বাসন্তী, 23 এপ্রিল : সরকারি নির্দেশ মেনে চাল, আলু না দেওয়ায় প্রধান শিক্ষককে আটকে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা । দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার 6 নম্বর সোনাখালি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা ।
সরকারি নির্দেশ অনুযায়ী মিড ডে মিলে এক কেজি চাল ও তিন কেজি আলু দেওয়ার কথা ৷ গ্রামবাসীদের দাবি , স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল মণ্ডল সরকারি নির্দেশ মেনে ছাত্র-ছাত্রীদের চাল , আলু দিচ্ছেন না । ছাত্র পিছু 300 গ্রাম করে চাল ও 300 গ্রাম করে আলু কম দিচ্ছেন । স্কুলে মোট 220 জন ছাত্রছাত্রী রয়েছে । সকলকে কম দিয়ে চাল ও আলু রাতে অন্যত্র বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের । এই অভিযোগেই দীর্ঘক্ষণ ওই শিক্ষককে স্কুলের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখান তাঁরা ।
ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ওই স্কুলে যায় । পুলিশের উপস্থিতিতে সমস্যার সমাধান হয় । সরকারি নির্দেশিকা মতো ছাত্র-ছাত্রীরা চাল ও আলু পাবে বলে জানান ওই প্রধান শিক্ষক ।