বারুইপুর, 24 নভেম্বর : দেহ উদ্ধার হয়েছিল আগেই ৷ কিন্তু খুনের মোটিভ নিয়ে ধন্ধে ছিল পুলিশ ৷ তবে 24 ঘণ্টার মধ্যেই দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার মল্লিকপুরে যুবক খুনের কিনারা করে ফেলল পুলিশ ৷ জানা গিয়েছে, খুনে পিছনে রয়েছে ত্রিকোণ প্রেম (Murder over love triangle by friend) ৷ যার জেরে খুন হতে হয়েছে বছর আঠারোর ইমতিয়াজ শেখকে ৷ খুনে অভিযুক্ত তাঁরই বন্ধু নূরউদ্দিন লস্কর ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, গতকাল বারুইপুর (youth murdered in baruipur) থানার মল্লিকপুরের পঞ্চায়েতের অ্যাংলো সুইস বাগানের পাশের জলা বাগানে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ পাওয়া যায় ৷ মৃতের পরিচয় জানার পাশাপাশি খুনের কারণ নিয়েও তদন্তে নামে বারুইপুর থানার পুলিশ ৷ আইসি দেবকুমার রায়ের নেতৃত্বে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত ব্যক্তির নাম ইমতিয়াজ শেখ ৷ বয়স 18 ৷ সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি ইমতিয়াজ । তদন্তের গভীরে গিয়ে গতকাল রাতে মৃতের বন্ধু নূরউদ্দিন লস্করকে গ্রেফতার করে পুলিশ ৷
আরও পড়ুন : Jamuria ECL Employee Murder : জামুড়িয়ায় মাংসের দোকানে ইসিএল কর্মীকে গুলি করে খুন, আতঙ্কে এলাকাবাসী
জানা গিয়েছে, ত্রিকোণ প্রেমের জেরে জন্য নূরউদ্দিন এবং আরও একজন মিলে ইমতিয়াজ-কে খুন করার ফাঁদ পাতে । দুজন মিলে 22 নভেম্বর সন্ধ্যায় মল্লিকপুরের ওই বাগানে মদ খাবার আমন্ত্রণ জানায় বন্ধু ইমতিয়াজকে ৷ সেখানেই খুন করা হয় তাঁকে । গ্রেফতারের পর আপাতত পুলিশ রিমান্ডে নেওয়া হচ্ছে নূরউদ্দিনকে । বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানান, "আমরা তদন্ত শুরু করে জানতে পারি ইমতিয়াজ শেখকে খুন করা হয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান, ত্রিকোণ প্রেমের জেরে ইমতিয়াজকে তার দুই বন্ধু বাগানে ডেকে নিয়ে গিয়ে খুন করে । ধৃতের বিরুদ্ধে খুন ষড়যন্ত্র মামলা রুজু করা হয়েছে ।
এদিকে দ্রুত খুনের কিনারা হওয়ায় খুশি এলাকাবাসী ৷ সদ্য চালু হওয়া মল্লিকপুর ক্যাম্পের এই সাফল্যে ভরসা পাচ্ছেন স্থানীয় মানুষজন ৷