ETV Bharat / state

Minister Wife Elected Unopposed: ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর স্ত্রী

ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার স্ত্রী ৷ গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের 101 নম্বর বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন নমিতা দাস হাজরা ৷

Minister Wife Elected Unopposed
Minister Wife Elected Unopposed
author img

By

Published : Jun 23, 2023, 4:06 PM IST

Updated : Jun 23, 2023, 9:48 PM IST

ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার স্ত্রী

গঙ্গাসাগর, 23 জুন: পঞ্চায়েত ভোটের আগেই জয়ী সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার স্ত্রী নমিতা দাস হাজরা ৷ দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের 101 নম্বর বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন তৃণমূলের প্রার্থী ৷ শুক্রবার তাঁকে বিজয়ী ঘোষণা করে তাঁর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে বিডিও অফিসের পক্ষ থেকে ৷

আগামী 8 জুলাই সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব সেরে ফেলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ৷ এমনকী মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমাও পেরিয়ে গিয়েছে । হাতে সময় অল্প রয়েছে, তাই সব রাজনৈতিক দলের প্রার্থী জোরকদমে নেমে পড়েছে ভোটের প্রচারে । এরই মধ্যে শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের আগেই জয়লাভ করলেন দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের 101 নং বুথের তৃণমূল প্রার্থী নমিতা দাস হাজরা । তিনি সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার স্ত্রী ।

গত নির্বাচনে 101 নং বুথ থেকেই জিতেছিলেন তিনি । এ বারও এই বুথ নিজের দখলে রাখলেন নমিতা দাস হাজরা । শুক্রবার তাঁকে বিজয়ী ঘোষণা করে সার্টিফিকেট দেয় বিডিও অফিস । বিজয়ী ঘোষিত হওয়ার পর এ দিন সবুজ আবির খেলায় মাতেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ।

রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতে মোট 27টি আসন রয়েছে । এর মধ্যে 9টি আসনে বিরোধীরা লড়াই করছে শাসকদলের সঙ্গে । পঞ্চায়েত সমিতির 25টি আসনে বিরোধীরা লড়ছে । জেলা পরিষদের তিনটি আসনে বিরোধীদলের লড়াই রয়েছে ৷ এ বিষয়ে মথুরাপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির মহিলা সেলের আহ্বায়ক অরুণা দাস বলেন, এই পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে শাসকদল, তাতে বিরোধী দলের কর্মী ও প্রার্থীরা ভীত-সন্ত্রস্ত । বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে দুষ্কৃতীরা ।

আরও পড়ুন: বাহিনী দিতে পারছে না কেন্দ্র, বিজেপি নেতাদের পালটা খোঁচা তৃণমূলের

বিরোধীদের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী নমিতা দাস হাজরা বলেন, "এই জয় মা মাটি মানুষের সরকারের জয় । মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজের নিরিখে আমাকে পুনরায় পাঁচ বছর তাঁদের সেবা করার জন্য সুযোগ করে দিয়েছেন । বিরোধীরা যে সব অভিযোগ করছে, তা ভিত্তিহীন । গঙ্গাসাগরে বিরোধীদের কোনও সংগঠনই নেই । পঞ্চায়েত ভোটে নির্বাচনে দাঁড়ানোর জন্য প্রার্থী না থাকার কারণে আমাদের উপর অভিযোগ করছে বিরোধীরা ।"

ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার স্ত্রী

গঙ্গাসাগর, 23 জুন: পঞ্চায়েত ভোটের আগেই জয়ী সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার স্ত্রী নমিতা দাস হাজরা ৷ দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের 101 নম্বর বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন তৃণমূলের প্রার্থী ৷ শুক্রবার তাঁকে বিজয়ী ঘোষণা করে তাঁর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে বিডিও অফিসের পক্ষ থেকে ৷

আগামী 8 জুলাই সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব সেরে ফেলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ৷ এমনকী মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমাও পেরিয়ে গিয়েছে । হাতে সময় অল্প রয়েছে, তাই সব রাজনৈতিক দলের প্রার্থী জোরকদমে নেমে পড়েছে ভোটের প্রচারে । এরই মধ্যে শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের আগেই জয়লাভ করলেন দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের 101 নং বুথের তৃণমূল প্রার্থী নমিতা দাস হাজরা । তিনি সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার স্ত্রী ।

গত নির্বাচনে 101 নং বুথ থেকেই জিতেছিলেন তিনি । এ বারও এই বুথ নিজের দখলে রাখলেন নমিতা দাস হাজরা । শুক্রবার তাঁকে বিজয়ী ঘোষণা করে সার্টিফিকেট দেয় বিডিও অফিস । বিজয়ী ঘোষিত হওয়ার পর এ দিন সবুজ আবির খেলায় মাতেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ।

রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতে মোট 27টি আসন রয়েছে । এর মধ্যে 9টি আসনে বিরোধীরা লড়াই করছে শাসকদলের সঙ্গে । পঞ্চায়েত সমিতির 25টি আসনে বিরোধীরা লড়ছে । জেলা পরিষদের তিনটি আসনে বিরোধীদলের লড়াই রয়েছে ৷ এ বিষয়ে মথুরাপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির মহিলা সেলের আহ্বায়ক অরুণা দাস বলেন, এই পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে শাসকদল, তাতে বিরোধী দলের কর্মী ও প্রার্থীরা ভীত-সন্ত্রস্ত । বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে দুষ্কৃতীরা ।

আরও পড়ুন: বাহিনী দিতে পারছে না কেন্দ্র, বিজেপি নেতাদের পালটা খোঁচা তৃণমূলের

বিরোধীদের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী নমিতা দাস হাজরা বলেন, "এই জয় মা মাটি মানুষের সরকারের জয় । মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজের নিরিখে আমাকে পুনরায় পাঁচ বছর তাঁদের সেবা করার জন্য সুযোগ করে দিয়েছেন । বিরোধীরা যে সব অভিযোগ করছে, তা ভিত্তিহীন । গঙ্গাসাগরে বিরোধীদের কোনও সংগঠনই নেই । পঞ্চায়েত ভোটে নির্বাচনে দাঁড়ানোর জন্য প্রার্থী না থাকার কারণে আমাদের উপর অভিযোগ করছে বিরোধীরা ।"

Last Updated : Jun 23, 2023, 9:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.