ETV Bharat / state

সাগরে 50 শতাংশ যাত্রী নিয়ে ভেসেল পরিষেবা শুরু

রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ চলছে ৷ তার মধ্যেও আজ থেকে কিছু ছাড় দিয়েছে রাজ্য সরকার ৷ তার মধ্যে রয়েছে গণপরিবহণের একটা অংশ ৷ সরকারি সেই নির্দেশ মেনে সাগরে শুরু হল ভেসেল পরিষেবা ৷

vessel service resumed with 50 percent passengers at sagar
সাগরে 50 শতাংশ যাত্রী নিয়ে শুরু ভেসেল পরিষেবা
author img

By

Published : Jul 1, 2021, 5:54 PM IST

সাগর, 1 জুলাই : রাজ্য সরকারের নির্দেশ মেনে আজ, শুক্রবার থেকে চালু হল ভেসেল পরিষেবা । দক্ষিণ 24 পরগনার সাগর থেকে কাকদ্বীপ ফেরি চলাচল চালু হয় এদিন ৷ সেই বিষয়টি খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ।

করোনা সংক্রান্ত যে বিধিনিষেধ মে মাসের মাঝামাঝি রাজ্য সরকার শুরু করেছিল, তা এখনও বলবৎ আছে ৷ কিন্তু কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে ৷ যার মধ্যে গণপরিবহণ রয়েছে ৷ 50 শতাংশ যাত্রী নিয়ে গণপরিবহণে অনুমতি দেওয়া হয়েছে ৷ সেই নির্দেশিকা মেনেই বৃহস্পতিবার থেকে শুরু হল ভেসেল পরিষেবা ৷

আরও পড়ুন : রাস্তায় নেই বেসরকারি বাস, সুযোগে খেয়াল-খুশির দর অটোয়

উল্লেখ্য, করোনার সংক্রমণ রুখতে লকডাউনের জেরে দীর্ঘ দেড় মাস বন্ধ ছিল গণপরিবহণ ও ফেরি চলাচল ব্যবস্থা । দীর্ঘ প্রায় দেড় মাস করোনার কারণে এই পরিষেবা বন্ধ ছিল ৷ গত 15 জুন অফিস খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ ফলে তখন থেকে যাত্রীদের ঘুরপথে যাতায়াত করতে হত ৷ তাছাড়া নৌ-পরিবহণ যা ছিল, তাতে ভাড়া অনেক বেশি খরচ করতে হচ্ছিল ৷ তাই সমস্যায় পড়তে হচ্ছিল নিত্যযাত্রীদের ৷

সাগরে 50 শতাংশ যাত্রী নিয়ে শুরু ভেসেল পরিষেবা

ভেসেল পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ ৷ আর তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখে সরকারি নির্দেশিকা পাওয়ার পর ভেসেলগুলিতে স্যানিটাইজ করা হয় । নিত্যযাত্রীরাও যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সেই বিষয়টিও খেয়াল রাখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ প্রত্যেক যাত্রীকে সামাজিক দূরত্ববিধি মেনে চলার অনুরোধ করেন বঙ্কিমচন্দ্র হাজরা ।

আরও পড়ুন : রাস্তায় অমিল বেসরকারি বাস, অটো ভাড়া আকাশছোঁয়া ; চরম দুর্ভোগে আমজনতা

এদিকে রাজ্য সরকারের তরফে গণপরিবহণে যে ছাড় দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে বাস পরিষেবাও ৷ রাজ্যজুড়ে এদিন সরকারি বাস পরিষেবা শুরু হয়েছে ৷ কিন্তু বেসরকারি বাস পরিষেবা প্রায় নেই বললেই চলে ৷ কলকাতা থেকে জেলা শহর, সর্বত্রই হাতেগোনা বাস রাস্তায় নেমেছে ৷ ফলে ভোগান্তির মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের ৷

সাগর, 1 জুলাই : রাজ্য সরকারের নির্দেশ মেনে আজ, শুক্রবার থেকে চালু হল ভেসেল পরিষেবা । দক্ষিণ 24 পরগনার সাগর থেকে কাকদ্বীপ ফেরি চলাচল চালু হয় এদিন ৷ সেই বিষয়টি খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ।

করোনা সংক্রান্ত যে বিধিনিষেধ মে মাসের মাঝামাঝি রাজ্য সরকার শুরু করেছিল, তা এখনও বলবৎ আছে ৷ কিন্তু কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে ৷ যার মধ্যে গণপরিবহণ রয়েছে ৷ 50 শতাংশ যাত্রী নিয়ে গণপরিবহণে অনুমতি দেওয়া হয়েছে ৷ সেই নির্দেশিকা মেনেই বৃহস্পতিবার থেকে শুরু হল ভেসেল পরিষেবা ৷

আরও পড়ুন : রাস্তায় নেই বেসরকারি বাস, সুযোগে খেয়াল-খুশির দর অটোয়

উল্লেখ্য, করোনার সংক্রমণ রুখতে লকডাউনের জেরে দীর্ঘ দেড় মাস বন্ধ ছিল গণপরিবহণ ও ফেরি চলাচল ব্যবস্থা । দীর্ঘ প্রায় দেড় মাস করোনার কারণে এই পরিষেবা বন্ধ ছিল ৷ গত 15 জুন অফিস খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ ফলে তখন থেকে যাত্রীদের ঘুরপথে যাতায়াত করতে হত ৷ তাছাড়া নৌ-পরিবহণ যা ছিল, তাতে ভাড়া অনেক বেশি খরচ করতে হচ্ছিল ৷ তাই সমস্যায় পড়তে হচ্ছিল নিত্যযাত্রীদের ৷

সাগরে 50 শতাংশ যাত্রী নিয়ে শুরু ভেসেল পরিষেবা

ভেসেল পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ ৷ আর তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখে সরকারি নির্দেশিকা পাওয়ার পর ভেসেলগুলিতে স্যানিটাইজ করা হয় । নিত্যযাত্রীরাও যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সেই বিষয়টিও খেয়াল রাখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ প্রত্যেক যাত্রীকে সামাজিক দূরত্ববিধি মেনে চলার অনুরোধ করেন বঙ্কিমচন্দ্র হাজরা ।

আরও পড়ুন : রাস্তায় অমিল বেসরকারি বাস, অটো ভাড়া আকাশছোঁয়া ; চরম দুর্ভোগে আমজনতা

এদিকে রাজ্য সরকারের তরফে গণপরিবহণে যে ছাড় দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে বাস পরিষেবাও ৷ রাজ্যজুড়ে এদিন সরকারি বাস পরিষেবা শুরু হয়েছে ৷ কিন্তু বেসরকারি বাস পরিষেবা প্রায় নেই বললেই চলে ৷ কলকাতা থেকে জেলা শহর, সর্বত্রই হাতেগোনা বাস রাস্তায় নেমেছে ৷ ফলে ভোগান্তির মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.