ETV Bharat / state

নামখানায় বিজেপির পালটা "দিদির দূত" সুজাতা - Sujata Khan in Namkhana

বাংলায় তৃণমূলের সাজানো সংসারে থাবা বসাতে উঠে পড়ে লেগেছে বিজেপি । একের পর এক নেতারা দিল্লি থেকে উড়ে আসছেন । সভা করছেন । তবে পিছিয়ে নেই রাজ্যের শাসক দলও । নামখানায় অমিত শাহর পরিবর্তন "রথ"-কে পালটা দিতে "দিদির দূত" সুজাতা মণ্ডল ।

নামখানায় দিদির দূত
নামখানায় দিদির দূত
author img

By

Published : Feb 19, 2021, 3:41 PM IST

কাকদ্বীপ, 19 ফেব্রুয়ারি : নামখানার ইন্দিরা ময়দানে গতকাল অমিত শাহ পরিবর্তন যাত্রার সূচনা করেন । আজ পাল্টা বাইক মিছিল বের করল কাকদ্বীপ ও নামখানার তৃণমূল নেতৃত্ব ।

শুক্রবার বেলা সাড়ে 12 টা নাগাদ কাকদ্বীপের নতুন রাস্তা থেকে শুরু হয় তৃণমূলের বাইক মিছিল । প্রায় দেড় হাজারের বেশি বাইক আজকের মিছিলে যোগ দেয় । এছাড়া মিছিলে কয়েক'শো টোটোকে ট্যাবলো বানানো হয়েছে । দিদির দূত-এর ট্যাবলোয় চেপে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন সুজাতা মণ্ডল ।

সুজাতা বলেন, "আগে দিল্লি সামলান, তারপরে ভাববেন বাংলা । তবে কাকদ্বীপের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা অসুস্থ থাকায় আজকের মিছিলে থাকতে পারেননি । তবে কাকদ্বীপ ও নামখানার তৃণমূল নেতৃত্বেরা আজকের মিছিলে অংশগ্রহণ করেন । প্রায় 50 কিমি রাস্তা অতিক্রম করে মিছিল পৌছায় ফ্রেজারগঞ্জে ।

নামখানায় বিজেপিকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করলেন সুজাতা মণ্ডল

আরও পড়ুন : দুয়ারে দুয়ারে দিদির দূত নয়, যমের দূত যাচ্ছে : লকেট

তার আগে মিছিল থেকে বেরিয়ে কাকদ্বীপের কালী মন্দিরে পুজো দেন সুজাতা । তৃণমূলের এই বাইক মিছিল ঘিরে কাকদ্বীপ থেকে ফ্রেজারগঞ্জ পর্যন্ত 117 নম্বর জাতীয় সড়কে বেশ কিছু সময় যানজটের সৃষ্টি হয় ।

কাকদ্বীপ, 19 ফেব্রুয়ারি : নামখানার ইন্দিরা ময়দানে গতকাল অমিত শাহ পরিবর্তন যাত্রার সূচনা করেন । আজ পাল্টা বাইক মিছিল বের করল কাকদ্বীপ ও নামখানার তৃণমূল নেতৃত্ব ।

শুক্রবার বেলা সাড়ে 12 টা নাগাদ কাকদ্বীপের নতুন রাস্তা থেকে শুরু হয় তৃণমূলের বাইক মিছিল । প্রায় দেড় হাজারের বেশি বাইক আজকের মিছিলে যোগ দেয় । এছাড়া মিছিলে কয়েক'শো টোটোকে ট্যাবলো বানানো হয়েছে । দিদির দূত-এর ট্যাবলোয় চেপে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন সুজাতা মণ্ডল ।

সুজাতা বলেন, "আগে দিল্লি সামলান, তারপরে ভাববেন বাংলা । তবে কাকদ্বীপের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা অসুস্থ থাকায় আজকের মিছিলে থাকতে পারেননি । তবে কাকদ্বীপ ও নামখানার তৃণমূল নেতৃত্বেরা আজকের মিছিলে অংশগ্রহণ করেন । প্রায় 50 কিমি রাস্তা অতিক্রম করে মিছিল পৌছায় ফ্রেজারগঞ্জে ।

নামখানায় বিজেপিকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করলেন সুজাতা মণ্ডল

আরও পড়ুন : দুয়ারে দুয়ারে দিদির দূত নয়, যমের দূত যাচ্ছে : লকেট

তার আগে মিছিল থেকে বেরিয়ে কাকদ্বীপের কালী মন্দিরে পুজো দেন সুজাতা । তৃণমূলের এই বাইক মিছিল ঘিরে কাকদ্বীপ থেকে ফ্রেজারগঞ্জ পর্যন্ত 117 নম্বর জাতীয় সড়কে বেশ কিছু সময় যানজটের সৃষ্টি হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.