখন চর্চায় যুব তৃণমূলের এই নেতা (Jahangir Khan Says About His Security Revoke) ৷

যদিও এ প্রসঙ্গে বিরোধীদের বাকবিতণ্ডা নিয়ে মোটেও চিন্তিত নন স্বয়ং জাহাঙ্গির খান ৷ তাঁর কথায়, দল যা সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব । কে কী বলল তাতে কিছু এসে যায় না ৷ ওসব নিয়ে আমি চিন্তিত নই ৷ শুরু থেকেই যেমন দলের ভালর জন্য একজন কর্মী হিসেবে কাজ করে এসেছি এখনও তাই করব ৷"

আরও পড়ুন : প্রার্থী ঘোষণার পরেই ভয়ংকর খেলার হুংকার ফলতার তৃণমূল যুব নেতার

তবে নিরাপত্তা তুলে নেওয়ায় অসুবিধার প্রশ্নে যুব নেতার উত্তর, "আগেও তো দলের জন্য কাজ করেছি কোনও নিরাপত্তা ছাড়াই ৷ তারপর দল ভেবেছিল তাই নিরাপত্তা দিয়েছিল ৷ এখন তা প্রত্যাহার করাতেও কোনও অসুবিধা নেই ৷ এতে আমি ভীত নই ৷ আগেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে দলের সৈনিক হিসেবে কাজ করেছি এখনও তাই করব ৷"

ডায়মন্ড হারবার পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে, নবান্ন থেকে এই নির্দেশিকা জারি করার পর তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের ডায়মন্ড হারবার জেলা পুলিশ লাইনে যোগ দিতে বলা হয়েছে ।

তবে শোনা যাচ্ছে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী নাম জাহাঙ্গির খান । অনেকেই বলেন, তিনি নাকি স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কাছের । একুশের ভোটের পর থেকে ফলতা, বিড়লাপুর, বজবজ এলাকায় অসামাজিক কাজকর্ম বেড়েছে বলে পুলিশ সূত্রে খবর । এমনকি যাঁরা এই কাজকর্ম করছে তাঁরা শাসকদলের ছত্রছায়ায় রয়েছে বলে পুলিশের উপরও চাপ রয়েছে বলে বার বার অভিযোগ তুলেছে বিরোধীরা । জাহাঙ্গির খানের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্বের কাছেও বিভিন্ন অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের খবর । সেই সব খতিয়ে দেখেই কি এই নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত ?

নিরাপত্তা প্রত্যাহার নিয়ে যা বললেন জাহাঙ্গির খান

আরও পড়ুন : Abhishek Banerjee Tweet : এবার আসল খেলা হবে, অভিষেকের টুইটে তেইশের লড়াইয়ের বার্তা

পুলিশ সূত্রে খবর, গত পঞ্চায়েত নির্বাচনের আগে সরকারি নিরাপত্তা পেয়েছিলেন জাহাঙ্গির । 2014 সালে প্রথমবার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হন, তখন থেকেই উঠে আসে জাহাঙ্গিরের নাম । ধীরে ধীরে যথেষ্ট নাম পরিচিতি তৈরি করেন এলাকায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 30 বছরের রাজনৈতিক সম্পর্ক শেষ করে ক্ষোভের কারণে গত বিধানসভা ভোটের আগে ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার বিজেপিতে যোগ দেন । দলের যে সমস্ত নেতার বিরুদ্ধে তাঁর ক্ষোভ ছিল, সেই তালিকায় জাহাঙ্গিরের নাম ছিল বলে জানা গিয়েছে ।

এর আগে কুলতলিতে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, "দক্ষিণ 24 পরগনায় তোলাবাজ ভাইপোর নেতৃত্বে অত্যাচার হচ্ছে । ভাঙড়ের আরাবুল ইসলাম, ফলতার জাহাঙ্গির খানের মতো ছোট ছোট তোলাবাজকে পুলিশ স্যালুট করে ।"

যদিও এইসব অভিযোগের কথা তাঁর অজ্ঞাত বলেই জানিয়েছেন স্বয়ং জাহাঙ্গির খান ৷ তবে আসন্ন পৌর নির্বাচনে এর কোনও প্রভাব পড়ে কি না, সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : তৃণমূল ছেড়ে নির্দল হয়ে লড়াইয়ের পথে সোনারপুরের বিদ্রোহী উত্তম

ফলতা, 8 জানুয়ারি : দক্ষিণ 24 পরগনার ফলতার দাপুটে যুব তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বিশেষ নিরাপত্তা তুলে নিল নবান্ন (Falta TMC) । সোমবার এই সংক্রান্ত নির্দেশিকা সামনে আসতেই শুরু রাজনৈতিক চাপানউতোর ৷

ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ হিসাবেও এলাকায় পরিচিতি রয়েছে এই জাহাঙ্গির খানের । 2018 সাল থেকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন ফলতা ব্লকের যুব তৃণমূল সভাপতি ও বজবজ বিধানসভার তৃণমূলের পর্যবেক্ষক জাহাঙ্গির খান । ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা মানে দু’জন কমান্ডো এবং আটজন ব্যক্তিগত দেহরক্ষী সবসময় থাকত তাঁর সঙ্গে । কিন্তু সেই নিরাপত্তা উঠে যাওয়ায় এখন চর্চায় যুব তৃণমূলের এই নেতা (Jahangir Khan Says About His Security Revoke) ৷

যদিও এ প্রসঙ্গে বিরোধীদের বাকবিতণ্ডা নিয়ে মোটেও চিন্তিত নন স্বয়ং জাহাঙ্গির খান ৷ তাঁর কথায়, দল যা সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব । কে কী বলল তাতে কিছু এসে যায় না ৷ ওসব নিয়ে আমি চিন্তিত নই ৷ শুরু থেকেই যেমন দলের ভালর জন্য একজন কর্মী হিসেবে কাজ করে এসেছি এখনও তাই করব ৷"

আরও পড়ুন : প্রার্থী ঘোষণার পরেই ভয়ংকর খেলার হুংকার ফলতার তৃণমূল যুব নেতার

তবে নিরাপত্তা তুলে নেওয়ায় অসুবিধার প্রশ্নে যুব নেতার উত্তর, "আগেও তো দলের জন্য কাজ করেছি কোনও নিরাপত্তা ছাড়াই ৷ তারপর দল ভেবেছিল তাই নিরাপত্তা দিয়েছিল ৷ এখন তা প্রত্যাহার করাতেও কোনও অসুবিধা নেই ৷ এতে আমি ভীত নই ৷ আগেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে দলের সৈনিক হিসেবে কাজ করেছি এখনও তাই করব ৷"

ডায়মন্ড হারবার পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে, নবান্ন থেকে এই নির্দেশিকা জারি করার পর তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের ডায়মন্ড হারবার জেলা পুলিশ লাইনে যোগ দিতে বলা হয়েছে ।

তবে শোনা যাচ্ছে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী নাম জাহাঙ্গির খান । অনেকেই বলেন, তিনি নাকি স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কাছের । একুশের ভোটের পর থেকে ফলতা, বিড়লাপুর, বজবজ এলাকায় অসামাজিক কাজকর্ম বেড়েছে বলে পুলিশ সূত্রে খবর । এমনকি যাঁরা এই কাজকর্ম করছে তাঁরা শাসকদলের ছত্রছায়ায় রয়েছে বলে পুলিশের উপরও চাপ রয়েছে বলে বার বার অভিযোগ তুলেছে বিরোধীরা । জাহাঙ্গির খানের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্বের কাছেও বিভিন্ন অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের খবর । সেই সব খতিয়ে দেখেই কি এই নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত ?

নিরাপত্তা প্রত্যাহার নিয়ে যা বললেন জাহাঙ্গির খান

আরও পড়ুন : Abhishek Banerjee Tweet : এবার আসল খেলা হবে, অভিষেকের টুইটে তেইশের লড়াইয়ের বার্তা

পুলিশ সূত্রে খবর, গত পঞ্চায়েত নির্বাচনের আগে সরকারি নিরাপত্তা পেয়েছিলেন জাহাঙ্গির । 2014 সালে প্রথমবার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হন, তখন থেকেই উঠে আসে জাহাঙ্গিরের নাম । ধীরে ধীরে যথেষ্ট নাম পরিচিতি তৈরি করেন এলাকায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 30 বছরের রাজনৈতিক সম্পর্ক শেষ করে ক্ষোভের কারণে গত বিধানসভা ভোটের আগে ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার বিজেপিতে যোগ দেন । দলের যে সমস্ত নেতার বিরুদ্ধে তাঁর ক্ষোভ ছিল, সেই তালিকায় জাহাঙ্গিরের নাম ছিল বলে জানা গিয়েছে ।

এর আগে কুলতলিতে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, "দক্ষিণ 24 পরগনায় তোলাবাজ ভাইপোর নেতৃত্বে অত্যাচার হচ্ছে । ভাঙড়ের আরাবুল ইসলাম, ফলতার জাহাঙ্গির খানের মতো ছোট ছোট তোলাবাজকে পুলিশ স্যালুট করে ।"

যদিও এইসব অভিযোগের কথা তাঁর অজ্ঞাত বলেই জানিয়েছেন স্বয়ং জাহাঙ্গির খান ৷ তবে আসন্ন পৌর নির্বাচনে এর কোনও প্রভাব পড়ে কি না, সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : তৃণমূল ছেড়ে নির্দল হয়ে লড়াইয়ের পথে সোনারপুরের বিদ্রোহী উত্তম

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.