জয়নগর, 1 মে: প্রবল বৃষ্টিতে বাজ পড়ে মহিলার মৃত্যু ৷ আহত আরও 2 । এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থানার অন্তর্গত সুবুদ্ধিপুরে ৷ জানা গিয়েছে, মাঠে ধান ঝাড়াই করে বাড়ি ফিরছিলেন তাঁরা সকলে ৷ সেসময় পথে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি শুরু হয় । বাজ পড়ে মৃত্যু হয় এক মহিলার । বাকি দু'জনকে গুরুতর আহত অবস্থায় মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । আহত দুজনের শুনতে সমস্যা হচ্ছে বলে হাসাপাতাল সূত্রে খবর। এখনও তাদের মথুরাপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে । মহিলার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।
অন্যদিকে, জয়নগরে রবিবাসরীয় ছুটির দিনে দাপট দেখাল কালবৈশাখী । দুপুরে কয়েক মিনিটে প্রবল ঝড় বৃষ্টিতে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেল জয়নগর কুলতলি রোডে । ওইদিন রাস্তার পাশে থাকা একটি গাছ ঝড়ে পড়ে যায়। আর তাতেই যান চলাচল বন্ধ হয়ে পড়ে । ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে জয়নগর 2 নং ব্লকের নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালের সামনে।
পাশাপাশি রবিবার দুপুরে জয়নগর দু'নম্বর ব্লকে বকুলতলা থানার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে । শিলাবৃষ্টির সঙ্গে বাজও পড়েছে। বেশ কিছুক্ষণ ধরে চলে এই শিলাবৃষ্টি । রাস্তা বরফের টুকরোয় ভরে যায় ৷ এলাকার মানুষ সেই ছবিকে ক্যামেরাবন্দি করে রাখেন । তবে এই শিলাবৃষ্টির কারণে সাময়িক আনন্দ পেলেও বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ৷ এর জেরে ক্ষতির মুখে পড়তে হতে পারে কৃষকদের । শিলাবৃষ্টির জেরে আম গাছের বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে ৷ এমনটাই মনে করছেন কৃষি বিজ্ঞানীদের একটা বড় অংশ । তার যার জেরে ফলন কম হলেও আমের দাম অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে ।
আরও পড়ুন: তৃণমূলের সভায় বজ্রাপাতে আহতদের আনা হল বর্ধমান মেডিক্যালে