বাগদা, 9 নভেম্বর : দু'দিন ধরে গাছের মগডালে উঠে বসে আছে বছর ছাব্বিশের যুবক। দেখতে দলে দলে ভিড় জমাচ্ছেন গ্রামের বাসিন্দারা। যা ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বাগদার পাথুরিয়ায়। খোঁজ নিয়ে জানা গেল বাড়ি থেকে নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হবে জানতে পেরে খাবার নিয়ে গাছে চড়ে বসেছে ওই যুবক ৷ গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
বাগদার অমিতোষকে আগেও একবার নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়েছিল পরিবার ৷ সেখানে থেকে ফিরে ফের নেশাগ্রস্ত হয়ে পড়ে সে। ছেলের নেশা ছাড়াতে উদ্যোগী পরিবার ফের অমিতোষকে নেশামুক্তি কেন্দ্রে পাঠাবে বলে সিদ্ধান্ত নেয়। অভিযোগ, সেই খবর জানতে পেরে দিনকয়েক ধরে বাড়ি থাকত না সে। সোমবার সকালে হোমের আধিকারিকদের হাত থেকে বাঁচতে গাছে আশ্রয় নেয় ৷ প্রায় 70 ফুট উঁচু বাড়ির শিরীষ গাছে চড়ে বসে অমিতোষ ৷ খবর পেয়ে বাগদা থানার পুলিশ ওই যুবকের বাড়িতে যায় ৷ কিন্তু তাকে গাছ থেকে নামানোর চেষ্টা বিফলে যায়।
অমিতোষের মা সরস্বতী হালদার বলেন, "ওর সঙ্গে বাড়িতে কোনও গন্ডগোল-ঝামেলা কিছুই হয়নি। হোমে পাঠানো হবে বলে কয়েকদিন ধরে ও এদিক-ওদিক থাকছিল। গতকাল বাড়িতে হোমের লোক আসায় গাছে উঠে বসে। সারারাত গাছেই ছিল ও।"
আরও পড়ুন : বিএসএফ কর্মীর বাড়িতে ডাকাতি, হাতেনাতে তিনজনকে ধরল পুলিশ
বাবা আনন্দ হালদার বলেন, "ছেলের ভালর জন্য ওকে নেশামুক্তি কেন্দ্রে পাঠাতে চাইছিলাম। কিন্তু ও সে কথা কোনওভাবে জানতে পেরে গতকাল (সোমবার) সকাল থেকে গাছের ডালে উঠে বসে আছে। কারও কোন কথা শুনছে না। পুলিশের কথাও শোনেনি। কীভাবে গাছ থেকে নামাবো কিছুই বুঝতে পারছি না।" সবমিলিয়ে অমিতোষকে নিয়ে নাজেহাল পরিবার ৷