ETV Bharat / state

রাজ সাক্ষী হতে চেয়েছিল, অভিযুক্তরা জামিন পেতেই খুন যুবক - কুলপি মার্ডার

ছয় মাস আগে খুন হয় আবদুল গফফর পুরকাইতের কাকার ছেলে । সেই ঘটনায় 5 জন অভিযুক্তের মধ্যে আবদুলের নামও ছিল ৷ সেই মামলার রাজসাক্ষী হতে চেয়েছিল আবদুল ৷

kulpi_murder
kulpi_murder
author img

By

Published : Jul 6, 2021, 4:13 PM IST

কুলপি, 6 জুলাই : খুড়তুতো ভাইয়ের খুনের মামলায় 5 জন অভিযুক্তের মধ্যে 19 বছরের আবদুল গফফর পুরকাইত নিজেও ছিল ৷ কিন্তু রাজসাক্ষী হতে চাওয়ায় খুন হতে হল তাকেও ৷ অভিযোগ, গতকাল অভিযুক্ত বাকি চারজন জামিনে ছাড়া পেয়েই আবদুল গফফরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করে ৷ ঘটনাটি খুনে অভিযুক্ত রাকিব সর্দারের বাবা জাহাঙ্গির সর্দারের চোখের সামনে ঘটে ৷ দক্ষিণ 24 পরগনার কুলপি থানা এলাকার রামকৃষ্ণপুর পঞ্চায়েতের ইটবাড়ি গ্রামের ঘটনা ।

নিহত যুবকের পরিবারের সূত্রে খবর, ছয় মাস আগে খুন হয় আবদুল গফফর পুরকাইতের কাকার ছেলে । সেই ঘটনায় 5 জন অভিযুক্তের মধ্যে আবদুলের নামও ছিল ৷ সেই মামলার রাজসাক্ষী হতে চেয়েছিল আবদুল ৷ ছয়মাস আগের ওই খুনের ঘটনায় গতকাল আদালত থেকে জামিন পায় অভিযুক্তরা । অভিযুক্ত রাকিব সর্দার, রাজু মোল্লা, রফিকুল মোল্লা, খয়রুল আনম মোল্লা গতকাল রাতেই আবদুল গফফার পুরকাইতের সঙ্গে দেখা করতে আসে ৷ বাড়ি থেকে আবদুলকে ডেকে নিজের বাড়ি নিয়ে যায় রাকিব সর্দার ৷

আরও পড়ুন : Sundarbans : ত্রাণের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা নোনা জলে, বাড়ছে স্ত্রীরোগ

অভিযোগ, সেখানেই ধারাল অস্ত্র নিয়ে আবদুল গফফরকে খুন করে চারজন ৷ ঘটনাটি দেখে ফেলেন রাকিব সর্দারের বাবা জাহাঙ্গীর সর্দার ৷ তিনি চেঁচামেচি করলে পাড়ার লোকেরা জাহাঙ্গীর সর্দারের বাড়ি গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আবদুল ৷ ততক্ষণে এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্তরা । পরে কুলপি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় । ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা ৷ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতারের খবর নেই ।

কুলপি, 6 জুলাই : খুড়তুতো ভাইয়ের খুনের মামলায় 5 জন অভিযুক্তের মধ্যে 19 বছরের আবদুল গফফর পুরকাইত নিজেও ছিল ৷ কিন্তু রাজসাক্ষী হতে চাওয়ায় খুন হতে হল তাকেও ৷ অভিযোগ, গতকাল অভিযুক্ত বাকি চারজন জামিনে ছাড়া পেয়েই আবদুল গফফরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করে ৷ ঘটনাটি খুনে অভিযুক্ত রাকিব সর্দারের বাবা জাহাঙ্গির সর্দারের চোখের সামনে ঘটে ৷ দক্ষিণ 24 পরগনার কুলপি থানা এলাকার রামকৃষ্ণপুর পঞ্চায়েতের ইটবাড়ি গ্রামের ঘটনা ।

নিহত যুবকের পরিবারের সূত্রে খবর, ছয় মাস আগে খুন হয় আবদুল গফফর পুরকাইতের কাকার ছেলে । সেই ঘটনায় 5 জন অভিযুক্তের মধ্যে আবদুলের নামও ছিল ৷ সেই মামলার রাজসাক্ষী হতে চেয়েছিল আবদুল ৷ ছয়মাস আগের ওই খুনের ঘটনায় গতকাল আদালত থেকে জামিন পায় অভিযুক্তরা । অভিযুক্ত রাকিব সর্দার, রাজু মোল্লা, রফিকুল মোল্লা, খয়রুল আনম মোল্লা গতকাল রাতেই আবদুল গফফার পুরকাইতের সঙ্গে দেখা করতে আসে ৷ বাড়ি থেকে আবদুলকে ডেকে নিজের বাড়ি নিয়ে যায় রাকিব সর্দার ৷

আরও পড়ুন : Sundarbans : ত্রাণের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা নোনা জলে, বাড়ছে স্ত্রীরোগ

অভিযোগ, সেখানেই ধারাল অস্ত্র নিয়ে আবদুল গফফরকে খুন করে চারজন ৷ ঘটনাটি দেখে ফেলেন রাকিব সর্দারের বাবা জাহাঙ্গীর সর্দার ৷ তিনি চেঁচামেচি করলে পাড়ার লোকেরা জাহাঙ্গীর সর্দারের বাড়ি গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আবদুল ৷ ততক্ষণে এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্তরা । পরে কুলপি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় । ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা ৷ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতারের খবর নেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.