মগরাহাট, 5 এপ্রিল : আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে (Viral Video of Youth With Fire Arms in Magrahat) ৷ মুহূর্তের মধ্যে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে (ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷ আর সেই ভিডিয়োর সূত্র ধরে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা মগরাহাট থানা এলাকায় ৷ ধৃত যুবকের নাম ইমরান খান ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র-সহ একটি ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইমরান ৷ মগরাহাট থানার অন্তর্গত বিলান্ডাপুর খাল পাড় এলাকার বাসিন্দা বছর কুড়ির ইমরান খান ৷ ভিডিয়োটি ভাইরাল হতেই তা চোখে পড়ে ডায়মন্ড হারবারের এসডিপিও মিথুন কুমার দে’র ৷ এরপর ভিডিয়োর সত্যতা যাচাই করে যুবকের খোঁজে তল্লাশি চালায় পুলিশ ৷ সোমবার অভিযুক্ত যুবককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে মগরাহাট থানার পুলিশ ৷ অভিযুক্তের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছাড়াও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ৷
আরও পড়ুন : TMC leader‘s selfie with Pistol : সরকারি চেয়ারে বসে পিস্তল হাতে সেলফি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল নেত্রী
ধৃত ইমরানকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার ভোররাতে মগরাহাটের মাইতলা থেকে 8টি বেআইনি আগ্নেয়াস্ত্র ও 12 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ ৷ উস্থি থানা এলাকা থেকেও তাজাবোমা সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
আরও পড়ুন : TMC Leader With Firearms: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গুলি চালানোর ভিডিয়ো, হরিশচন্দ্রপুরে গ্রেফতার তৃণমূল নেতা