পূজালী, 14 অক্টোবর: না, যাত্রাপালার নাম নয় ৷ দিনের আলোয় সবার চোখের সামনে এক যুবক ছুরি হাতে দাঁড়িয়ে ছিলেন, তাও থানার সামনে ৷ শুক্রবার সকাল 11.30 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার পূজালী থানার সামনে ৷ যুবকের দাবি, তাঁর পছন্দের প্রেমিকার সঙ্গে একবার হলেও কথা বলতে দিতে হবে । মায়াপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিড়লাপুড়ের বাসিন্দা শেখ সোহেল (22) ৷ পূজালী থানা এলাকার এক নাবালিকা মেয়ের প্রেমে পড়েন তিনি । গোলমালের সূত্রপাত আজ থেকে 22 দিন আগে ৷ দীর্ঘ এক বছরের এই সম্পর্কের জেরে 22 দিন আগে ওই যুবক নাবালিকা প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় ।
সূত্রে জানা গিয়েছে, প্রেমিকার সঙ্গে তিন দিন কোনও একটি হোটেলে কাটিয়ে বাড়ি ফিরে আসে সোহেল ৷ এই ঘটনার পর ছেলের বাড়ির লোক এই সম্পর্ক মেনে নিলেও মেয়ের বাড়ি থেকে পূজালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । তার ভিত্তিতে শেখ সোহেল এবং তাঁর বাবাকে পূজালী থানার পুলিশ গ্রেফতার করে ৷ আদালতের নির্দেশে তাঁদের জেলে পাঠানো হয় । যদিও এখন তাঁরা জামিনে মুক্ত হয়ে বাড়িতেই রয়েছেন ।
শুক্রবার এই মামলার তদন্তকারী আধিকারিক মেয়ের বাবা এবং মেয়েকে পূজালী থানায় ডেকে পাঠায় । সেই খবর জানতে পারে সোহেল ৷ তাঁর প্রেমিকা এবং প্রেমিকার বাবা থানায় ঢোকার পর থেকে থানার উল্টোদিকে ছুরি হাতে দাঁড়িয়ে থাকেন সোহেল । তাঁর দাবি, একবার হলেও তাঁর পছন্দের পাত্রীর সঙ্গে কথা বলতে দিতে হবে ৷ কিন্তু পুলিশ এবং মেয়ের পরিবার নিরুপায় ৷ তাই তড়িঘড়ি মেয়ে এবং মেয়ের বাবাকে পুলিশ বাড়ি পাঠিয়ে দিলেও সোহেলকে কোনও ভাবেই বাগে আনা সম্ভব হচ্ছিল না ৷ প্রায় দু'ঘণ্টা বাদে পুলিশ সোহেলকে তাঁর বাইকে বাড়ি চলে যাওয়ার কথা বললে সোহেল বাইকে উঠতে যায় ৷ সুযোগ বুঝে পূজালী থানার পুলিশ কর্মীরা ছুটে গিয়ে শোকাহত সোহেলকে জাপটে ধরে থানার ভিতরে নিয়ে যায় ।