কুলতলি,23 ফেব্রুয়ারি: শুভেন্দুর সভার আগে কুলতলিতে ভূমিপুত্রকেই প্রার্থী চাই বলে বিজেপির পোস্টার। যা নিয়ে সভার আগে শুরু হয়েছে চাপানউতোর। এটি অন্য রাজনৈতিক দলের চক্রান্ত বলে অভিযোগ বিজেপির। অভিষেকের পাল্টা সভা করতে আজ আসছেন শুভেন্দু, চলছে জোরদার প্রস্তুতি ৷
বারুইপুরের সভা থেকে শুভেন্দু আগেই ঘোষণা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কুলতলিতে সভা করে যে মিথ্যা অভিযোগ করেছিলেন তার যোগ্য জবাব দেবেন ৷ মঙ্গলবার কুলতলির বুকে জালাবেড়িয়ার গাজির মোড়ে জনসভা করবেন শুভেন্দু ৷ এদিন শুরুতে তিনি জয়নগরের বেলেদুর্গানগর এলাকা থেকে রোড শো করে সোজা তিনি পৌঁছাবেন জালাবেড়িয়ার জনসভায় ৷
আরও পড়ুন :খড়্গপুরে শ্যামাপ্রসাদের নামে হাসপাতাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এই সভায় থাকার কথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র ৷ মঙ্গলবারের এই হাই ভোল্টেজ সভা সার্থক করতে জোর কদমে চলছে প্রস্তুতি ৷ শুভেন্দু অধিকারীর এই জনসভার পরের দিনই অর্থাৎ বুধবার জালাবেড়িয়া থেকে জামতলা পর্যন্ত পাঁচ কিলোমিটার লক্ষাধিক সমর্থক নিয়ে মহামিছিল করা হবে দাবি যুব তৃণমূল নেতৃত্বের ৷