বাসন্তী, 12 জুন : প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় খবর দেওয়া হয়েছিল মাতৃযানের জন্য । কিন্তু সময়ের মধ্যে এসে পৌঁছয়নি গাড়ি । বাধ্য হয়ে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় । কিন্তু হাসপাতালে যাওয়ার সময় রাস্তাতেই শিশুর জন্ম দিল যুবতি । ঘটনাটি বাসন্তীর ঝড়খালির পার্বতীপুরের ঘটনা ।
পার্বতীপুরের বাসিন্দা পিন্টু সরকারের স্ত্রী প্রমীলার প্রসব যন্ত্রণা শুরু হলে তারা মাতৃযানের জন্য ফোন করে । অনেকটা সময় পেরিয়ে গেলেও মাতৃযান এসে পৌঁছয়নি । পরে পরিবারের লোকজন বাধ্য হয়ে ভ্যানে করে প্রমীলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে । কিন্তু ভ্যানের মধ্যেই প্রমীলা কন্যা সন্তানের জন্ম দেন । তারপর অন্য একটি গাড়িতে করে মা ও সদ্যোজাতকে নিয়ে যাওয়া হয় বাসন্তী গ্রামীণ হাসপাতালে । বর্তমানে দু'জনই সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।
সরকারি পরিষেবা না পাওয়ায় ক্ষুব্ধ পিন্টু সরকার ও তাঁর পরিবার । রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে বারবার ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । গর্ভবতীদের সুবিধার জন্য অ্যাম্বুলেন্সের পাশাপাশি মাতৃযান পরিষেবার কথা একাধিক বার বলা হয়েছে । কিন্তু আজ ফোন করেও কোনও পরিষেবা পাননি পিন্টুর পরিবার । মাতৃযানের জন্য ফোন করেও মেলেনি পরিষেবা ।
এই ঘটনায় অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল সরকার বলেন, "আমরা বিষয়টি শুনেছি । কিন্তু কোনও লিখিত অভিযোগ পাইনি । পেলেই ঘটনাটি খতিয়ে দেখব ।"