ETV Bharat / state

Baruipur Lynching: বারুইপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন ! গ্রেফতার 12

বারুইপুরে (Baruipur Murder) চোর সন্দেহে যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল (Youth beaten to death)৷ বেধড়ক মার খেয়ে আশংকাজনক অবস্থা আরও একজনের ৷ এই ঘটনায় পুলিশ 12 জনকে গ্রেফতার করেছে (Baruipur Lynching)৷

Youth beaten to death in Baruipur on suspicion of being thief, Police arrests 12
বারুইপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন ! গ্রেফতার 12
author img

By

Published : Nov 3, 2022, 3:12 PM IST

বারুইপুর, 3 নভেম্বর: চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় বারুইপুরে (Baruipur Murder) জারি ধরপাকড় । এখনও পর্যন্ত মোট 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ (Youth beaten to death)। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে ।

দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas News) বারুইপুর থানার পিয়ালী এলাকায় জাগরণী সংঘের ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রী মেলার আয়োজন করা হয় (Baruipur Lynching)। সেখানে জগদ্ধাত্রী পুজো চলাকালীন বুধবার সন্ধেয় এক ব্যক্তির বাড়িতে দু’জন যুবক ঢুকে পড়ে । তারপর প্রতিবেশীরা তাঁকে ধরে ফেলেন । আশপাশে থাকা যুবকদের হাতে তুলে দেওয়া হলে সেই দুই যুবককে এলাকার ল্যাম্পপোস্টে বেঁধে বাঁশ, লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ।

খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে । সেখান থেকে গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে । বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের । সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা বিজয় সর্দারকে মৃত বলে ঘোষণা করেন । দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য । আরেক আহত যুবকের বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে । তাঁর অবস্থাও বেশ আশঙ্কাজনক । ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন পৌঁছয় বারুইপুর মহকুমা হাসপাতালে । বিনা কারণে যুবককে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ করে তাঁর পরিবার ।

বারুইপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন ! গ্রেফতার 12

আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র-সহ দুষ্কৃতীকে গ্রেফতার করল বারুইপুর পুলিশ

এই ঘটনায় অভিযুক্ত নিহত ও আহত দুই যুবকের বাড়ি জীবনতলা থানার বৈরাগী পাড়া এলাকায় । যেখানে তাঁদেরকে পিটিয়ে মারা হয়েছে, সেই ঘটনাস্থল থেকে তাঁদের বাড়ির দূরত্ব মাত্র 200 মিটার । স্থানীয়দের অভিযোগ, বিজন সর্দার ও তাঁর পরিবারের বিরুদ্ধে এর আগেও ওই এলাকায় ছোটখাটো চুরির অভিযোগ আছে । নিহত ও আহত যুবক দু’জনই পেশায় রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন । এই ঘটনায় এখনও পর্যন্ত 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে ।

বারুইপুর, 3 নভেম্বর: চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় বারুইপুরে (Baruipur Murder) জারি ধরপাকড় । এখনও পর্যন্ত মোট 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ (Youth beaten to death)। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে ।

দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas News) বারুইপুর থানার পিয়ালী এলাকায় জাগরণী সংঘের ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রী মেলার আয়োজন করা হয় (Baruipur Lynching)। সেখানে জগদ্ধাত্রী পুজো চলাকালীন বুধবার সন্ধেয় এক ব্যক্তির বাড়িতে দু’জন যুবক ঢুকে পড়ে । তারপর প্রতিবেশীরা তাঁকে ধরে ফেলেন । আশপাশে থাকা যুবকদের হাতে তুলে দেওয়া হলে সেই দুই যুবককে এলাকার ল্যাম্পপোস্টে বেঁধে বাঁশ, লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ।

খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে । সেখান থেকে গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে । বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের । সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা বিজয় সর্দারকে মৃত বলে ঘোষণা করেন । দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য । আরেক আহত যুবকের বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে । তাঁর অবস্থাও বেশ আশঙ্কাজনক । ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন পৌঁছয় বারুইপুর মহকুমা হাসপাতালে । বিনা কারণে যুবককে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ করে তাঁর পরিবার ।

বারুইপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন ! গ্রেফতার 12

আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র-সহ দুষ্কৃতীকে গ্রেফতার করল বারুইপুর পুলিশ

এই ঘটনায় অভিযুক্ত নিহত ও আহত দুই যুবকের বাড়ি জীবনতলা থানার বৈরাগী পাড়া এলাকায় । যেখানে তাঁদেরকে পিটিয়ে মারা হয়েছে, সেই ঘটনাস্থল থেকে তাঁদের বাড়ির দূরত্ব মাত্র 200 মিটার । স্থানীয়দের অভিযোগ, বিজন সর্দার ও তাঁর পরিবারের বিরুদ্ধে এর আগেও ওই এলাকায় ছোটখাটো চুরির অভিযোগ আছে । নিহত ও আহত যুবক দু’জনই পেশায় রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন । এই ঘটনায় এখনও পর্যন্ত 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.