রায়দিঘি, 19 অগস্ট: ঝোড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল মহিলার (Woman Died in Raidighi) ৷ মৃতের নাম সাহানা পুরকাইত (32) ৷ বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷
স্থানীয় সূত্রে খবর, রায়দিঘি থানার অন্তর্গত পাখিওয়ালা গ্রামের বাসিন্দা জাকির পুরকাইত ও তার স্ত্রী সাহানা পুরকাইত ৷ এক পুত্র ও স্ত্রীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বিকালে ভ্যান সারাতে মথুরাপুরের খটিরবাজার এলাকায় গিয়েছিলেন । ভ্যান সারাতে দেরি হাওয়ায় অন্য একটি ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তাঁরা তিনজন । সন্ধ্যার দিকে শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি । ঝড়ের দাপটে একটি গাছের ডাল ভেঙে ব্যাটারি চালিত ভ্যানের উপর পড়ায় গুরুতর আহত হয় সাহানা পুরকাইত । জাকির পুরকাইত ও তাঁর ছেলে কোনওরকমে প্রাণে বেঁচেছেন ৷ স্থানীয় যুবকরা ওই মহিলাকে উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বধূর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷
আরও পড়ুন: বজ্রাঘাতে আরামবাগে মৃত্যু দুই বোনের
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপে জের বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত ৷ সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝড়ো আবার দাপট। বিপদ এড়াতে এলাকায় বিপদজ্জনক গাছের ডাল কাটাও শুরু করা হয়েছে ৷