ETV Bharat / state

মাংসের দোকানে ঝুলছে স্বামীর দেহ, কাকার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ যুবতির - Usthi

রাতে খুড়তুতো শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে অশান্তি হয়েছিল যুবকের । তারপরই গভীর রাত থেকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না । পরে এলাকার মাংসের দোকান থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায় । এই ঘটনায় যুবকের খুড়তুতো শ্বশুর বাড়়ির সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ জানিয়েছেন স্ত্রী ।

Usthi Died case
উস্থিতে মৃত যুবক
author img

By

Published : May 18, 2020, 11:00 AM IST

উস্থি, 18 মে : গভীর রাতে বাড়িতে খোঁজ পাওয়া যাচ্ছিল না স্বামীর । তাই পরিবারের অন্যদের নিয়ে তাঁর খোঁজে বের হন যুবতি । তখনই এলাকার একটি মাংসের দোকানে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি । মৃতের নাম তারক মণ্ডল(24) । যুবতির অভিযোগ, তাঁর কাকার পরিবারের সদস্যরা স্বামীকে খুন করে ঝুলিয়ে দিয়ে গেছেন । উস্থি থানার বাণেশ্বরপুর এলাকার ঘটনা ।

চৌষার তারকের সঙ্গে বিয়ে হয় বাণেশ্বরপুরের বিজলির । তাঁদের এক কন্যা ও পুত্রসন্তান রয়েছে । তিন মাস আগে শ্বশুরবাড়ি চৌষা থেকে বাণেশ্বরপুরে বাপেরবাড়িতে আসেন বিজলি । তাঁর বাপেরবাড়ির পাশেই কাকার বাড়ি । তাঁদের সঙ্গে বিজলিদের পরিবারের অশান্তি চলছিল । শনিবার রাতে মত্ত অবস্থায় খুড়তুতো শ্বশুরের বাড়িতে যান তারক । অভিযোগ, সেখানে খুড়তুতো শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে অশান্তি হয় তাঁর । বেধড়ক মারধরও করা হয় তারককে । খবর পেয়ে বিজলি তারককে উদ্ধার করে বাণেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় ।

ওইদিন গভীর রাতেই তারককে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না । তাই পরিবারের লোকজনকে নিয়ে খুঁজতে বের হন বিজলি । তখনই দেখেন, এলাকার একটি মাংসের দোকানে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তারক । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় উস্থি থানার পুলিশ । তারকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । বিজলির অভিযোগ, তাঁর স্বামীকে খুন করেছেন কাকার পরিবারের সদস্যরাই ।

বিজলির অভিযোগের উপর ভিত্তি করে তিনজনকে আটক করেছে পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ।

উস্থি, 18 মে : গভীর রাতে বাড়িতে খোঁজ পাওয়া যাচ্ছিল না স্বামীর । তাই পরিবারের অন্যদের নিয়ে তাঁর খোঁজে বের হন যুবতি । তখনই এলাকার একটি মাংসের দোকানে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি । মৃতের নাম তারক মণ্ডল(24) । যুবতির অভিযোগ, তাঁর কাকার পরিবারের সদস্যরা স্বামীকে খুন করে ঝুলিয়ে দিয়ে গেছেন । উস্থি থানার বাণেশ্বরপুর এলাকার ঘটনা ।

চৌষার তারকের সঙ্গে বিয়ে হয় বাণেশ্বরপুরের বিজলির । তাঁদের এক কন্যা ও পুত্রসন্তান রয়েছে । তিন মাস আগে শ্বশুরবাড়ি চৌষা থেকে বাণেশ্বরপুরে বাপেরবাড়িতে আসেন বিজলি । তাঁর বাপেরবাড়ির পাশেই কাকার বাড়ি । তাঁদের সঙ্গে বিজলিদের পরিবারের অশান্তি চলছিল । শনিবার রাতে মত্ত অবস্থায় খুড়তুতো শ্বশুরের বাড়িতে যান তারক । অভিযোগ, সেখানে খুড়তুতো শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে অশান্তি হয় তাঁর । বেধড়ক মারধরও করা হয় তারককে । খবর পেয়ে বিজলি তারককে উদ্ধার করে বাণেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় ।

ওইদিন গভীর রাতেই তারককে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না । তাই পরিবারের লোকজনকে নিয়ে খুঁজতে বের হন বিজলি । তখনই দেখেন, এলাকার একটি মাংসের দোকানে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তারক । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় উস্থি থানার পুলিশ । তারকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । বিজলির অভিযোগ, তাঁর স্বামীকে খুন করেছেন কাকার পরিবারের সদস্যরাই ।

বিজলির অভিযোগের উপর ভিত্তি করে তিনজনকে আটক করেছে পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.