কাকদ্বীপ, 15 ফেব্রুয়ারি : চলতি মাসের 18 তারিখ বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলায় "পরিবর্তন যাত্রার" সূচনা হবে । এই রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ । ওইদিন প্রথমে নামখানার ইন্দিরা ময়দানে একটি জনসভা করবেন তিনি । তারপর রথযাত্রা সূচনা করবেন বলে বিজেপি সূত্রে খবর । গতকাল ওই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে নামখানায় যান বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ।
আরও পড়ুন : বাংলায় রথযাত্রার চূড়ান্ত ছাড়পত্র দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব
গতকাল সভাস্থান খতিয়ে দেখার পাশাপাশি রাজ্য বিজেপির প্রতিনিধিরা পুলিশ-প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও দেখা করেন । ইতিমধ্যে মাঠে বাঁশ পড়েছে, মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে । কাকদ্বীপ, নামখানায় অস্থায়ী হেলিপ্যাড তৈরি হচ্ছে ।
সভা মাঠ ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার "পরিবর্তন যাত্রা"র কনভেনর গৌতম চৌধুরি বলেন, "সভার আয়োজন করতে গিয়ে আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে । তৃণমূল নেতারা চাইলেও আমাদের সভায় বিজেপি কর্মীদের যোগ দেওয়া ঠেকাতে পারবে না । লক্ষাধিক মানুষের উপস্থিতিতেই সভা ও রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ ।"