ETV Bharat / state

Fake FB Account: গৃহবধূর ছবি দিয়ে সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট, পুলিশে অভিযোগ - youth allegedly uses housewifes picture

ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে তার মাধ্যমে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ৷ আর অ্যাকাউন্টে তিনি এক গৃহবধূর ছবি দিয়েছেন ৷ পুলিশের কাছে অভিযোগ জানালেন ওই গৃহবধূ (Housewife alleges of fake facebook account) ৷

Fake Account
ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট
author img

By

Published : Mar 26, 2023, 12:51 PM IST

ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে হেনস্থার অভিযোগ গৃহবধূর

নরেন্দ্রপুর, 26 মার্চ: গৃহবধূর ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, ওই অ্যাকাউন্টকে হাতিয়ার করে কুপ্রস্তাব ও অশ্লীল মেসেজ ছাড়ানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে । সোশাল মিডিয়ায় তাঁকে কলগার্ল বলে প্রচার করা হচ্ছে বলে জানালেন নির্যাতিতা গৃহবধূ ৷ এমনকী ছড়িয়ে দেওয়া হচ্ছে মহিলার স্বামীর নম্বরও ৷ একাধিক নম্বর থেকে সেখানে ফোন করে লাগাতার কুপ্রস্তাব দেওয়া হচ্ছে বলে অভিযোগ (youth allegedly uses housewife's picture to create fake facebook Account) ৷

তাই কোনও উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হলেন ভুক্তভোগী গৃহবধূ ৷ এক যুবকের নামে অভিযোগ দায়ের হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে ৷ মহিলার অভিযোগ, ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর ছবি নিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খোলে অভিযুক্ত যুবক ৷ সেই অ্যাকাউন্টে তাঁর ছবি ব্যবহার করে অনেকের সঙ্গে আপত্তিজনক চ্যাট করেছে ৷ কলগার্ল হিসেবে বিভিন্ন জায়গায় তার ছবি পাঠিয়ে তাঁরই স্বামীর ফোন নম্বর দেওয়া হচ্ছিল বিভিন্ন জায়গায় ৷ তারপর থেকেই তাঁদের জীবন অতীষ্ঠ হয়ে উঠেছে ৷ ফোনে অশ্লীল মেসেজ পাঠানো হচ্ছে ৷ কুপ্রস্তাব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন গৃহবধূ ৷

এই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ওই গৃহবধূ বলেন,"আমার ছবি দিয়ে একটা ছেলে ফেক অ্যাকাউন্ট খুলেছে ৷ আমার নাম ব্যবহার করে অশ্লীল চ্যাট করছে ৷ আমার আপত্তিকর ছবি ছড়িয়ে দিচ্ছে ৷ আমার স্বামীর মোবাইল নম্বরও ছড়িয়ে দেওয়া হচ্ছে ৷ তাঁর হোয়্যাটসঅ্যাপেও খারাপ ছবি আসছে ৷ নানা খারাপ কথাও বলা হচ্ছে ৷ অনেক নম্বর থেকে আমার স্বামীর কাছে ফোনও আসছে ৷ আমার ছবি ভাইরাল করারও ভয় দেখানো হচ্ছে ৷ আমাকে কলগার্ল হিসাবে সোশাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে ৷ আমি চাই ওই ছেলেটির শাস্তি হোক ৷ নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছি ৷"

আরও পড়ুন: আইসি-র নামে ভুয়ো অ্যাকাউন্ট করে টাকা তছরূপের ফাঁদ

ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে হেনস্থার অভিযোগ গৃহবধূর

নরেন্দ্রপুর, 26 মার্চ: গৃহবধূর ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, ওই অ্যাকাউন্টকে হাতিয়ার করে কুপ্রস্তাব ও অশ্লীল মেসেজ ছাড়ানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে । সোশাল মিডিয়ায় তাঁকে কলগার্ল বলে প্রচার করা হচ্ছে বলে জানালেন নির্যাতিতা গৃহবধূ ৷ এমনকী ছড়িয়ে দেওয়া হচ্ছে মহিলার স্বামীর নম্বরও ৷ একাধিক নম্বর থেকে সেখানে ফোন করে লাগাতার কুপ্রস্তাব দেওয়া হচ্ছে বলে অভিযোগ (youth allegedly uses housewife's picture to create fake facebook Account) ৷

তাই কোনও উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হলেন ভুক্তভোগী গৃহবধূ ৷ এক যুবকের নামে অভিযোগ দায়ের হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে ৷ মহিলার অভিযোগ, ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর ছবি নিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খোলে অভিযুক্ত যুবক ৷ সেই অ্যাকাউন্টে তাঁর ছবি ব্যবহার করে অনেকের সঙ্গে আপত্তিজনক চ্যাট করেছে ৷ কলগার্ল হিসেবে বিভিন্ন জায়গায় তার ছবি পাঠিয়ে তাঁরই স্বামীর ফোন নম্বর দেওয়া হচ্ছিল বিভিন্ন জায়গায় ৷ তারপর থেকেই তাঁদের জীবন অতীষ্ঠ হয়ে উঠেছে ৷ ফোনে অশ্লীল মেসেজ পাঠানো হচ্ছে ৷ কুপ্রস্তাব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন গৃহবধূ ৷

এই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ওই গৃহবধূ বলেন,"আমার ছবি দিয়ে একটা ছেলে ফেক অ্যাকাউন্ট খুলেছে ৷ আমার নাম ব্যবহার করে অশ্লীল চ্যাট করছে ৷ আমার আপত্তিকর ছবি ছড়িয়ে দিচ্ছে ৷ আমার স্বামীর মোবাইল নম্বরও ছড়িয়ে দেওয়া হচ্ছে ৷ তাঁর হোয়্যাটসঅ্যাপেও খারাপ ছবি আসছে ৷ নানা খারাপ কথাও বলা হচ্ছে ৷ অনেক নম্বর থেকে আমার স্বামীর কাছে ফোনও আসছে ৷ আমার ছবি ভাইরাল করারও ভয় দেখানো হচ্ছে ৷ আমাকে কলগার্ল হিসাবে সোশাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে ৷ আমি চাই ওই ছেলেটির শাস্তি হোক ৷ নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছি ৷"

আরও পড়ুন: আইসি-র নামে ভুয়ো অ্যাকাউন্ট করে টাকা তছরূপের ফাঁদ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.