ETV Bharat / state

Housewife Rape Case: স্বামী-শিশুকন্য়ার প্রাণনাশের হুমকি ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বধূকে ধর্ষণ, আটক যুবক - ধর্ষণের অভিযোগ প্রতিবেশি যুবকের বিরুদ্ধে

স্বামী ও শিশুকন্যাকে প্রাণনাশের ভয় দেখিয়ে বধূকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশি যুবকের বিরুদ্ধে ৷ এমনকী ওই বধূকে বিয়ে করতেও জোর করে অভিযুক্ত ৷ থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : May 4, 2023, 10:59 PM IST

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বধূকে ধর্ষণ

বাসন্তী, 4 মে: স্বামী ও সন্তানের প্রাণনাশের হুমকি দিয়ে বধূকে বিয়ের জন্য চাপ ও ধর্ষণের অভিযোগ প্রতিবেশি যুবক সুপ্রকাশ নস্করের বিরুদ্ধে ৷ দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ঝড়খালি কোস্টাল থানার হিরণময়পুর এলাকার ঘটনা । অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের বাবা ৷

নির্যাতিতার অভিযোগ, ওই এলাকারই বাসিন্দা নির্যাতিতা ও অভিযুক্ত যুবক শুভ্রজিৎ নস্কর ৷ প্রায় 6 মাস ধরে অভিযুক্ত যুবক ওই বধূর সঙ্গে জোর করে সম্পর্ক স্থাপন করতে চায় ৷ নির্যাতিতা ওই বধূ যুবকের কথায় সম্মতি না-দিলে তার শিশুকন্য়া ও স্বামীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ৷ এরপরেই ওই যুবক নির্যাতাতা বধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে ৷ সম্প্রতি ওই বধূ অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে, তাকে ওষুধের মাধ্যমে গর্ভস্থ ভ্রূণকে হত্যা করার চেষ্টা করে বলে অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ বিষয়টি স্বামীকে জানানোর কথা বললে ফের খুন করার হুমকি দেয়। এরপরেই সমস্ত ঘটনা জানিয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে ওই বধূ ৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই শুভ্রজিৎ নস্করকে গ্রেফতার করেছে পুলিশ ৷

নির্যাতিতার শ্বাশুড়ি বলেন, " ছেলে বেরিয়ে যাওয়ার পর বৌমা বাড়িতে একাই থাকত ৷ সেই সুযোগকে কাজে লাগিয়েছে অভিযুক্ত শুভ্রজিৎ নস্কর ৷ ওর বাবা এক তৃণমূল কর্মী ৷ এলাকায় বেশ প্রভাবশালী ৷ এলকায় আরও কয়েকজনের সঙ্গে অভব্য আচরণ করেছে ৷ দীর্ঘদিন ধরে আমার বৌমার সঙ্গে জোর করে সম্পর্ক স্থাপন করতে চাইত ৷ বৌমা সম্মতি না দেওয়ায় তাকে ভয় দেখায় ৷ এই কথা পরিবারকে জানানে আমার ছোট মেয়ের সঙ্গে খারাপ ব্য়বহারের হুমকি দেয় ৷ পরিবারাকে বাঁচাতে আমার বৌমা ওই যুবকের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ৷"

আরও পড়ুন : আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা

অন্যদিকে যুবকের বাবা পরিমল নস্কর তাঁর ছেলেকে জোর করে মারধর করার অভিযোগ তুলেছে । তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে দাবি অভিযুক্তের বাবার ।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বধূকে ধর্ষণ

বাসন্তী, 4 মে: স্বামী ও সন্তানের প্রাণনাশের হুমকি দিয়ে বধূকে বিয়ের জন্য চাপ ও ধর্ষণের অভিযোগ প্রতিবেশি যুবক সুপ্রকাশ নস্করের বিরুদ্ধে ৷ দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ঝড়খালি কোস্টাল থানার হিরণময়পুর এলাকার ঘটনা । অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের বাবা ৷

নির্যাতিতার অভিযোগ, ওই এলাকারই বাসিন্দা নির্যাতিতা ও অভিযুক্ত যুবক শুভ্রজিৎ নস্কর ৷ প্রায় 6 মাস ধরে অভিযুক্ত যুবক ওই বধূর সঙ্গে জোর করে সম্পর্ক স্থাপন করতে চায় ৷ নির্যাতিতা ওই বধূ যুবকের কথায় সম্মতি না-দিলে তার শিশুকন্য়া ও স্বামীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ৷ এরপরেই ওই যুবক নির্যাতাতা বধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে ৷ সম্প্রতি ওই বধূ অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে, তাকে ওষুধের মাধ্যমে গর্ভস্থ ভ্রূণকে হত্যা করার চেষ্টা করে বলে অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ বিষয়টি স্বামীকে জানানোর কথা বললে ফের খুন করার হুমকি দেয়। এরপরেই সমস্ত ঘটনা জানিয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে ওই বধূ ৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই শুভ্রজিৎ নস্করকে গ্রেফতার করেছে পুলিশ ৷

নির্যাতিতার শ্বাশুড়ি বলেন, " ছেলে বেরিয়ে যাওয়ার পর বৌমা বাড়িতে একাই থাকত ৷ সেই সুযোগকে কাজে লাগিয়েছে অভিযুক্ত শুভ্রজিৎ নস্কর ৷ ওর বাবা এক তৃণমূল কর্মী ৷ এলাকায় বেশ প্রভাবশালী ৷ এলকায় আরও কয়েকজনের সঙ্গে অভব্য আচরণ করেছে ৷ দীর্ঘদিন ধরে আমার বৌমার সঙ্গে জোর করে সম্পর্ক স্থাপন করতে চাইত ৷ বৌমা সম্মতি না দেওয়ায় তাকে ভয় দেখায় ৷ এই কথা পরিবারকে জানানে আমার ছোট মেয়ের সঙ্গে খারাপ ব্য়বহারের হুমকি দেয় ৷ পরিবারাকে বাঁচাতে আমার বৌমা ওই যুবকের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ৷"

আরও পড়ুন : আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা

অন্যদিকে যুবকের বাবা পরিমল নস্কর তাঁর ছেলেকে জোর করে মারধর করার অভিযোগ তুলেছে । তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে দাবি অভিযুক্তের বাবার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.