বারুইপুর, 29 মার্চ: তিলজলার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার নাবালিকা নিগ্রহের ঘটনা ৷ এবার নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৷ নাবালিকা অসুস্থ হয়ে মাকে সমস্ত বিষয়টি বাড়িতে জানায় ৷ তারপরেই বারুইপুর থানায় অভিযোগ জানায় ওই যুবকের বিরুদ্ধে ৷ পুলিশ আসার খবর পেয়েই পালিয়ে যায় অভিযুক্ত (minor girl rape in south 24 pargana)৷
নির্যাতিতার পরিবারের দাবি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অভিযোগ, আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে নাবালিকাকে ধর্ষণ করে ওই যুবক । সে বারুইপুর থানা অর্জুনা গ্রামের বাসিন্দা । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত । বারুইপুর মহুকুমা হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে ।
নির্যাতিতার মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে আত্মীয়র বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে প্রায়ই ধর্ষণ করত অভিযুক্ত যুবক । কাউকে কিছু জানালে নাবালিকাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় । নির্যাতিতার মা আরও বলেন, "আমার মেয়েকে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে ছেলেটা । প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয় ৷ সেইসঙ্গে নাবলিকার নামে সামাজের কুৎসা রটানোর ভয় দেখিয়ে আরও কয়েকবার নির্যাতন করে ৷ ভয়ে মেয়েটা প্রথমে আমাকে কিছু বলেনি । পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে আমাদের সন্দেহ হয় । তখনই সব খুলে বলে । আমরা ওই ছেলেটার কঠোর শাস্তি চাই। পুলিশ দেখুক ও যাতে আর কোনও মেয়ের এই সর্বনাশ করতে না পারে ।" প্রসঙ্গত, ক্রমশই রাজ্যে একের পর এক ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের ঘটনা ঘটছে ৷ অভিযুক্তদের শাস্তি হলেও তা সময় সাপেক্ষ ৷ কখনও কখনও প্রামাণের অভাবে অভুযুক্ত ছাড়াও পেয়েই যাচ্ছে ৷ শুধু ধর্ষণ নয়, তিলজলায় নাবালিকা নিগ্রহের ঘটনাতেও রাজ্যের শিশু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷
আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশি যুবক