ETV Bharat / state

সাগরে যাতায়াতের ভেসেল সরানো হল নিরাপদ আশ্রয়ে - গঙ্গাসাগর

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের উদ্যোগে মোট ছয় খানা ভেসেল চালানো হয় মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে সাগরে যাওয়ার জন্য । গত আমফানের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কয়েকটি ভেসেল ও ট্রলার । তাই প্রশাসনের কাছ থেকে ঘূর্ণিঝড় যশের খবর পেয়ে ভেসেলগুলিকে কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে নিয়ে মুড়িগঙ্গার পাশে অবস্থিত শিকারপুরের খালে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে ।

সাগরে যাতায়াতের ভেসেল সরানো হল নিরাপদ আশ্রয়ে
সাগরে যাতায়াতের ভেসেল সরানো হল নিরাপদ আশ্রয়ে
author img

By

Published : May 25, 2021, 12:39 PM IST

সাগর, 25 মে : আমফান থেকে শিক্ষা নিয়ে এবার সতর্ক পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের আধিকারিকরা । দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র পথ হল কচুবেড়িয়া থেকে লট নম্বর এইট পর্যন্ত ভেসেল পরিষেবা । ওই ভেসেল পরিষেবার মাধ্যমেই সাগরের মানুষ যাতায়াত করে । যশের প্রভাবে যাতে ক্ষয়ক্ষতির না হয় তার জন্য পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের পক্ষ থেকে ভেসেলগুলিকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে ।

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের উদ্যোগে মোট ছয় খানা ভেসেল চালানো হয় মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে সাগরে যাওয়ার জন্য । গত আমফানের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কয়েকটি ভেসেল ও ট্রলার । তাই প্রশাসনের কাছ থেকে ঘূর্ণিঝড় যশের খবর পেয়ে ভেসেলগুলিকে কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে নিয়ে মুড়িগঙ্গার পাশে অবস্থিত শিকারপুরের খালে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে ।

এছাড়াও লট নম্বর এইট থেকে মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে কচুবেড়িয়ায় গাড়ি পারাপারের জন্য পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের উদ্যোগে দুটো বার্জ চালানো হয় । ঘূর্ণিঝড় যশের ফলে ওই দুটি বার্জ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য বার্জ দুটিকে কাকদ্বীপের হারবারের পাশে অবস্থিত ময়নাপাড়ার খালে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে ৷

সাগরে যাতায়াতের ভেসেল সরানো হল নিরাপদ আশ্রয়ে

আরও পড়ুন : জরুরি ভিত্তিতে বাসন্তীতে 5 কিমি বেহাল নদীবাঁধের মেরামতের কাজ শুরু

সাগর, 25 মে : আমফান থেকে শিক্ষা নিয়ে এবার সতর্ক পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের আধিকারিকরা । দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র পথ হল কচুবেড়িয়া থেকে লট নম্বর এইট পর্যন্ত ভেসেল পরিষেবা । ওই ভেসেল পরিষেবার মাধ্যমেই সাগরের মানুষ যাতায়াত করে । যশের প্রভাবে যাতে ক্ষয়ক্ষতির না হয় তার জন্য পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের পক্ষ থেকে ভেসেলগুলিকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে ।

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের উদ্যোগে মোট ছয় খানা ভেসেল চালানো হয় মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে সাগরে যাওয়ার জন্য । গত আমফানের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কয়েকটি ভেসেল ও ট্রলার । তাই প্রশাসনের কাছ থেকে ঘূর্ণিঝড় যশের খবর পেয়ে ভেসেলগুলিকে কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে নিয়ে মুড়িগঙ্গার পাশে অবস্থিত শিকারপুরের খালে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে ।

এছাড়াও লট নম্বর এইট থেকে মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে কচুবেড়িয়ায় গাড়ি পারাপারের জন্য পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের উদ্যোগে দুটো বার্জ চালানো হয় । ঘূর্ণিঝড় যশের ফলে ওই দুটি বার্জ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য বার্জ দুটিকে কাকদ্বীপের হারবারের পাশে অবস্থিত ময়নাপাড়ার খালে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে ৷

সাগরে যাতায়াতের ভেসেল সরানো হল নিরাপদ আশ্রয়ে

আরও পড়ুন : জরুরি ভিত্তিতে বাসন্তীতে 5 কিমি বেহাল নদীবাঁধের মেরামতের কাজ শুরু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.