ETV Bharat / state

যে অন্যায় করবে সে জেলে যাবে, রাকেশ সিং প্রসঙ্গে মন্তব্য় রূপার

author img

By

Published : Feb 24, 2021, 9:00 PM IST

রাকেশ সিংকে তিনি চেনেন না ৷ তবে কেউ যদি কোথাও অন্য়ায় করেন, তবে তাঁকে পুলিশ গ্রেফতার করবেই ৷ বুধবার দক্ষিণ 24 পরগনার ক্য়ানিংয়ে পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্য়ায় ৷ একইসঙ্গে মনে করিয়ে দেন, শুধু গ্রেফতার করলেই হবে না, অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণও করতে হবে ৷

west bengal assembly election 2021_The police will arrest him wherever he sees him doing wrong. Rakesh Singh opens his mouth about the arrest: Rupa Ganguly
অন্য়ায় দেখলে পুলিশ গ্রেফতার করবেই, রাকেশ সিংকে নিয়ে মন্তব্য় রূপার

ক্যানিং, 24 ফেব্রুয়ারি: যেখানে যাঁকে অন্যায় করতে দেখবে, পুলিশ তাঁকে গ্রেফতার করবে ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন বিজেপির রাজ্যসভার সদস্য রূপা গঙ্গোপাধ্য়ায় ৷

বুধবার দক্ষিণ 24 পরগনার কুলতলি থেকে পরিবর্তন যাত্রার রথ ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের হবির মোড়, হেড়োভাঙা বাসস্ট্যান্ড, সাতমুখী বাজার হয়ে ক্যানিং বাসস্ট্যান্ডে পৌঁছায় ৷ সেখান থেকে যায় বাসন্তী বিধানসভা কেন্দ্রের পালবাড়ি ৷

এদিনের এই কর্মসূচিতে যোগ দেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্য়ায় ৷ বিজেপি নেতা রাকেশ সিংয়ের গ্রেফতারি নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ উত্তরে রূপা বলেন, ‘‘আমি জানি না, চিনিও না, কে এই রাকেশ সিং ৷ সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল বুঝি না । যেখানে অন্যায় হবে, সেখানেই পুলিশ গ্রেফতার করবে।’’ তবে গ্রেফতার করার পাশাপাশি, অভিযুক্তকে দোষী প্রমাণ করাটাও যে জরুরি, সেটাও মনে করিয়ে দেন রূপা ৷

আরও পড়ুন: "পুলিশের মুখে হাসি নেই কেন ?" প্রশ্ন রূপার

তবে আসন্ন বিধানসভা নির্বাচনে রূপা যে তাঁদের দলের জয়ের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত, তা বুঝিয়ে দিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘তৃণমূল-বিজেপি যাকে খুশি ভোট দিন ৷ ক্ষমতায় আসবে বিজেপিই ৷’’

রূপা গঙ্গোপাধ্য়ায়ের বক্তব্য শুনুন

প্রসঙ্গত, এদিনের পরিবর্তন যাত্রায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ এদিকে, ভোট মরশুমে ‘খেলা হবে’ স্লোগান তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ এদিন সেই স্লোগান শোনা গেল বিজেপির পরিবর্তন যাত্রাতেও ৷ তবে তার ভাষা ছিল আলাদা ৷ বিজেপি নেতা-কর্মীদের কথায়, ‘‘খেলা হবে, খেলা হবে ৷ পদ্ম ফুলে খেলা হবে ৷’’

ক্যানিং, 24 ফেব্রুয়ারি: যেখানে যাঁকে অন্যায় করতে দেখবে, পুলিশ তাঁকে গ্রেফতার করবে ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন বিজেপির রাজ্যসভার সদস্য রূপা গঙ্গোপাধ্য়ায় ৷

বুধবার দক্ষিণ 24 পরগনার কুলতলি থেকে পরিবর্তন যাত্রার রথ ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের হবির মোড়, হেড়োভাঙা বাসস্ট্যান্ড, সাতমুখী বাজার হয়ে ক্যানিং বাসস্ট্যান্ডে পৌঁছায় ৷ সেখান থেকে যায় বাসন্তী বিধানসভা কেন্দ্রের পালবাড়ি ৷

এদিনের এই কর্মসূচিতে যোগ দেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্য়ায় ৷ বিজেপি নেতা রাকেশ সিংয়ের গ্রেফতারি নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ উত্তরে রূপা বলেন, ‘‘আমি জানি না, চিনিও না, কে এই রাকেশ সিং ৷ সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল বুঝি না । যেখানে অন্যায় হবে, সেখানেই পুলিশ গ্রেফতার করবে।’’ তবে গ্রেফতার করার পাশাপাশি, অভিযুক্তকে দোষী প্রমাণ করাটাও যে জরুরি, সেটাও মনে করিয়ে দেন রূপা ৷

আরও পড়ুন: "পুলিশের মুখে হাসি নেই কেন ?" প্রশ্ন রূপার

তবে আসন্ন বিধানসভা নির্বাচনে রূপা যে তাঁদের দলের জয়ের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত, তা বুঝিয়ে দিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘তৃণমূল-বিজেপি যাকে খুশি ভোট দিন ৷ ক্ষমতায় আসবে বিজেপিই ৷’’

রূপা গঙ্গোপাধ্য়ায়ের বক্তব্য শুনুন

প্রসঙ্গত, এদিনের পরিবর্তন যাত্রায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ এদিকে, ভোট মরশুমে ‘খেলা হবে’ স্লোগান তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ এদিন সেই স্লোগান শোনা গেল বিজেপির পরিবর্তন যাত্রাতেও ৷ তবে তার ভাষা ছিল আলাদা ৷ বিজেপি নেতা-কর্মীদের কথায়, ‘‘খেলা হবে, খেলা হবে ৷ পদ্ম ফুলে খেলা হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.