ডায়মন্ড হারবার, 6 মার্চ : রাতের অন্ধকারে ডায়মন্ড হারবার শহরে বেড়েই চলেছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য ৷ বিয়েবাড়ি থেকে ফেরার পথে আক্রান্ত হলেন এক মহিলা ৷ সুমনা রায় নামে ওই মহিলাকে মারধরের পাশাপাশি তাঁর সোনার গয়নাও ছিনতাই করা হয় ৷
বৃহস্পতিবার রাতে রত্নেশ্বর থেকে ডায়মন্ড হারবারে ফিরছিলেন সুমনা রায় ও তাঁর পরিবার ৷ 117 নম্বর জাতীয় সড়কের সাগরিকার কাছে মহিলাদের উদ্দেশে কটূক্তি করে কয়েকজন ৷ ওই মহিলার স্বামী প্রতিবাদ করলেও তাতে কর্ণপাত করেনি ওই দুষ্কৃতীরা ৷ মহিলার দাবি, জনা চারেক দুষ্কৃতী চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে টোটো থেকে নামিয়ে তাঁকে মারধর করে ৷ এমনকী গলায় ও কানে পরে থাকা সোনার গয়না ছিনতাই করে নিয়ে চম্পট দেয় ৷ মহিলার স্বামী মেহেবুব আলম বলেন, "আগে গর্ব করে বলতাম যে ডায়মন্ড হারবারে রাতে মহিলারা সুরক্ষিত ৷ কিন্তু আজকের পর থেকে হয়ত বলতে পারব না ।"
রাতেই ডায়মন্ড হারবার থানায় দ্বারস্থ হন ওই মহিলার স্বামী মেহেবুব আলম । তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ । এই ঘটনায় রাতের ডায়মন্ড হারবারে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ।